টুকরো খবর
|
সাঁকরাইলে পঞ্চায়েত সমিতির নতুন সভানেত্রী |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল পঞ্চায়েত সমিতির নতুন সভানেত্রী নির্বাচিত হলেন সিপিএমের পরিমন পাতর। সিপিএমের দখলে থাকা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্বতন সভানেত্রী অপর্ণা মিশ্র-সহ পঞ্চায়েত সমিতির ১৩ জন সিপিএম সদস্য গত দু’মাসে মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগীদের মধ্যে এ পর্যন্ত অপর্ণাদেবী-সহ ৮ জনের ইস্তফা প্রশাসনিক ভাবে গৃহীতও হয়ে গিয়েছে। বাকি ৫ জনের ইস্তফা প্রশাসনিক ভাবে কার্যকর করার প্রক্রিয়া চলছে। পঞ্চায়েত সমিতির মোট ২১ জন সদস্যের মধ্যে আগে ২০ জনই ছিলেন সিপিএমের সদস্য। বিরোধী তৃণমূলের সদস্য মাত্র একজন। পূর্বতন সভানেত্রী অপর্ণাদেবীর ইস্তফা প্রশাসনিক ভাবে গৃহীত হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের দিন ধার্য হয় বুধবার। এ দিন সিপিএমের ৫ জন এবং বিরোধী তৃণমূলের এক মাত্র সদস্য-সহ মোট ৬ জন সদস্য উপস্থিত ছিলেন। কড়া পুলিশি নিরাপত্তায় সিপিএমের পাঁচ সদস্যকে রোহিণীর ব্লক অফিসে নিয়ে আসা হয়। বিডিও মণীষ দাসের উপস্থিতিতে সিপিএমের পক্ষ থেকে পরিমনদেবীর নাম প্রস্তাবিত হয়। কোনও বিরোধিতা হয়নি। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন পরিমনদেবী। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর লালদুর্গ সাঁকরাইল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েক জন সদস্যও বিডিও-র কাছে ইস্তফা দিয়েছেন। ঝাড়গ্রামের মহকুমাশাসক সি মুরুগানের বক্তব্য, “পদত্যাগের ফলে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের শূন্য আসনগুলিতে উপনির্বাচন করানোর ব্যাপারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।”
|
হলদিয়া বন্দরে কর্মবিরতির ডাক |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া বন্দরের ১০ নম্বর বার্থের ছাঁটাই শ্রমিকদের কাজে ফেরানোর দাবিতে গণ্ডগোল চলছেই। ঠিকাদার বদল হওয়ার পর ওই বার্থের ৬০ জন শ্রমিক কাজ হারিয়েছেন। তাঁদের ফের কাজে নিয়োগের দাবিতে বুধবার বন্দরে কর্মবিরতির ডাক দেয় তৃণমূল প্রভাবিত হলদিয়া ডক কমপ্লেক্স কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। সেই ডাকে সাড়া দিয়ে এ দিন ইউনিয়নের সমর্থক শ্রমিকেরা বন্দরের বিভিন্ন ক্ষেত্রে কাজ বন্ধ রাখেন। ইউনিয়ন নেতা সীতেশ দাস, উৎপল বেরারা বলেন, “প্রায় দেড় মাস ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন ছাঁটাই শ্রমিকেরা। এর আগে আন্দোলন করার সময় বন্দর কর্তৃপক্ষ অনেক আশ্বাস দিয়েছিলেন। বাস্তবে কোনও কাজ হয়নি। ঠিকাদার পরিবর্তনের সঙ্গে শ্রমিক বদলের নীতির বিরোধিতা করেই আমাদের আন্দোলন।” পণ্য ওঠানামা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কর্মবিরতি পালন হলেও হলদিয়া বন্দরের প্রশাসনিক আধিকারিক অমল দত্ত আন্দোলনের কোনও প্রভাব পড়েনি বলেই জানিয়েছেন। এ দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও। হলদিয়ার তৃণমূল বিধায়ক শিউলি সাহা আন্দোলনের প্রতি নৈতিক সমর্থনের কথা জানালেও আইএনটিটিইউসি-র জেলা কার্যকরী সভাপতি শিবনাথ সরকারের দাবি, “সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন আন্দোলনকারী নেতা উৎপলবাবুকে বহিষ্কারের কথা ফোনে জানিয়েছেন।” যা শুনে শিউলিদেবীর প্রতিক্রিয়া, “এই ভাবে শাস্তি দেওয়া যায় না। সব কিছুর একটা প্রক্রিয়া রয়েছে। বিধায়ক হিসাবে কাউকে বহিষ্কারের খবর আমার জানা নেই।”
|
