বর্ধমান মেডিক্যাল
তদন্তে গরহাজির কমিটির দু’জন, ক্ষোভ অভিযোগকারীর
গ্নিদগ্ধ এক বধূর মৃত্যুতে বধর্মান মেডিক্যালের এক চিকিৎসক ও তাঁর ইউনিটের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্বামী। সেই অভিযোগের তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার ছিল তদন্তের দিন। অথচ, এলেন না তদন্ত কমিটির দুই সদস্য। মৃতার স্বামী দিলীপকুমার মুখোপাধ্যায়ের অভিযোগ, অন্য দুই চিকিৎসক এসে পৌঁছন নির্ধারিত সময়ের প্রায় দু’ঘন্টা পরে। যে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে, শল্য চিকিৎসা বিভাগের প্রধান সেই চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-ও তদন্তকারীদের সামনে আসেন তদন্ত শুরুর প্রায় এক ঘণ্টা পরে। তদন্তের সামগ্রিক গতিপ্রকৃতি নিয়ে হাসপাতালের ডেপুটি সুপার তাপসকুমার ঘোষের কাছে ক্ষোভ জানিয়েছেন দিলীপবাবু। তবে তাপসবাবু বলেন, “চন্দ্রনাথবাবু এ দিন রোগী ভর্তির দায়িত্বে ছিলেন। তাই তিনি সময়ে আসতে পারেননি।” স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কেন চার জনের বদলে দু’জন তদন্ত করতে গিয়েছেন, তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”
১৩ ফেব্রুয়ারি খণ্ডঘোষ থানার ওঁয়ারি গ্রামের বাসিন্দা শর্মিলাদেবী অগ্নিদগ্ধ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও ২৪ ফেব্রুয়ারি মারা যান তিনি। তাঁর স্বামী, পেশায় প্রাথমিক শিক্ষক দিলীপবাবু এর পর অভিযোগ করেন, অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর স্ত্রীকে দেখতে যাননি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য মানবাধিকার রক্ষা কমিশন, আইএমএ-রও দ্বারস্থ হন তিনি।
একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ১৯ জুলাই তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। তদন্তকারী দলের চেয়ারম্যান করা হয় হাসপাতালের সুপার সুবোধ ভট্টাচার্যকে। আইপিজিএমইআর-এর শিক্ষক বিশ্বনাথ কাহেলি আহ্বায়ক এবং বিজয়কুমার মজুমদার কমিটির সদস্য। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের নিমাইচন্দ্র নাথ-ও ছিলেন ওই কমিটিতে। ১০ অগস্টের মধ্যে রিপোর্ট জমা পড়ার কথা স্বাস্থ্য দফতরে। বুধবার তদন্ত শুরু হওয়ার কথা ছিল দুপুর সাড়ে ১২টায়। কিন্তু উপস্থিত ছিলেন না হাসপাতালের সুপার তথা তদন্তকারী দলের চেয়ারম্যান সুবোধ ভট্টাচার্য এবং কমিটির অপর সদস্য নিমাইচন্দ্রবাবু।
ডেপুটি সুপার তাপসবাবু বলেন, “নিমাইচন্দ্র নাথ কেন এ দিন আসেননি, তা বলতে পারব না। তবে, হাসপাতাল সুপার সুবোধ ভট্টাচার্য মালদহে বদলি হয়ে গিয়েছেন। তিনি এ দিন স্বাস্থ্য ভবনে গিয়েছেন বদলির বিষয়ে কথা বলতে। পরে হয়ত ফের তদন্তকারীরা আসবেন ওই ঘটনার তদন্ত করতে।”
Previous Story Swasth Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.