|
|
|
|
সর্বদল বৈঠক |
‘সন্ত্রাস’ নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াল বামেরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সর্বদল বৈঠকের আগে ‘সন্ত্রাস’ নিয়ে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াল সিপিএম।
কয়েক দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেছিলেন, ‘সন্ত্রাস’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে কোনও উত্তর পাওয়া যায়নি। এ বার একই অভিযোগ করলেন সিপিএমের কলকাতা জেলা নেতৃত্বও। শুক্রবার সিপিএমের কলকাতা জেলার সম্পাদক রঘুনাথ কুশারী অভিযোগ করেন, “ভোটের ফল প্রকাশের পর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় সিপিএমের কর্মী, সমর্থকদের উপরে হামলা হচ্ছে। বিভিন্ন জায়গায় পার্টি ও গণ-সংগঠনের অফিস দখল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ভাবে জানিয়েও কোনও ফল হচ্ছে না।”বেলেঘাটায় সিপিএমের উপরে সবচেয়ে বেশি হামলা হচ্ছে বলে রঘুনাথবাবুর অভিযোগ। তিনি বলেন, “বেলেঘাটায় সিপিএমের ৬টি পার্টি অফিস তৃণমূল দখল করে নিয়েছে। এ ব্যাপারে পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি।” ক্ষমতায় আসার আগে মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘বদলা নয়, বদল চাই’। সে কথা স্মরণ করিয়ে দিয়ে রঘুনাথবাবু বলেন, “বদলার রাজনীতি হচ্ছে। বিস্তারিত বিবরণ দিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সন্ত্রাস বন্ধ হয়নি।” রঘুনাথবাবুর অভিযোগ, উত্তর কলকাতার ১০ নম্বর ওয়ার্ড, মধ্য-কলকাতার ৩২, ৩৩, ৩৪, ৩৫ এবং ৫৭ নম্বর ওয়ার্ড, দক্ষিণের ৯৪ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস বেশি।
রঘুনাথবাবুর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ সেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বেলেঘাটার প্রাক্তন বিধায়ক মানব মুখোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন মেয়র তথা সাংসদ প্রশান্ত চট্টোপাধ্যায়। মানববাবু বলেন, “যা পরিস্থিতি, তাতে বেলেঘাটায় সিপিএম কোনও মিছিল, সভা করতে পারছে না।” বেলেঘাটায় সিপিএম কর্মীদের উপরে সন্ত্রাসের প্রতিবাদে আগামী ৭ অগস্ট সূর্যবাবুর উপস্থিতিতে থানার সামনে বিক্ষোভ সমাবেশ করবে সিপিএম। সূর্যবাবুর নেতৃত্বে বাম বিধায়কদের এক প্রতিনিধিদল আজ, শনিবার হুগলির রামবাগ, খানাকুল, তারকেশ্বর, পুরশুড়া এলাকা পরিদর্শনে যাবে। বামেদের অভিযোগ, ওই সব এলাকায় তৃণমূলের ‘সন্ত্রাসে’ বহু বাম কর্মী আক্রান্ত ও ঘরছাড়া। |
|
|
|
|
|