নিজেকে ‘শ্বেতাঙ্গ’ বলে অভিহিত করার জন্য এ বার নর্থ ক্যারোলাইনার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গভর্নর নিকি হ্যালেকে ভর্ৎসনা করলেন ডেমোক্র্যাটরা। ২০০১-এ ভোটার নথিভুক্তির ফর্মে তিনি নিজেকে ‘শ্বেতাঙ্গ’ বলে অভিহিত করেন। এর জন্য নিকির সমালোচনা করে ডেমোক্র্যাটরা বলেন, এই ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে। নিকিই নর্থ ক্যারোলাইনার ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা গভর্নর। ডেমোক্র্যাটদের দাবি, শ্বেতাঙ্গ না হয়েও নিজেকে ‘শ্বেতাঙ্গ’ বলে দেখানোয় নতুন ‘ভোটার আইডি’ নিয়মে তাঁর ভোট দেওয়ার ক্ষমতা হয়তো থাকবে না। তাঁদের অভিযোগ, বিভিন্ন সাক্ষাৎকারে নিকি নিজেকে ‘সংখ্যালঘু’ বলে দাবি করেন। আবার ভোটার তালিকায় নিজেকে ‘শ্বেতাঙ্গ’ বলে অভিহিত করেছেন। ‘এই দ্বিচারিতা কেন?’ ডেমোক্র্যাটরা বলেছেন, ‘নিকি শ্বেতাঙ্গ কি না, তা বড় কথা নয়।’ কিন্তু মার্কিন রাজনীতিতে এই দ্বিচারিতা আমদানি করার জন্যই নিকিকে ভর্ৎসনা করেছেন তারা। নিকির অফিস অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি।
|