অবশেষে ইরানকে তেলের দাম মেটানো নিয়ে রফা ভারতের। ভারতীয় সংস্থাগুলির কাছ থেকে তুরস্কের একটি ব্যাঙ্কের মাধ্যমে বকেয়া আদায়ের ব্যবস্থা ইরান মেনে নিয়েছে। ফলে ৫০০ কোটি ডলারেরও বেশি বকেয়া আদায়ের পথে আর কোনও বাধা নেই বলেই ইরানের তেল মন্ত্রকের ওয়েবসাইট ‘শানা’ রবিবার জানিয়েছে।
রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ ঘালেবানি জানান, “দু’পক্ষই নয়া ব্যবস্থায় ঐকমত্যে পৌঁছেছে।” প্রসঙ্গত, আমেরিকার চাপে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওই রাষ্ট্রের উপর আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা জারি হয়। যার জেরে ডিসেম্বর থেকে তেলের দাম মেটাতে পারেনি ভারত। এ মাসেই অগস্টের জোগান বন্ধ করা নিয়ে কড়া হুমকি দিয়েছিল ইরান। তবে বাজার হারাতে চায় না বলেই ওই সিদ্ধান্ত নেয়নি তারা।
শেষ পর্যন্ত গত সপ্তাহে মাঙ্গালোর রিফাইনারি এবং এসার অয়েল পরীক্ষামূলক ভাবে নয়া ব্যবস্থার সূচনা করে। তারা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়াদিল্লি শাখায় ভারতীয় টাকার অ্যাকাউন্ট খোলে। ওই ব্যাঙ্ক সেই অর্থ ইউরোয় রূপান্তরিত করে তা হস্তান্তর করে তুরস্কের হক ব্যাঙ্ককে। ইস্তানবুলের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই ওই অর্থ জমা করবে ইরানিয়ান অয়েল কোম্পানির অ্যাকাউন্টে। এই পরীক্ষামূলক ব্যবস্থার সাফল্য নিয়ে আশার আলো দেখা দেওয়ায় এ বার ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো সংস্থাও একই পথে হাঁটবে।
|
বিমান জ্বালানির দাম ২.৭% বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফলে দিল্লি ও মুম্বইতে এটিএফের দাম কিলোলিটারে যথাক্রমে হল ৫৭,৮৪৪ এবং ৫৮,৬২৮ টাকা। |