টুকরো খবর

খাবারের দাম নিয়ে বচসা মেদিনীপুরে
খাবারের দাম নিয়ে বচসা। তাতে জুড়ে গেলেন বিধায়কও! মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে একের পর এক ‘অস্থায়ী’ হোটেল রয়েছে। এরই একটি কমল ঘোড়ইয়ের। বুধবার দুপুরে সেখানে সব্জি-ভাত খান এক তৃণমূল কর্মী। পরে খাবারের দাম নিয়ে বচসা বাধে। কমল জানান, ৩২ টাকা বিল হয়েছে। তৃণমূল কর্মী ৫০ টাকার নোট দেন। এর পরই বাধে বচসা। হোটেল মালিক জানান, হয় এখনই ২ টাকা খুচরো দিতে হবে। না-হলে পরে ২ টাকা খুচরো দিয়ে ২০ টাকা নিতে হবে। নারাজ তৃণমূল কর্মী জানান, সব্জি-ভাতে ৩২ টাকা বিল হওয়ার কথা নয়! ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেডিক্যালে ভর্তি আত্মীয়কে দেখতেই এসেছিলেন তৃণমূল কর্মী। অভিযোগ, ঘটনার কিছু পর ফের চার-পাঁচজনকে নিয়ে হোটেলে আসেন তিনি। বলেন, “আমি মৃগেন মাইতি-র লোক। খাবারের এত বেশি দাম নেওয়া যাবে না!” কমলের অভিযোগ, হোটেলের সরঞ্জাম তছনছ করা হয়। পরে হোটেল ব্যবসায়ীরা দল বেঁধে বিধায়ক মৃগেনবাবুর দ্বারস্থ হন। সব শুনে চমকে ওঠেন মেদিনীপুরের বিধায়ক। বলেন, “শুনেছি মুড়াকাটা থেকে একজন এসে হোটেলে গোলমাল করেছে। হোটেল ব্যবসায়ীরা আমার কাছে এসেছিলেন। এমন ঘটনা অপ্রত্যাশিত।”

মহকুমা লিগে এ বার ৩৯ দল
সদর মহকুমা ফুটবল লিগের প্রস্তুতি এখন তুঙ্গে মেদিনীপুরে। ইতিমধ্যেই ক্লাব ও ফুটবলারদের নাম নথিভুক্ত হয়েছে। অগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ শুরু হয়ে যাবে। মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রের খবর, এ বারের লিগে ৩৯টি ক্লাব অংশ নেবে। প্রথম ডিভিশনে খেলবে ৮টি ক্লাব, দ্বিতীয় ডিভিশনে ৩১টি। দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য ৬৮৩ জন ফুটবলার নাম নথিভুক্ত করেছেন। প্রথম ডিভিশনে খেলবেন ১৭৮ জন ফুটবলার। খেলা হবে অরবিন্দ স্টেডিয়ামে। এখন স্টেডিয়াম সংস্কার চলছে। কর্তৃপক্ষের বক্তব্য, লিগ শুরুর আগেই কাজ শেষ হবে। অগস্টের তৃতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় ডিভিশন খেলা হবে। এর পর হবে প্রথম ডিভিশনের খেলা। সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুধাময় সরকার জানান, শীঘ্রই ক্রীড়াসূচি ঘোষণা হবে। অনুষ্ঠান। সম্প্রতি ‘খনাদ’ নামে নতুন সাংস্কৃতিক সংস্থা গড়ে উঠেছে খড়্গপুরে। আত্মপ্রকাশ উপলক্ষে ট্রাফিকের আলকাপ-এর মহলাকক্ষে নানা অনুষ্ঠান করল তারা। নাচ-গান-আবৃত্তি-নৃত্যনাট্যে যোগ দেন পার্থপ্রতিম হোম, পারমিতা দণ্ড, দেবাদৃতা দণ্ড, শুভাশিস চক্রবর্তী।

অনশন চলছে, হল অবরোধও
মেদিনীপুর আর্ট কলেজের ছাত্রছাত্রীদের অনশন বুধবার তৃতীয় দিনে পড়ল। লাগাতার অনশনে কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন। যদিও কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল টিম অনশনস্থলে আনা হয়নি। এ দিন বিকেলে আবার ছাত্রছাত্রীরা কলেজ-সংলগ্ন রাস্তা অবরোধ করেন। এলআইসি মোড়-সিপাইবাজার রাস্তা অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। বাস-লরি আটকে যায়। ঘণ্টাখানেকের অবরোধে মানুষজন দুর্ভোগে পড়েন। ঘটনাস্থলে আসে পুলিশ। জেলা প্রশাসনের এক আধিকারিকও কলেজে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এখনই কর্তৃপক্ষের অনুরোধ মেনে লাগাতার অনশন কর্মসূচি থেকে সরে আসছেন না ছাত্রছাত্রীরা। তাঁদের বক্তব্য, অনশন চলবে।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম হারাধন চিঙড়ি (২০)। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে চন্দ্রকোনার কালাকড়ি গ্রামে। বেশ কয়েক দিন বৃষ্টি না হওয়ায় আমনের চারা শুকিয়ে যাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে চন্দ্রকোনা এলাকায় বৃষ্টি শুরু হতেই জমিতে যাতে জল জমে, সে জন্য হারাধনবাবু মাঠে গিয়েছিলেন। জমিতে কাজ করার সময়েই বজ্রাহত হন তিনি।
Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.