বিধাননগর মহকুমা হাসপাতাল
সাধারণ চিকিৎসা অমিল, তবু আছে ‘ভিআইপি কেবিন’
ইসিইউ নেই। নেই আইটিইউ কিংবা ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের ব্যবস্থা। নেই ব্লাড ব্যাঙ্ক বা কার্ডিওলজি বিভাগ। অর্থাৎ, জরুরি চিকিৎসার পরিকাঠামোই কার্যত নেই। অথচ, ভিআইপি-দের চিকিৎসার নামে হাসপাতালের তিনতলায় এক দশকেরও বেশি সময় ধরে পড়ে দু’টি ‘ভিআইপি কেবিন’। যদি কোনও ভিআইপি আসেন, সে কারণে। কিন্তু বাস্তবে ভিআইপি এলে তাঁর জন্য ‘ভিআইপি ট্রিটমেন্ট’ আদৌ দেওয়া সম্ভব হবে কি না, তা জানা নেই বিধাননগর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের।
১৯৯১-এ হাসপাতালটির উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই হাসপাতালে অলিখিত ভাবে জ্যোতিবাবুর জন্য আমৃত্যু একটি কেবিন ছিল। কিন্তু কখনওই তিনি বা তাঁর পরিবারের কেউ ওই হাসপাতালে চিকিৎসার জন্য যাননি।
বিমানবন্দরের সব চেয়ে কাছের সরকারি চিকিৎসার জায়গা হওয়ায় ভিআইপি-দের প্রয়োজন হলে সেখানে নেওয়ার কথাও ভাবা হয়েছিল। গোয়েন্দা বিভাগও এই দু’টি সরকারি কেবিনের উপরে নজরদারি চালায়। সুপার সোমনাথ ভট্টাচার্য বলেন, “ওই দু’টি কেবিনে উন্নত মানের শয্যা, এ সি রয়েছে।” হাসপাতাল সূত্রে খবর, কেবিনের মূল দরজার ভিতরে আছে আরও একটি কাচের দরজা। সেটির ভিতরে রয়েছে শয্যা, একটি টেবিল, একটি ওষুধ ঝোলানোর দণ্ড।
হাসপাতাল সূত্রে খবর, নামেমাত্র চলছে জরুরি বিভাগ। চতুর্থ শ্রেণির কর্মীর অভাবে চলে না ২৪ ঘণ্টার ওটি। অস্থি বিভাগে চিকিৎসকের অভাবে সঙ্কটাপন্ন রোগীকে পাঠানো হয় অন্যত্র। সিটি স্ক্যান নেই। এ দিকে, রাজারহাট, সুকান্তনগর, দত্তাবাদ থেকে প্রসবের জন্য প্রচুর রোগী আসেন। কাছেই মেজর আর্টারিয়াল রোড, যেখানে হামেশাই দুর্ঘটনা ঘটে। পুলিশ রোগীদের এখানে আনে। অথচ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব।
এমন নড়বড়ে সাধারণ চিকিৎসা-পরিকাঠামোর মধ্যে ভিআইপি-দের জন্য ঘর আটকে রাখার প্রয়োজন আছে কি? স্থানীয় তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহরায় বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে আমাদের এক কর্মীকে পুলিশ প্রথমে এখানে আনে। কিন্তু পরিকাঠামোর অভাবে তাঁকে এনআরএসে পাঠানো হয়। চিকিৎসায় দেরি হওয়ায় তিনি বাঁচেননি। ভিআইপি-দেরও কি এই পরিষেবা দেওয়া হবে?” এই পরিকাঠামোয় যে ভিআইপি-চিকিৎসা সম্ভব নয়, তা কার্যত স্বীকার করে নিয়ে সোমনাথবাবু বলেন, “ছোট সমস্যা সামলানো যায়। কিন্তু বড় সমস্যা নিয়ে কেউ এলে যা ব্যবস্থা আছে, তাই দিয়েই চেষ্টা করতে হবে।”
First Page Swasth Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.