|
|
|
|
বকেয়া টাকার জন্য কমল নাথের কাছে ফিরহাদ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী কমল নাথের সঙ্গে বৈঠক করে নিজের দফতরের বকেয়া টাকার জন্য তদ্বির করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত রায়, কেএমডিএ-এর সিইও বিবেক ভরদ্বাজ এবং পুর দফতরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। পাশাপাশি আজ বিভিন্ন প্রকল্প নিয়ে যোজনা কমিশনের সদস্য অরুণ ময়রার সঙ্গেও কথা বলেন ফিরহাদ। পরে তিনি বলেন, “ছোট-বড় মিলিয়ে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ওই টাকা যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় সে জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।”
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছ থেকে রাজ্যের নগরোন্নয়ন দফতরের পাওনা ৯৬০ কোটি টাকা অবিলম্বে দেওয়ার দাবি আজ জানানো হয়েছে। দফতর সূত্রে খবর, প্রায় ২৩টি প্রকল্পের টাকা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। এর মধ্যে রয়েছে ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুর ও কল্যাণীতে উড়ালপুল তৈরি, কল্যাণী হাইওয়ের ৪ লেন করা, পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি পর্যন্ত উড়ালপুল তৈরির কাজ।
এ ছাড়া, জঙ্গলমহল বা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আর্সেনিক-মুক্ত জল প্রকল্পের কাজ এবং নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, গয়েশপুর পুরসভারয় পানীয় জল সরবরাহের কাজও টাকার অভাবে থমকে রয়েছে।
তবে বৈঠকে কমল নাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্য প্রকল্প রিপোর্ট জমা না দিলে কোনও ভাবেই কেন্দ্রের পক্ষে অর্থ দেওয়া সম্ভব নয়। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য ১৮৯ কোটি টাকার একটি প্রকল্প রিপোর্ট জমা দেওয়ায় ইতিমধ্যেই সেটির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। রাজ্য দ্রুত বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দিলে আরও ২০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিও আজকের বৈঠকে দেওয়া হয়। পাশাপাশি, বাম আমলে ৪১১ কোটি টাকার একটি প্রকল্পের রিপোর্ট জমা না পড়ায় কেন্দ্র ওই টাকা ছাড়তে পারছে না বলে জানানো হয় ফিরহাদদের।
আগামিকাল দিল্লিতে রাজীব আবাস যোজনা সংক্রান্ত একটি জাতীয় সম্মেলনে যোগ দেবেন ফিরহাদ। শহরের গরিবদের জন্য ন্যূনতম পরিষেবা (বিএসইউপি) ও দরিদ্র উন্নয়নে সুসংহত আবাসন প্রকল্পে (আইএইচএসডিপি) মোট বরাদ্দের ৮০ শতাংশ অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু ওই অর্থ খরচ হবে বড় শহরের উন্নয়নে। অথচ, রাজ্যের দুই-তৃতীয়াংশের বেশি মানুষ ছোট শহরে থাকেন। সেগুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নেও যে অর্থ বরাদ্দ হওয়া প্রয়োজন, সেই বিষয়টি আগামিকাল বৈঠকে ফিরহাদ তুলতে চলেছেন বলে জানা গিয়েছে। |
|
|
|
|
|