|
|
|
|
মাধ্যমিকে ন’দফা গ্রেড চেয়ে প্রস্তাব সরকারকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাধ্যমিক পরীক্ষায় এখন সাত পয়েন্ট গ্রেডের ব্যবস্থা আছে। এ বার ন’পয়েন্ট গ্রেডিং চালু করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন পর্ষদ-কর্তৃপক্ষ।
রাজ্যে মাধ্যমিকে গ্রেড দেওয়া হচ্ছে ২০০৯ থেকে। ১০০ নম্বরকে সাত ভাগে ভাগ করে সাত পয়েন্ট বা দফায় গ্রেড দেওয়া হয় ওই পরীক্ষায়। উচ্চ মাধ্যমিকে প্রথমে পাঁচ পয়েন্টের গ্রেড ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু মাধ্যমিকের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এ বছর থেকে ওই পরীক্ষাতেও সাত দফা গ্রেডিং চালু হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ ন’দফা গ্রেড ব্যবস্থা চালু করলে কী হবে? মাধ্যমিকের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ন’পয়েন্ট গ্রেডিং চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তৃপক্ষ।
কিন্তু মাধ্যমিকে সাতের বদলে ন’দফা গ্রেডের ভাবনা কেন? পর্ষদের এক সদস্য বলেন, “মাধ্যমিকে এখন যে-রকম গ্রেডিং পদ্ধতি চালু আছে, তাতে অনেক সময়েই মেধার ফারাক ধরা যায় না। তাই এই পদ্ধতি বদলানোর কথা ভাবা হয়েছে।” মধ্যশিক্ষা পর্ষদের সাধারণ বার্ষিক সভা ছিল শুক্রবার। সেই সভাতেই গ্রেডিংয়ের পদ্ধতি বদলের ব্যাপারে আলোচনা হয়েছে।
মাধ্যমিকে অকৃতকার্য পরীক্ষার্থীরা যাতে আগামী বছর বিভাজিত পাঠ্যক্রমে পরীক্ষা দিতে পারে, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে। ২০১২ থেকে মাধ্যমিক পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ভিত্তিতে। পর্ষদের এক সদস্য বলেন, “অকৃতকার্য ছাত্রছাত্রীরা এমনিতেই দুর্বল। তাদের উপর থেকে ভার কমানোর জন্য এই ভাবনা।” সেই সঙ্গে পাশ করা ছাত্রছাত্রীদেরও পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। এত দিন শুধু ফেল করা পরীক্ষার্থীরাই ওই সুযোগ পেত। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সব প্রস্তাব এ বার রাজ্যের স্কুলশিক্ষা দফতরে পাঠানো হবে বলে পর্ষদ সূত্রের খবর। |
|
|
|
|
|