ঝাড়গ্রাম তৃণমূলে প্রকাশ্যে কোন্দল |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার বিরুদ্ধে ‘সাংগঠনিক স্বেচ্ছাচারিতা’র অভিযোগ তুলল তাঁর নিজের দল তৃণমূলেরই একাংশ। বুধবার ঝাড়গ্রামে এক সাংবাদিক বৈঠক করে দলের জেলা কোর কমিটির সদস্য গৌরাঙ্গ প্রধান অভিযোগ করলেন, গত ২৪ জুলাই রমেশ সরকারকে সভাপতি করে ২১ জনের দলীয় শহর-কমিটি গঠিত হওয়ার পরেও সুকুমারবাবু মঙ্গলবার ফের একতরফা এক শহর-কমিটি ঘোষণা করেছেন। যেখানে রমেশ সরকারের পরিবর্তে সুনীল হেমব্রমকে শহর-সভাপতি এবং অনিল দাসের বদলে সুদর্শন ভট্টাচার্যকে শহর যুব তৃণমূলের সভাপতি ঘোষণা করেছেন মন্ত্রী। কাউকে কিছু না-জানিয়ে মন্ত্রী ‘তুঘলকি’ কাজ করছেন বলে অভিযোগ করেন গৌরাঙ্গবাবুরা। এই নিয়ে তাঁরা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীরও দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে। শহর যুব-তৃণমূলের এত দিনের সভাপতি অনিল দাসও জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের তরফে শহর সংগঠনের আগের কমিটি ভেঙে দেওয়ার কোনও খবর তাঁর কাছে নেই। বুধবার সংবাদপত্র থেকেই সুকুমারবাবুর ঘোষণাটুকু জেনেছেন। মন্ত্রীর অবশ্য দাবি, গত ২৪ জুলাই শহরে দলের এক বৈঠকে সামান্য সময় তিনি উপস্থিত থাকলেও সেখানে কোনও কমিটি গঠিত হয়নি। সুকুমারবাবুর বক্তব্য, “মঙ্গলবার দল ও যুব সংগঠনের শহর অঞ্চলের জন্য নতুন সভাপতি ও শহর-কমিটির ঘোষণা করে দলীয় সংবিধান ভাঙেনি।”
|
মন্ত্রীর গাড়ি ফাঁসানোয় ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
৬ নম্বর জাতীয় সড়কে ছিনতাইয়ে যুক্ত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। রবিবার রাতে লোহার ফলা ফেলে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা’র গাড়ির চাকা ফাঁসিয়ে দিয়েছিল সড়ক ছিনতাইবাজরা। ঝাড়গ্রামের বালিভাসা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে অস্বস্তি বাড়ে পুলিশের। ছিনতাইবাজদের খোঁজে শুরু হয়ে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার জঙ্গল-লাগোয়া এলাকায় তল্লাশি চলে। সেই সময়েই বেলতলা ও মোহনপুর থেকে ৫ জনকে ধরা হয়। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির গাবি, ধৃতেরাই মন্ত্রীর গাড়ির চাকা ফাঁসানোয় যুক্ত।
|
স্কুলে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রামনগর-২ ব্লকের মৈতনা বালিকা বিদ্যালয়ে তিনটি শ্রেণিকক্ষ-সহ কম্পিউটার কক্ষ, ব্যায়ামঘর ও মিড-ডে মিলের রান্নাঘরের উদ্বোধন হল। কম্পিউটার কক্ষের উদ্বোধন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরি। ব্যায়ামঘর ও রান্নাঘরের উদ্বোধন করেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা এবং সহ-সভাপতি অরুণ দাস। স্কুলের সুবিধা-অসুবিধা ও উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন প্রধানশিক্ষিকা দেবশ্রী দে ও সম্পাদক সত্যরঞ্জন রায়। স্কুলের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুতপা দাস।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই সংস্কার প্রকল্পের মধ্যে বারচৌকা বেসিন সংস্কারের অসমাপ্ত কাজ অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার কাছে স্মারকলিপি দিল (অবিভক্ত) মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি। পাশাপাশি পানিয়া সারদাবাড়ের কাছে ফুলতলায় একটি স্লুইস গেট নির্মাণ, পানিনালা ও সিংদা খাল সংস্কার-সহ নানা দাবি জানানো হয়েছে। সেচমন্ত্রী দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কমিটির মুখপাত্র নারায়ণচন্দ্র নায়েক।
|
স্কুলে জয় তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
দীর্ঘ দু’দশক পরে পটাশপুর-১ ব্লকের গোপালপুর ইউনিয়ন রাখাল বিদ্যালয়ের পরিচালন সমিতি বামেদের হাতছাড়া হল। পটাশপুরের এই স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টির মধ্যে সব ক’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা। শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধির চারটি আসনেও জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হওয়ায় স্কুলের পরিচালন সমিতি বামেদের হাতছাড়া হল।
|
বাজ পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানা এলাকার চড়াবাড় গ্রামে। মৃতের নাম বিজয় রাউল (৩০)। জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রাহত হন তিনি। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর।
|
সার্ধশতবর্ষ পূর্তি |
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়েছিল বাজকুল সায়েন্স সোসাইটি ও বাজকুল মনীষীচর্চা পরিষদ। প্রভাতফেরি, আচার্যের ছবিতে মাল্যদানের পরে আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। |
|