টুকরো খবর
|
বাঘমুণ্ডিতে ঘেরাও প্রশাসনিক কর্তারা
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি ও বরাবাজার |
২ টাকা কেজি চালের বিশেষ রেশনকার্ড বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার ঘটনাটি ঘটে বাঘমুণ্ডি থানার অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ছাতনি গ্রাম সংসদে। ওই দিন কার্ড বিলি করতে গিয়েছিলেন বাঘমুণ্ডির বিড়িও দীপ্তার্ক বসু, অযোধ্যা পঞ্চায়েত প্রধান ঝণ্টু সিংমুড়া ও এক পঞ্চায়েত সদস্য। বাসিন্দারা জানান, এলাকায় দেড় হাজারের বেশি আবেদনকারী আছেন। কিন্তু এক আধিকারিক জানান, ১২০০ কার্ড বিলি করা হবে। বাকিটা পরে দেওয়া হবে। এর পরেই কয়েক জন বাসিন্দা তাঁদের ঘিরে ধরেন। ইট ছোঁড়েন। জখম হন পঞ্চায়েত সদস্য। প্রধান বলেন, “তাঁরা সব আবেদনকারীকে এক সঙ্গে কার্ড দেওয়ার দাবি করেছিলেন। তাঁদের বুঝিয়ে আমরা ঘেরাও মুক্ত হই।” বিড়িও বলেন, “ইতিমধ্যে ৩ হাজার কার্ড বিলি করা হয়েছে। কোনও সমস্যা হয়নি। এখানে দেড় হাজার আবেদনকারীর মধ্যে প্রায় ২০০ জনের কাগজপত্র অসম্পূর্ণ আছে।” অন্য দিকে, পক্ষপাতের অভিযোগ তুলে বান্দোয়ান-বানজোড়া পঞ্চায়েতের জোড়ামহুল সংসদে মঙ্গলবার থেকে খরার চাল বিলি বন্ধ করে দিয়েছে তৃণমূল। যদিও পঞ্চায়েত প্রধান সিপিএমের ভজু রুহিদাস অভিযোগ অস্বীকার করেছেন।
|
পাড়ার স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পাড়া |
এক ছাত্রকে মারধর করেছে স্কুল পরিচালন সমিতির সম্পাদক এবং সমিতির এক সদস্য শিক্ষিক-শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন--এই অভিযোগে বুধবার স্কুলে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। ঘটনাটি পাড়ার আনাড়া রেলওয়ে কলোনি হাইস্কুলের। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওই দিন স্কুলে রান্না হবে না স্কুল কর্তৃপক্ষ জানায়নি। তখন পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। সেই সময় স্কুলে পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ সরকার এসে ষষ্ঠ শ্রেণির ছাত্র রমেশ গরাইকে মারেন বলে অভিযোগ। এর প্রতিবাদে বুধবার স্কুলে পরিচালন সমিতির সম্পাদক ও কয়েক জন সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সেই সময় উপস্থিত কিছু শিক্ষকের সঙ্গে পরিচালন সমিতির সদস্যরা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এর পরেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান শিক্ষকেরাও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও প্রদীপবাবুর দাবি, “মঙ্গলবার দেখি দু’জন ছাত্র মারামারি করছে। রমেশ আমার পাশের বাড়িতে থাকে। তাই তাকে শাসন করেছিলাম মাত্র। তবে সমিতির সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।” প্রধান শিক্ষক শিশির মাজি বলেন, “কিছু কারণে শিক্ষকদের একাংশের সঙ্গে পরিচালন সমিতির দূরত্ব তৈরি হয়েছে। যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে।”
|
চাঙড় ভেঙে মৃত্যু কিশোরের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম লাল্টু মুখোপাধ্যায় (১৪)। বাড়ি পুরুলিয়া সদর থানার ধোবঘাটায়। ওই দুর্ঘটনায় মৃতের এক সঙ্গীও আহত হয়েছে। সে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে একটি পরিত্যক্ত বাজারে ওই দু’জন খেলা করছিল। হঠাৎই ছাদের কংক্রিটের চাঙড় ভেঙে পড়ে তাদের মাথায়। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই লাল্টুর মৃত্যু হয়।
|
আড়শায় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। আড়শা ব্লকের শিরকাবাদে বাসস্ট্যান্ডের কাছে অযোধ্যা পাহাড়গামী রাস্তায় বুধবার সকাল ৯টা থেকে এলাকার শ’দুয়েক বাসিন্দা অবরোধ শুরু করেন। তার জেরে এ দিন পাহাড়গামী ও শিরকাবাদগামী সমস্ত যানবাহন আটকে পড়ে। অবরোধকারীদের অভিযোগ, “বাসস্ট্যান্ড থেকে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আর রাস্তা নেই। কোথাও পুকুর, কোথাও ডোবায় পরিণত হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। তাই আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।” বেলা ১১টা নাগাদ আড়শার বিডিও প্রশান্ত মাইতি ঘটনাস্থলে যান। যায় পুলিশও। বিডিও-র হস্তক্ষেপে এক ঘণ্টা পরে অবরোধ ওঠে। বিডিও বলেন, “ওই রাস্তা সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত যাতে কাজ শেষ হয়, তা দেখছি।”
|
বাজ পড়ে মৃত ২ |
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন, হুড়া থানার পাঁজনগোড়া গ্রামের কল্পনা মণ্ডল (৩৬) এবং সিমলাপাল থানার ধানঘোরি গ্রামের কালীপদ হেমব্রম (৩৫)। মঙ্গলবার বিকেলে কল্পনাদেবী মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন তাঁর মৃত্যু হয়। ওই দিনই বাড়িতে মৃত্যু হয়েছে কালীপদবাবুর। |
|