|
|
|
|
শীঘ্র সিদ্ধান্ত বহু ব্র্যান্ডে খুচরো ব্যবসা নিয়ে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সম্প্রতি দেশে বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসা (রিটেল) বহুজাতিকগুলোর জন্য খুলে দেওয়ার পক্ষে জোরালো সুপারিশ করেছে কেন্দ্রীয় সচিবদের কমিটি। আজ রাজ্যসভায় সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা জানান, সার্বিক ভাবে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রশ্নে খুব শীঘ্রই তাঁর সরকার ‘যথাযথ’ সিদ্ধান্ত নেবে। ‘জাতীয় স্বার্থ’ বিবেচনা করেই এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ করা হবে।
আজ বিষয়টি নিয়ে সংসদে বিতর্ক চলাকালীন সরব হন রাজ্যসভার সদস্য অশোক গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, চিন, জাপান, ইন্দোনেশিয়ার মতো দেশ খুচরো ব্যবসাক্ষেত্র প্রত্যক্ষ বিনিয়োগের (দেশি বা বিদেশি) জন্য খুলে দেওয়ায় উপকৃত হয়েছে। বেড়েছে কর্মসংস্থান, কমেছে জিনিসের দাম। তা হলে ভারতে সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে কেন? অশোকবাবু রাজ্যসভায় বলেন, “মাননীয় মন্ত্রী চিন, ইন্দোনেশিয়া এবং জাপানের মতো দেশের কাছ থেকে তথ্য
সংগ্রহ করলে দেখবেন, খুচরো ব্যবসা প্রত্যক্ষ বিনিয়োগের জন্য খুলে দেওয়ার ফলে সংগঠিত এবং চিরাচরিত ক্ষেত্র সমৃদ্ধ হয়েছে। শুধু তা-ই নয়, কর্মসংস্থানও বেড়েছে। পণ্যের দাম কমেছে, জিনিস নষ্টও হচ্ছে কম।” মন্ত্রীর উদ্দেশে অশোকবাবুর প্রশ্ন, “আর কত দিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে যাব? বিষয়টি নিয়ে নীতি নির্ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য আর কত সময় লাগবে? কর্মসংস্থান না বাড়িয়ে এবং জিনিসের দাম না-কমিয়ে আর কত দিন আমরা শুধু প্রশ্ন তুলব আর বিতর্ক চালিয়ে যাব?”
আনন্দ শর্মা অবশ্য উত্তরে জানান, তিনি অশোকবাবুর সঙ্গে একমত। বেশ কিছু দেশ ‘সময়মতো সিদ্ধান্ত’ নিতে পেরেছে বলেই তাদের দেশে চাকরি বেড়েছে, কৃষকরা উপকৃত হয়েছেন, উপভোক্তাদেরও সুবিধা হয়েছে। তাঁর আশ্বাস, কেন্দ্রীয় সচিব কমিটির সুপারিশ নিয়ে সরকার ভাবনাচিন্তা করছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। |
|
|
|
|
|