টুকরো খবর

হনুমানের হামলায় জখম
হনুমানের আক্রমণে জখম হলেন এক স্কুল ছাত্র-সহ দু’জন। পূর্বস্থলীর জাহান্নগর পঞ্চায়েতের ভাতছালা গ্রামের ঘটনা। গত কয়েক দিন ধরেই ওই গ্রামে হনুমানের উপদ্রব চলছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হনুমানের উপদ্রবে ওই গ্রামে আতঙ্কও ছড়িয়েছে। শনিবার হনুমানের কামড়ে কানন দেবনাথ নামে এক ব্যক্তি জখম হন। তাঁকে জখম অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই দিনই স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাহেব দাস নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে হনুমানটি আক্রমণ করে। হনুমানের কামড়ে গুরুতর জখম হওয়ায় ওই ছাত্রকে চাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পূর্বস্থলী-১ ব্লকের পঞ্চায়েত সমিতির নারী কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ এবং স্থানীয় বাসিন্দা মীরা ঘোষ বলেন, “গত কয়েক দিন ধরেই গ্রামে হনুমানের তাণ্ডব চলছে। ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। বনদফতরকে বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।” বন দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই ওই গ্রামে হনুমান ধরার কাজ শুরু হয়ে গিয়েছে। বিট অফিসার গঙ্গাধর হাজরা বলেন, “রবিবার আমরা হনুমানের দলটিকে চিহ্নিত করেছি। হনুমান ধরার কাজ শুরু করা হবে।”

সর্পদষ্টের মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক চাষির। নাম অনুপ বাগদি (৪২)। বাড়ি বড়ঞা গ্রামে। শনিবার সন্ধ্যায় জমিতে কাজ করছিলেন অনুপবাবু। আলপথ দিয়ে জমিতে যাওয়ার সময় ওই ব্যক্তিকে সাপ ছোবল দেয়। অন্য চাষিরা তাঁকে বড়ঞা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

সাপ নিয়ে কর্মশালা ক্যানিংয়ে
--নিজস্ব চিত্র।
সাপ এবং সর্পদষ্টের চিকিৎসা বিষয়ে দু’দিনের এক কর্মশালা হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং মহকুমা হাসপাতালের অডিটোরিয়ামে ৩০ ও ৩১ জুলাই এই কর্মশালার আয়োজন করেছিল এক সংস্থা। উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিখা অধিকারী। উপস্থিত ছিলেন মহকুমাশাসক শেখর সেন। শিবিরে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে গ্রামীণ চিকিৎসক, ওঝা, গুনিনদের সাপে কাটার চিকিৎসার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রাণী-স্বাস্থ্য নিয়ে শিবির চাপড়ায়
রবিবার নদিয়ার চাপড়ায় ওয়েস্ট বেঙ্গল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের জেলা শাখা এবং চাপড়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বিনামূল্যে ‘প্রাণী স্বাস্থ্য শিবির ও টিকাকরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২০০ গবাদি পশু ও ৫০০ পাখির রোগ নির্ণয়ের পাশাপাশি ওষুধ প্রদান করা হয়। ৮০০ ছাগলের টিকাকরণ হয়।

