দুর্ঘটনায় মৃত্যু ঘিরে গার্ডেনরিচ অগ্নিগর্ভ, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা |
পথ-দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গার্ডেনরিচ এলাকা। আগুন লাগানো হয় পুলিশের দু’টি মোটরবাইকে। প্রায় দেড় ঘণ্টা চলে পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামে বিরাট পুলিশবাহিনী ও র্যাফ।
পুলিশ জানায়, পশ্চিম বন্দর থানা এলাকার সিজিআর রোডে এ দিন বেলা ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দা মহম্মদ শাহিদ (৪৫) রাস্তা পার হচ্ছিলেন। সে সময়ে একটি ম্যাটাডরের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পশ্চিম বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের দু’টি বাইকে আগুন লাগিয়ে দেয় কয়েক জন যুবক। শুরু হয় রাস্তা অবরোধ। পরিস্থিতি সামলাতে র্যাফ নিয়ে ঘটনাস্থলে যান পুলিশের পদস্থ কর্তারা। যান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ স্থানীয় তৃণমূল নেতারাও। |
মহম্মদ শাহিদ। |
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শাহিদ আগে হুগলি চটকলে শ্রমিকের কাজ করতেন। প্রায় বছরখানেক ধরে চটকল বন্ধ থাকায় দিনমজুরি করেই স্ত্রী ও চার ছেলে-মেয়ের সংসার চালাচ্ছিলেন। এ দিন রমজানের বাজার করে ফেরার সময়ে দুর্ঘটনা ঘটে। এ দিকে, এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ-প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। |
|
তাঁদের অভিযোগ, ওই রাস্তাগুলি দিয়ে বিপজ্জনক গতিতে মালবাহী গাড়িগুলি যাতায়াত করে। যার জেরে দুর্ঘটনা নিত্যদিন লেগেই থাকে। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি।
মৃতের প্রতিবেশী ও পরিজনেরা আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পরে পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এ জন্যই এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশ তাঁদের উপরে লাঠি চালিয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। ওই অভিযোগ অস্বীকার করে ডিসি (বন্দর) অসিত পাল বলেন, “স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রাখতে চেয়েছিলেন। তা ঘিরেই গোলমাল। লাঠি চালানো হয়নি। গোলমালের জেরে চার জনকে গ্রেফতার করা হয়েছে।” |
|
পুলিশের অগ্নিদগ্ধ মোটরবাইক। |
বেঙ্কট রাও নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওই এলাকার বিভিন্ন রাস্তার দু’ধারে ট্রাক দাঁড়িয়ে থাকে। তার উপরে এমন বাজে ভাবে গাড়ি চলে। ট্রাফিক পুলিশ ঠিক মতো নজরদারি চালায় না।” এ দিনের ঘটনার পরেও কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল প্রাথমিক ভাবে পদস্থ কর্তাদের ওই ম্যাটাডরের নম্বর জানাতে পারেননি। এমনকী, ঘটনার বিবরণের মধ্যেও বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন পুলিশকর্তারা।
|
নিজস্ব চিত্র |
|