টুকরো খবর |
|
বধূর মৃত্যুতে অভিযুক্ত স্বামী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। হিরাপুর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা দেবাশিস ঘোষ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম দেবশ্রী পাল (২৬)। শনিবার আসানসোল মহকুমা হাসপাতালে দেহটির ময়না-তদন্ত করিয়েছে পুলিশ। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করেছেন আসানসোলের একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমেশ্বর দে। পুলিশও এই ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ২০০৭ সালের জানুয়ারি মাসে দীপঙ্কর পালের সঙ্গে বিয়ে হয় দেবশ্রীর। বিয়ের পর থেকেই মেয়ের উপরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করতেন বলে জানান মৃতার বাবা দেবাশিস ঘোষ। শনিবার হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবাশিসবাবু। তাঁর কথায়, “বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ পুরানহাটে মেয়ের বাড়ির প্রতিবেশিদের কাছে থেকে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করি। মেয়ের স্বামী দীপঙ্কর পাল ও তাঁদের দেড় বছরের ছেলে বাড়িতেই ছিল। তিনি মেয়েকে বার্নপুরের ইস্কো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে শুক্রবার রাত ২ টো নাগাদ হাসপাতালেই মারা য়ায় দেবশ্রী।” এ দিকে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ অস্বীকার করেছেন মৃতার স্বামী দীপঙ্কর পাল। তিনি পুলিশকে জানান, আগুন লাগার কারণ তিনি জানেন না। আগুন নেভাতে গিয়ে তিনি নিজেও অগ্নিদগ্ধ হন বলে জানিয়েছেন। বর্তমানে তিনিও বার্নপুরের ইস্কো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। হিরাপুর থানার পুলিশ জানায়, ওই ব্যক্তিকে ছাড়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
|
জামুড়িয়ায় ঘেরাও রেশন ডিলার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বিপিএল তালিকা, অন্ত্যোদয় অন্তযোজনার হিসাব দেওয়ার দাবিতে এক রেশন ডিলারকে তৃণমূলের নেতৃত্বে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বিপিএল তালিকা টাঙিয়ে দিতে হবে। অন্ত্যোদয় অন্তযোজনা প্রকল্পে কত চাল এসেছে, কত দেওয়া হয়েছে তার হিসাব দিতে হবে। তৃণমূল নেতা সুবোধ মুখোপাধ্যায় জানান, বিপিএল তালিকায় সম্পন্ন ব্যক্তিদের নামই বেশি রয়েছে। তালিকা দেখে ভবিষ্যতে তাঁরা আর দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের চাল অন্যদের দিতে দেবেন না। রেশন ডিলার শকুন্তলা বাউরি জানান, আগামী ৭ দিনের মধ্যে তিনি দাবি অনুযায়ী সব তথ্য বিক্ষোভকারীদের হাতে তুলে দেবেন।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। জখম হয়েছেন আরও ১ জন। তাঁদের দু’জনেরই বাড়ি বীরভূমের পাঁচলায়। মৃতের নাম স্বপন মণ্ডল (৩০)। আহত ব্যক্তির চিকিৎসা চলছে আসানসোল মহকুমা হাসপাতালে। পুলিশ জানায়, শনিবার দুপুরে আসানসোলের কাল্লা মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে বাঁক নেওয়ার সময়ে দুঘর্টনাটি ঘটে।
|
মিলল দুই যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দামোদরে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার হল রবিবার সকালে। শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারাজের কাছে পিকনিকে গিয়ে স্নান করতে নেমে তলিয়ে যান তিন যুবক। ওই দিনই অনুজ বর্মা (২৭) নামে এক জনের দেহ উদ্ধার হয়। এর পরে রবিবার সকালে ব্যারাজ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বাঁকুড়ার বড়জোড়ার তাজপুরের কাছে গৌতমকুমার প্রসাদের (২৩) দেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় ওই এলাকাতেই সুমিতকুমার বর্মার (২৪) দেহটি মেলে।
|
নতুন পুর-কমিশনার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভার নতুন কমিশনার পদে দায়িত্ব নিলেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্ত। কলকাতায় বদলি হয়ে গেলেন প্রাক্তন কমিশনার যাদব মণ্ডল। শনিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন বিশ্বজিৎবাবু। এ দিন প্রাক্তন ও বর্তমান উভয় কমিশনারকে অভিনন্দন জানান মেয়র তাপস বন্দোপাধ্যায়।
|
স্কুলে চুরি রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রান্নাঘরের তালা ভেঙে মিড-ডে মিলের সামগ্রী চুরি করল দুষ্কৃতীরা। শনিবার রাতে বক্তারনগর বাঁধডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুল কতৃপক্ষ পুলিশকে জানান, রবিবার সকালে গ্রামবাসীর কাছে খবর পেয়ে এসে দেখেন রান্নাঘরের তালা ভাঙা। রান্নার সব সামগ্রী উধাও। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদতা • রানিগঞ্জ |
রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২ মহিলার। শনিবার রানিগঞ্জ স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। মৃতদের নাম সুদীপা বাউরি (৭০) ও জবাপতি বাউরি (১৮)। এ দিন সকালে রেললাইন পেরিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় হঠাৎ ডাউন শিপ্রা এক্সপ্রেস চলে আসায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
|
স্কুলে হারল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব ক’টি আসনেই হারলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার অন্ডাল মহাবীরঝান্ডা উচ্চ বিদ্যালয়ে মোট ৬টি আসনের সব ক’টিতেই জয়ী হন তৃণমূল-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা। অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন মিত্র বলেন, “এই স্কুলে প্রথম বার বামেরা পরাজিত হল।”
|
সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুরুলিয়া থেকে কলকাতাগামী একটি বাসের ধাক্কায় রবিবার বিকালে ২ নম্বর জাতীয় সড়কের দার্জিলিং মোড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বাসটিতে ভাঙচুর চালান। রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে ওই বাসের ধাক্কায় মৃত্যু হয় পানাগড় বাজারের বাসিন্দা রামপিয়ারি পান্ডের (৫২)। অভিযোগ, বাসটি লেন ভেঙে তাঁকে ধাক্কা মারে। |
|