টুকরো খবর
|
অটো-চালকদের মিছিল বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বেআইনি গাড়ি, অটো বন্ধের বিরুদ্ধে গত সোমবার থেকে অনশনে বসেছেন বসিরহাট মহকুমার বাস সিন্ডিকেটের সদস্যরা। এর পাল্টা হিসাবে কয়েকশো সদস্য-সমর্থক-সহ পোস্টার-ব্যানার নিয়ে বিশাল মিছিল করে বুধবার দুপুরে বসিরহাটে বিক্ষোভ দেখাল অটোরিকশা চালক ইউনিয়ন। যদিও বেআইনি গাড়ি, অটোরিকশা, মোটরভ্যান বন্ধের জন্য প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁদের অনশন বিক্ষোভ চলবে বলে জানিয়েছে বাস সিন্ডিকেট।
|
প্রাচীন মূর্তি-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
প্রাচীন মূর্তি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গা থানার ওসি শান্তিনাথ পাঁজা হাদিপুর গ্রাম থেকে মহসিন মোল্লা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃতের বাড়ি থেকে ৪-৫টি ব্যাগে পুরনো দিনের বেশ কিছু মূর্তি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিগুলির আনুমানিক বাজার দাম কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ধৃতের সঙ্গে কোনও পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
|
বিদ্যুতের চড়া বিল, অবরোধ বি টি রোডে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের অবরোধ বি টি রোডে। গত রবিবার এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে দীর্ঘ ক্ষণ ওই সড়ক অবরোধ করেছিলেন পানিহাটির বাসিন্দারা। বুধবার অস্বাভাবিক বেশি বিদ্যুতের বিল আসার প্রতিবাদে কামারহাটির বাসিন্দারা ওই রাস্তা অবরোধ করেন। বেলা সওয়া ১১টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ চলায় চরম দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা। পুলিশ জানায়, বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগে এ দিন কামারহাটিতে সিইএসসি অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকদের একাংশ।
|
রাসায়নিকের গুদামে আগুন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুন লেগে পুড়ে গেল একটি রাসায়নিক দ্রব্যের গুদাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার আমতলার কাছে ভাসায় ওই গুদামে আগুন লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের ১৫টি ইঞ্জিন প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। দমকলের এক আধিকারিক জানান, গুদামে নানা রাসায়নিক দাহ্য পদার্থ ডাঁই করে রাখা ছিল। তার মধ্যে ফ্রিজ তৈরিতে ব্যবহার্য গ্যাসও। |
|