|
|
|
|
নতুন ভবনে মেডিক্যালের দু’টি ওয়ার্ড |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর মেডিক্যালের নতুন ভবনে ওয়ার্ড স্থানান্তর শুরু হল। আপাতত, মেডিসিন বিভাগের মেল ও ফিমেল ওয়ার্ডই স্থানান্তর করা হয়েছে। পরে অন্য কয়েকটি ওয়ার্ডও এখানে আনা হবে। কর্তৃপক্ষের বক্তব্য, নতুন ভবনে মেডিসিন বিভাগের শয্যা-সংখ্যাও বাড়ানো যেতে পারে। ইতিমধ্যেই সেই প্রস্তাব দেওয়া হয়েছে। কাল, শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে উচ্চপর্যায়ের এক বৈঠক রয়েছে। কলেজ পরিচালন সমিতি ও স্বাস্থ্য সমিতি, দু’টি বৈঠকই হওয়ার কথা। বৈঠকে যোগ দেওয়ার কথা মন্ত্রী সৌমেন মহাপাত্র-র। সৌমেনবাবুই কলেজ পরিচালন সমিতির সভাপতি। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকের আগেই তড়িঘড়ি নতুন ভবনে ওয়ার্ড স্থানান্তর করা হল। |
|
নিজস্ব চিত্র। |
গত সোমবার থেকেই এখানে ওয়ার্ডের কাজকর্ম শুরু হয়েছে। মেডিক্যালের এক আধিকারিকের বক্তব্য, “নতুন ভবনে বেশ কয়েকটি ওয়ার্ড স্থানান্তর হবে। সেই মতোই আপাতত মেডিসিনের ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে তড়িঘড়ির প্রশ্ন ওঠে না।” তবে রোগীর আত্মীয়দের অভিযোগ, নতুন ভবনে পর্যাপ্ত পরিকাঠামো নেই। মেঝেয় জল জমে থাকছে। সেই জল সরানো হচ্ছে না। ওয়ার্ডে কর্মীর সংখ্যাও কম। জরুরি বিভাগ থেকে পুরনো ভবনে যাওয়ার পথে টিনের শেড রয়েছে। ফলে ঝড়-জল হলেও রোগীদের সমস্যা হয় না। কিন্তু নতুন ভবনে আসার জন্য এমন শেড তৈরিই হয়নি। ফলে একটানা বৃষ্টি হলে রোগীদের ভিজে ভিজেই জরুরি বিভাগ থেকে নতুন ভবনে আসতে হবে। পাশাপাশি, এখনও এখানে অক্সিজেনের পাইপলাইনও তৈরি হয়নি। কিছু ক্ষেত্রে সমস্যা যে রয়েছে তা মেনেই হাসপাতাল সুপার রামনারায়ণ মাইতি-র বক্তব্য, “পরিকাঠামোগত সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। রোগীরা যাতে সমস্যায় না-পড়েন, সে দিকেও নজর রাখা হচ্ছে।” |
|
|
|
|
|