টুকরো খবর
বধূ নির্যাতনেরঅভিযোগে কারাদণ্ড
বধূকে কীটনাশক খাইয়ে প্রাণনাশের চেষ্টার দায়ে শাশুড়িকে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শনিবার রামপুরহাটের সহকারি দায়রা আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় ওই রায় দেন। সাজাপ্রাপ্ত মিলন চৌধুরী ময়ূরেশ্বরের রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। সরকারি আইনজীবি অমর মুখোপাধ্যায় জানান, ২০০৮-এর ২৬ জুন সকালে পুত্রবধূ সঞ্চিতাদেবীকে ঘরের মধ্যে দুই মেয়ের সাহায্যে মাটিতে ফেলে কীটনাশক খাইয়ে প্রাণনাশের চেষ্টা করেন শাশুড়ি মিলন চৌধুরী। কোনওক্রমে পালাতে পারলেও জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ সঞ্চিতাদেবীকে। এরপর গ্রামের স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্ত্তি করানো হয়। সেখানে সুস্থ হওয়ার পর ১৬ জুলাই সঞ্চিতা চৌধুরী স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের নামে বধূ নির্যাতন ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর শনিবার আদালত শাশুড়ি মিলন চৌধুরীকে বধূ নির্যাতনের দায়ে ২ বছর এবং কীটনাশক খাইয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগে ৮ বছর কারাদণ্ডের নির্দেশ দেন। দুটি সাজাই একসঙ্গে চলবে বলে জানান অমরবাবু।

প্রকল্পের উদ্বোধন
বৃ্দ্ধাশ্রম, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্র ও বহু শয্যা বিশিষ্ট ভবনের শিলান্যাস অনুষ্ঠান হল শান্তিনিকেতনের বনেরপুকুরডাঙায়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, বীরভূম জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে চার একর জমিতে পাশাপাশি গড়ে উঠবে এই ভবনগুলি। শনিবার বৃদ্ধাশ্রমের শিলান্যাস করেন প্রাণী সংসদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরী। স্বর্ণজয়ন্তী স্বরোজগার যোজনায় মহকুমা প্রশিক্ষণ কেন্দ্র ও ভবনটির শিলান্যাস করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। কেন্দ্র সরকারের নানা খাতের অনুদানের অর্থ ও রাজ্যের সহযোগিতায় সাঁইথিয়ার বৃদ্ধাশ্রম-সহ মহম্মদবাজার এলাকায় পাইলট প্রকল্পের নানা কর্মসূচির কথাও ঘোষণা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম বলেন, “জনকল্যাণ এবং সমাজ উন্নয়নমূলক কর্মসূচিতে আমরা সবাই সামিল হয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কোনও ভেদাভেদ ও সংকীর্ণতা থাকবে না।” এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, “দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এবং মধ্যবিত্তদের জন্য এই বৃদ্ধাশ্রম ব্যবস্থা করা হয়েছে।” জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত কর্মকর্তা ও আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রেশনের চাল কিনে বিক্রির নালিশ
বাইরে থেকে রেশনের চাল কিনে বাজারে বিক্রির অভিযোগ উঠল সাঁইথিয়া থানার আমোদপুরের চাল ব্যবসায়ী গৌর দত্তের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে তাঁর গুদামে একটি ট্রাক ভর্তি চাল নামানোর সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তখন তাঁরা ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রাকটিকে আমোদপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। রেশনের চাল নিয়ে এসে ওই ব্যবসায়ী বাজারে বিক্রি করতেন বলে দাবি বাসিন্দাদের। এর প্রতিবাদে এ দিন তাঁরা বিক্ষোভ দেখান। তখন ঘটনাস্থলে আসেন, সিউড়ি সদর মহকুমাশাসক সুজয় আচার্য, পুলিশ আধিকারিক ও খাদ্য দফতের এক কর্তা। সুজয়বাবু বলেন, “ট্রাকটিকে আটক করা হয়েছে। তাতে বেশ কয়েক বস্তা রেশনের চাল রয়েছে। ওই ব্যবসায়ীর গুদামে রেশনের চাল থাকতে পারে সন্দেহে গুদামে তালা দিয়ে দেওয়া হয়। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” তবে ট্রাক চালক পলাতক। এবং গৌরবাবুকে পাওয়া যায়নি বলে সুজয়বাবু জানিয়েছেন।

মন্দিরে চুরির চেষ্টা
জটলা সরাতে ধস্তাধস্তি। নিজস্ব চিত্র।
দিনের বেলাতেই মন্দিরে চুরির চেষ্টা হল সাঁইথিয়ায়। রবিবার বেলা ১১টা নাগাদ সাঁইথিয়া পুরসভা লাগোয়া ঐক্য সম্মিলনি ক্লাবের কাছে একটি কালীমন্দিরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ দিন সকালে পুজো হওয়ার পর পুরোহিত তালা দেওয়ার জন্য চাবি আনতে গিয়েছিলেন। সেই সময় এক দুষ্কৃতী মূর্ত্তি থেকে গয়না খুলে নিয়ে পালায়। পুরোহিতের চিৎকারে সংলগ্ন মোহনবাগান মোড়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ধৃতের নাম দিলীপ গোস্বামী। বাড়ি সাঁইথিয়ার রক্ষাকালীতলায়। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।

সম্মেলন
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সম্মেলন হল রবিবার। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে এই সম্মেলনে ৮ দফা প্রশাসনিক, ১৮ দফা শিক্ষাগত ও ১২ দফা পেশাগত দাবি-সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
Previous Story Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.