টুকরো খবর

‘ডাইন’ চিহ্নিত তিন জনকে বাঁচাল পুলিশ
স্বেচ্ছাসেবী সংগঠনগুলির লাগাতার প্রচার, পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি সত্ত্বেও ওড়িশার গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় জনমন থেকে তুকতাকে অন্ধ বিশ্বাসের মূলোচ্ছেদ ঘটানো যাচ্ছে না। বাড়িতে রোগভোগ বা কোনও অঘটন ঘটলেই শিক্ষার আলোকবর্জিত মানুষ শরণ নেয় ওঝার। আর এই ওঝারা প্রায় সব ক্ষেত্রেই নিরীহ কোনও পুরুষ বা নারীকে ‘ডাইন’ চিহ্নিত করে ফরমান দেয় বিচিত্র শাস্তির। অধিকাংশ ক্ষেত্রেই এমন অপবাদ দেওয়া মানুষদের যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হয়। এমনই একটি ঘটনার খবর মিলেছে গঞ্জামের কুমারপাড়ি গ্রাম
থেকে। তবে এ ক্ষেত্রে পুলিশ সময়মতো ঘটনাস্থলে হাজির হওয়ায় বেঁচে গেলেন তিন ব্যক্তি। পুলিশ আজ জানায়, কুমারপাড়ি গ্রামে কাল তিন ব্যক্তিকে ‘ডাইন’ অপবাদ দিয়ে মেরে ফেলার তোড়জোড় চলছিল। গ্রামে সম্প্রতি কয়েকটি শিশু পর পর অসুস্থ হয়ে পড়ায় ওই তিনজনকেই ‘দোষী’ সব্যাস্ত করা হয়। ঘর থেকে টেনে এনে লোহার ডান্ডা গরম করে ক্রুদ্ধ জনতা পেটাতে শুরু করেছিল ওই তিনজনকে। খবর পেয়ে পুলিশ গিয়ে পড়লে মারমুখী জনতা পুলিশের উপরেই ঝাঁপিয়ে পড়ে। তবে পুলিশ পিছু হটেনি। জনতার সঙ্গে লড়াই করেই পুলিশ উদ্ধার করে নিরীহ তিন জনকে। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ফের শুরু জরিপের কাজ
বাংলাদেশ-মেঘালয় সীমান্তে জরিপের কাজ ফের শুরু হল। দীর্ঘ বিবাদ, গুলি বিনিময়, গ্রামবাসী হত্যার জেরে যৌথ জরিপের কাজ মাস কয়েক ধরে বন্ধ ছিল। গত কাল থেকে ফের কাজে নেমেছেন দুই দেশের জরিপ কর্মীরা। বিতর্কিত সীমান্ত এলাকা সংক্রান্ত বিবাদ মেটাতেই দুই দেশ যৌথভাবে জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সমীক্ষার কাজ হওয়ার পরে পিরদিয়া, নলজুরি ১ ও ৩, তামাবিল জরিপ করা হয়ে গিয়েছিল। সোমবারের মধ্যেই লিংখাত ১ ও ২ নম্বর এলাকায় জরিপ শেষ হওয়ার কথা। শ্রীহট্ট ও মেঘালয়ের সীমান্ত সমীক্ষা ও জরিপ শেষে চূড়ান্ত ফলাফল নিয়ে ভারত ও বাংলাদেশের জরিপ কর্মীরা ফের বৈঠকে মিলিত হবেন। যে এলাকাগুলি নিয়ে কোনও চুক্তি নেই, সেই এলাকাগুলির ভবিষ্যৎ নির্ধারণের জন্য কী পদক্ষেপ নেওয়া যায় তাও ভেবে দেখা হবে।
সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের ৫৫১.৮ একর জমি ভারতের সীমানায় রয়েছে, উল্টো দিকে, ভারতের ২২৬.৮১ একর জমি রয়েছে বাংলাদেশের দিকে। ভারত সরকারের তরফে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে, আত্মরক্ষার প্রয়োজন না হলে কোনওভাবেই যেন বিতর্কিত এলাকায় গুলি না চলে।

রঙ্গিয়ায় উদ্ধার তিনটি বোমা
বড় রকমের নাশকতার হাত থেকে বাঁচলেন অসমবাসী। সময় মতো নিরাপত্তা বাহিনীর নজরে আসায় রোধ করা গেল সম্ভাব্য বিস্ফোরণ। আজ যৌথবাহিনীর অভিযানে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার হল কামরূপের রঙ্গিয়ায়। পুলিশ জানায়, আজ ভোরে পুলিশ ও ৮ নম্বর মরাঠা রেজিমেন্ট ভেরবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ফাজির আলি ওরফে মুস্তাফা আলির বাড়ি থেকে তিনটি আইইডি উদ্ধার করে। একটি বাক্সে বোমাগুলি রাখা ছিল। ব্যস্ত বাজার এলাকায় এই বোমাগুলি ফাটলে বড় রকমের বিপদ ঘটতে পারত বলে পুলিশ জানায়। ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা জানতে তদন্ত চালানো হচ্ছে। পরে, সেনাবাহিনীর বোমা-বিশেষজ্ঞরা বোমাগুলি নিষ্ক্রিয় করেন।

পুলিশের জালে তিন পশু-চোর
পুলিশের জালে ধরা পড়ল তিন পশু-চোর। আজ ভাগলপুরের চম্পানালা এলাকায় পশু চুরি করে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের হাতে তারা ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, দলটিতে ছিল ছ’জন। পুলিশ রাস্তায় তাদের আটক করতে গেলে আচমকাই তিন জন পাশের একটি খালে লাফ দিয়ে পালায়। বাকি তিন জন পুলিশের হাতে ধরা পড়েছে। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ৩৬টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

গঙ্গায় নিখোঁজ দুই যুবক
স্নান করতে গিয়ে ভাগলপুরের গঙ্গায় নিখোঁজ হয়েছেন দুই যুবক। আজ ঘটনাটি ঘটেছে রাজঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, সকালে রাজঘাটে ওই দুই যুবক স্নান করতে গিয়েছিল। ঘাটের সিঁড়িতে বসে স্নান করার সময়ে আচমকা দুই যুবক পিছলে নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয় মহকুমাশাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে রাত অবধি দুই যুবকের দেহ উদ্ধার করা যায়নি।

শিন্ডের বিবৃতি নিল সিবিআই
আদর্শ আবাসন কেলেঙ্কারিতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার শিন্ডের বক্তব্য শুনল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। শিন্ডের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন অশোক চহ্বাণের পাঠানো একটি প্রস্তাব গ্রহণ করেছিলেন যাতে আদর্শ আবাসনের ৪০ শতাংশ ফ্ল্যাট সাধারণ নাগরিকদের বিলি করার সুপারিশ করা হয়েছিল। চহ্বাণ সে সময় মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী ছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, ওই আবাসনের সমস্ত ফ্ল্যাট কার্গিল যুদ্ধে নিহতদের পরিবারকে দেওয়ার কথা। কী কারণে শিন্ডে এই প্রস্তাব গ্রহণ করেছিলেন সে বিষয়েই তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। শিন্ডে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। সিবিআইয়ের তরফেও কোনও কিছু জানানো হয়নি। এ ব্যাপারে বিলাসরাও দেশমুখকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
Previous Story Desh First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.