|
|
|
|
রিকশা-ভাড়া বাড়ানোর দাবি |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রিকশা ভাড়া বৃদ্ধির দাবিতে জলপাইগুড়িতে আন্দোলনে নামল তৃণমূলের রিকশা সংগঠন। ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার দাবিতে এ দিন শহর জুড়ে রিকশা নিয়ে মিছিল করে পুরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের জাতীয়তাবাদী রিকশা চালক সংগঠন। হাজার দুয়েক চালককে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও শহরের একাংশ রিকশা চালককে জোর করে বিক্ষোভ মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। শহরের স্টেশন রোড, সমাজপাড়া, ডিবিসি রোড, কদমতলা, বেগুনটারি এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রিকশা থেকে জোর করে সওয়ারিদের নামিয়ে দিয়ে এবং চাকার পাম্প খুলে দিয়ে রিকশা চালকদের মিছিলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান কংগ্রেসের মোহন বসু বলেন, “তৃণমূল এখন রিকশা চালকদের জন্য ভাবছে শুনে খুশি হলাম। |
|
ছবি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়। |
তবে সব কিছুরই নির্দিষ্ট নিয়ম রয়েছে। আগে পাঁচ বছর অন্তর রিকশা ভাড়া বাড়ানো হত। এখন তিন বছর অন্তর ভাড়া বৃদ্ধি হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকমাস আগেই রিকশা ভাড়া বাড়ানো হয়েছে। আগামী দু’বছর আগে রিকশা ভাড়া আর বাড়ানো হবে না।” বস্তুত চলতি বছরের প্রথমেই শহরের ন্যূনতম রিকশা ভাড়া বাড়িয়ে সাত টাকা করা হয়। তৃণমূলের রিকশা চালক সংগঠনের দাবি ন্যূনতম ভাড়া ১০ টাকা করতে হবে। প্রতি কিলোমিটারে ১৫ টাকা করে ভাড়া বাড়াতে হবে। শহরের এক মাথা থেকে অন্য মাথায় যেতে ন্যূনতম ৩০ টাকা করতে হবে। ঘন্টা প্রতি ভাড়া ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করতে হবে। তৃণমূলের রিকশা চালক সংগঠনের আহ্বায়ক মধু মল্লিক বলেন, “যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে তার সঙ্গে তাল মিলিয়ে রিকশা ভাড়াও বাড়াতে হবে। শহরে কোনও রিকশা স্ট্যান্ড নেই। প্রতি মুহুর্তে রিকশা চালকদের পুলিশ এবং পুর কর্তৃপক্ষের হয়রানির শিকার হতে হয়। এই জুলুমবাজিও বন্ধ করতে হবে। বুধবার দুপুরে রিকশা চালকদের মিছিলের জেরে শহর জুড়ে যানজট ছড়িয়ে পড়ে। বেগুনটারি, স্টেশন রোড, কদমতলা-সহ অনান্য রাস্তার মোড়ে তৃণমূলের পতাকা নিয়ে রিকশা সংগঠনের নেতারা পথচলতি রিকশা থামিয়ে, যাত্রী নামিয়ে মিছিলে নিয়ে যেতে বাধ্য করেন বলে অভিযোগ। পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “রাজনীতি করার নামে গরিব রিকশা চালকদের সওয়ারি তুলতে না দিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কী গণতান্ত্রিক উপায়?” যদিও এদিনের মিছিলে নেতৃত্বে থাকা যুব তৃণমূল কংগ্রেস নেতা রাজু ঘোষ বলেন, “রিকশা চালকরা স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলে এসেছেন। পুরসভার চেয়ারম্যানই কথা দিয়ে আলোচনায় বসেননি। আমাদের দাবি না-মানা পর্যন্ত আন্দোলন চলবে।” পুরসভা সুত্রে জানা গিয়েছে আগামী ১৬ অগস্ট রিকশা চালকদের সঙ্গে আলোচনায় বসবেন পুর কর্তৃপক্ষ। |
|
|
|
|
|