বাঁকাদহে লরি বোঝাই কাঠ আটক
ছবি: শুভ্র মিত্র।
জঙ্গল থেকে শাল গাছ কেটে নিয়ে পালানোর সময়ে সেগুলি আটক করলেন বনকর্মীরা। রাইপুর থানার মটগোদার জঙ্গল থেকে শাল গাছ কেটে লরি বোঝাই করে পালানোর সময়ে বিষ্ণুপুরের বাঁকাদহে লরিটিকে আটক করা হয়। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে পিয়ারডোবা স্টেশনের কাছে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ লরিটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়।” তিনি জানান, লরিরর ভিতর ৮০ কুইন্ট্যাল শাল গাছ পাওয়া গিয়েছে। যার দাম প্রায় ৩০ হাজার টাকা। সেগুলি বেআইনি ভাবে কেটে চালান হচ্ছিল বলে জানান তিনি। লরির মালিক তালড্যাংরার বাসিন্দা। তাঁকে জেরা করে চোরাই কাঠ পাচারকারীদের ধরার চেষ্টা চলছে। এ দিকে, রবিবার ভোরে বাঁকাদহ রেঞ্জ এলাকায় হাতির তাণ্ডবে মড়ার গ্রামে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই গ্রামেই একটি মোটরবাইকও ভাঙচুর করেছে দাঁতালটি। এই নিয়ে রবিবার সকালে গ্রামে ক্ষোভ ছড়ালে রেঞ্জ আধিকারিক গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দেন। বলাইবাবু বলেন, “দুই পরিবারকে সরকারি নিয়ম মেনে সাহায্য দেওয়া হবে।”
সন্ধান আরেক জখম দাঁতালের
একটি জখম স্ত্রী হাতির চিকিৎসা করাতে গিয়ে সন্ধান মিলল আরও একটি জখম দাঁতালের। কুনকি হাতি নিয়ে টালবাহানার পরে বনমন্ত্রী হিতেন বর্মনের হস্তক্ষেপে রবিবার দুটি কুনকি হাতি, চিকিৎসক নিয়ে বনকর্মীরা বামনপোখরি এলাকায় যান। প্রবল বৃষ্টির মধ্যে এদিন অবশ্য জখম স্ত্রী হাতিটিকে জঙ্গলে খুঁজে বার করা যায়নি। কিন্তু বনকর্মীরা আরও একটি জখম দাঁতালকে খুঁজে পান। এটির পিছনের পায়ে চোট রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার ফের দুটি হাতির চিকিৎসার চেষ্টা করা হবে। বন দফতরের এক আধিকারিক বলেন, “প্রবল বৃষ্টিতে জঙ্গলে নড়াচড়া কঠিন হয়ে গিয়েছিল। সোমবার সকাল থেকে ফের হাতি দুটিকে ঘুমপাড়ানি গুলি করে অচেতন করার পরে চিকিৎসার চেষ্টা হবে।” গত ১২ জুলাই নেপালে গ্রামবাসীরা গুলি চালালে স্ত্রী হাতিটি জখম হয় বলে বন দফতরের সন্দেহ। দাঁতালটিও সেখানেই জখম হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নেপালে ওই গুলি চালনার ঘটনায় ইতিমধ্যেই একটি দাঁতালের মৃত্যু হয়েছে। নেপালেই সেটির দেহ পড়ে ছিল। বাকি জখম হাতিগুলি পালিয়ে আসে এই এলাকায়। সম্প্রতি মেরিওনবাড়ি চা বাগানের কর্মীরা ওই স্ত্রী হাতিটিকে দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেন। জলপাইগুড়ি থেকে কুনকি হাতি আনা এবং চিকিৎসার ব্যবস্থা করা নিয়ে টালবাহানা চলায় চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে বনমন্ত্রী হস্তক্ষেপ করেন। তাঁরই নির্দেশে তড়িঘড়ি জলপাইগুড়ি থেকে শিলাবতী ও ডায়না নামে দুটি কুনকি হাতি ওই এলাকায় পাঠানো হয়।

সাপের ছোবলে মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম লব দুলে (৩৪)। বাড়ি রাইপুর থানার দুবলা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় লববাবুর পায়ে সাপ ছোবল মারে। পরে তাঁকে রাইপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার। গঙ্গাজলঘাটি থানার কোড়োপাহাড়ের ঢালে একটি গাছ থেকে শনিবার দুপুরে গলায় দড়ির ফাঁস দেওয়া এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, যুবকের দেহ বিকৃত হয়ে গিয়েছে। পরিচয়ও জানা যায়নি। সম্ভবত, দিন দশেক আগে তাঁর মৃত্যু হয়।

মাছঘরের টিকিট
আলিপুর চিড়িয়াখানার মাছঘরের টিকিটের দাম আজ, সোমবার থেকে বাড়ছে। চিড়িয়াখানার অধিকর্তা সুবীর চৌধুরী জানান, মাছঘরের প্রবেশমূল্য এখন থেকে ৩ টাকার পরিবর্তে ৫ টাকা হবে। তবে, চিড়িয়াখানার টিকিটের দাম অপরিবর্তিত থাকছে। চিড়িয়াখানা সূত্রে খবর, ২০১০-১১ আর্থিক বছরে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন সাড়ে ২১ লক্ষ দর্শক। ওই সময়ে মাছঘরে দর্শক ছিল ১ লক্ষ ৬৮ হাজার।
Previous Story Jibjagat First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.