টুকরো খবর

ধসেই ট্রেন লাইনচ্যুত, মত কর্তার
লাইনের মাটি ধসে যাওয়ার ফলেই রবিবার কালিয়াচকে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস বেলাইন হয়ে যায়। গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের ইঞ্জিন ছিটকে পাশের আপ লাইনে গিয়ে পড়ায় মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘর্টনাস্থল পরিদর্শন করার পর টানা দু’দিন ধরে দুই ট্রেনের চালক, গার্ড, রেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডব্লিউআই-সহ ১৩ জনকে জেরা করার পর বুধবার দুপুরে কমিশনার অব সেফটি ইস্টার্ন সার্কেল আর পি যাদব বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে কালিয়াচকের ট্রেন দুর্ঘটনা লাইনে ধসের কারণে হয়েছে। ধসের পিছনে কারও গাফিলতি ছিল কি না বলা যাবে না। এখনও পর্যন্ত কারও গাফিলতি দেখা যায়নি।” ফের যাতে এই ধরনের দুর্ঘটনা না-ঘটে সেই জন্য কী কী সর্তকতা জরুরি সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন ওই রেল আধিকারিক। এদিকে, বুধবার থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও ওই এলাকা দিয়ে ঘণ্টায় ১০ কিমি গতিতে ট্রেন চালানো হচ্ছে। ওই এলাকায় রেলপথ আরও শক্তপোক্ত করার জন্য রেলকর্মীরা কাজ করছেন। মালদহ ডিভিশন ডিআরএম হর্ষকুমার বলেন, “২-৩ দিনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

গুলি করে লুঠ, জখম বাবা-ছেলে
গুলি করে, কুপিয়ে অলঙ্কার ব্যবসায়ী বাবা এবং ছেলেকে জখম করে বেশ কয়েক লক্ষাধিক টাকার গয়না হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ কোচবিহার শহরের মদনমোহন বাড়ি লাগোয়া পামতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের হামলায় ব্যবসায়ী অখিল কর্মকার ও ধনঞ্জয় কর্মকারকে প্রথমে কোচবিহার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই দু’জনকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অখিলবাবুর তলপেটে গুলি লেগেছে। ধনঞ্জয়বাবু ছুরিকাহত হন। দুষ্কৃতীরা ছুরি দিয়ে তাঁরা বুক, পিঠ ও পেটে আঘাত করে। শহরের বিশ্বসিংহ রোড এলাকায় দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ওই ব্যবসায়ীরা আক্রান্ত হন। দুষ্কৃতীরা হামলা চালিয়ে গয়নার বাক্স বোঝাই একটি ব্যাগ ছিনিয়ে নেয়। মঙ্গলবার রাতের ঘটনার খবর জানাজানি হতেই ব্যবসায়ী মহলে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে তাঁরা বুধবার মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স পাঠিয়েছেন। কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারকেও বঙ্গীয় স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির তরফে এ দিন স্মারকলিপি দেওয়া হয়। সমিতির ডাকে সদর মহকুমা এলাকায় বুধবার অলঙ্কার ব্যবসায়ীরা বন্ধ পালন করেন।

ক্ষুব্ধ চেয়ারম্যান
সময় মতো তেল না ভরা, এক সপ্তাহ ধরে ভাঙা পাদানি মেরামত না করে ফেলে রাখার মতো বিভিন্ন অজুহাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার ডিপো দু’ দিনে ২০টি ট্রিপ বাতিল করেছেন। ওই ঘটনায় ক্ষুব্ধ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার অভিযোগ খতিয়ে দেখতে তিনি ডিপোয় যান। ডিপো ইনচার্জ-সহ ৩ জন আধিকারিককে এ ব্যাপারে সতর্ক করেন। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বিভিন্ন ডিপোর ইনচার্জ, ইন্সপেক্টর এবং আধিকারিকদের নিয়ে উৎসবের মরসুমের জন্য আগাম পরিকল্পনার ব্যাপারে বৈঠক করেন চেয়ারম্যান। সেখানে অজুহাত দেখিয়ে বাসের ট্রিপ বাতিল করা বরদাস্ত করা হবে না বলে চেয়ারম্যান সাফ জানিয়েছেন। এ ব্যাপারে আধিকারিকদের সতর্ক করা হয়েছে। নিগম চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সামনে পুজো, ইদ, রাসমেলা। আয় বাড়াতে আগাম পরিকল্পনা নিতে হবে। অজুহাত দেখিয়ে বাসের ট্রিপ বন্ধ করে দেওয়া হলে তা আর বরদাস্ত করা হবে না।”

সার্ক রোডের দাবি
রংপুর থেকে দিনহাটার উপর দিয়ে ফুন্টসিলিং পর্যন্ত সার্ক রোড তৈরির দাবি তুলেছে ভারত-বাংলাদেশে ছিটমহল বিনিময় কমিটি। বুধবার সংগঠনের তরফে মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “দিনহাটা হয়ে বাংলাদেশ রেল পথ ছিল। সার্ক রোড হলে বাংলাদেশ-ভুটান দূরত্বও ১০০ কিমি কমবে।

দুর্ঘটনায় মৃত্যু
সাইকেল নিয়ে বাজার করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রায়গঞ্জে। মৃত ব্যক্তির নাম মহম্মদ মহসিন (৪০)। বাড়ি রায়গঞ্জ সংলগ্ন বিহারের ফকিরাডাঙ্গায়।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.