|
|
|
|
সিটি বাসে রবীন্দ্রসঙ্গীত চালাবে নিগম |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কবিগুরুর জন্মসার্ধশতবর্ষে সিটি বাসে রবীন্দ্র সঙ্গীত শোনানোর পরিকল্পনা নিয়েছেন এনবিএসটিসি কর্তৃপক্ষ। ২২ শ্রাবণ (৮অগস্ট) কবির প্রয়াণ দিবসের সাত দিন আগে থেকেই কোচবিহার শহরে আনুষ্ঠানিক ভাবে দুটি সিটি বাস রাস্তায় নামবে। শহরে সিটি বাসের উদ্বোধনী দিন থেকেই রবীন্দ্র সঙ্গীত শোনানোর বন্দোবস্ত পাকা করে ফেলছেন নিগম কর্তারা। কবিগুরুর জনপ্রিয় বিভিন্ন গান বাছাই করে সিডি তৈরির প্রক্রিয়া এগিয়েছে। এনবিএসটিসি চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “১ অগস্ট থেকে শহরে পীরক্ষামূলক ভাবে দুটি সিটি বাস চালানোর সূচনা হবে। আমরা তাতে রবীন্দ্রসঙ্গীত শোনাবার ব্যবস্থা রাখছি। জন্মসার্ধশতবর্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে এমন উদ্যোগ।” সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১ অগস্ট থেকে নিউ বাস স্ট্যান্ড ফের চালু হচ্ছে। ওই বাসস্ট্যান্ড চত্বর থেকে সবুজ রঙের দুটি সিটি বাস মহিলা কন্ডাক্টর-সহ সকাল থেকে শহরে ঘুরবে। সংস্থা সূত্রের খবর, সিটি বাসে উঠলেই নূন্যতম ৫ টাকা ভাড়া দিতে হবে। পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে বাসের সংখ্যা বাড়বে। সংস্থার ওই পরিকল্পনায় খুশি শহরের বাসিন্দারা। দেবীবাড়ির বাসিন্দা তথা বাণেশ্বর খাবসা হাইস্কুলের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রলাল ভৌমিক বলেন, “যে শহরে বৃষ্টি হলেই যাতায়াত নিয়ে দুর্ভোগ পোহাতে হয়, রিকশা ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হয় সেখানে সিটি বাসের প্রয়োজন ছিল। গানটা বাড়তি পাওনা।” দিনহাটা কলেজের শিক্ষক প্রদীপ সাহা বলেন, “রবীন্দ্র জন্ম সার্ধশতবর্ষে নিগমের ওই উদ্যোগ দারুণ ব্যাপার।” পাশাপাশি অক্টোবর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিগমের ৫ হাজার কর্মীকে মাসের ১ তারিখে বেতনের ঘোষণায় খুশির হাওয়া কর্মী মহলেও। সিটুর এনবিএসটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক জগতজ্যোতি দত্ত বলেন, “১ তারিখ থেকে বেতন কার্যকর হলে তা অভিন্দনযোগ্য হবে।” সংস্থা চেয়ারম্যান বলেন, “বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। দৈনিক আয় নির্দিষ্ট ব্যাঙ্কে রেখে সুদ, ডিপোয় বেতন বিলির জন্য টাকা পাঠানো, নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত খরচ সাশ্রয় করে বছরে ২০ লক্ষ টাকা খরচ কমাতে পারব বলে হিসেব করেছি।” রবীন্দ্রনাথবাবু জানান, সংস্থার তরফে সব কাজের বরাত ইলেকট্রনিক টেন্ডারে করা হবে। অনলাইনে যে কেউ তার সুযোগ নিতে পারবেন। |
|
|
|
|
|