|
|
|
|
অর্থমন্ত্রীর পরামর্শ |
দ্রুত পৌঁছতে দমকল নিক কৃত্রিম উপগ্রহের সাহায্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অগ্নিকাণ্ডের এলাকা চিহ্নিত করে সেখানে দ্রুত পৌঁছতে দমকলকে কৃত্রিম উপগ্রহের সাহায্য নিতে পরামর্শ দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। দমকলের আধুনিকীকরণ ও অন্যান্য বিষয় নিয়ে শুক্রবার শহরে ‘স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইসরি কাউন্সিল’-এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। অমিতবাবু বলেন, “দেশে একটি ফায়ার রিসার্চ সেন্টার গড়ে তোলা দরকার। আগুন ছাড়াও বিপর্যয় ব্যবস্থাপনায় কী ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা গবেষণা করবে ওই সেন্টার।”
দমকলের আধিকারিকদের মতে, শুধু উপগ্রহের সাহায্যই যথেষ্ট নয়। নজর দিতে হবে পুরো ব্যবস্থার আধুনিকীকরণে। দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর বিভাস গুহ বলেন, “দীর্ঘদিন আগুনের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতায় পদে পদে অনুভব করেছি আধুনিকীকরণের অভাব। তাই এই বিষয়টায় আমরা জোর দিচ্ছি।” সম্মেলনে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী জাভেদ খানও। তিনি বলেন, “আগুন ও অন্য দুর্যোগের মোকাবিলায় কী ভাবে বিজ্ঞান-প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।”
কী কী আধুনিক ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন দমকলের আধিকারিকেরা? ডিভিশনাল অফিসারেরা মনে করেন এখনই প্রতিটি ডিভিশনের প্রধান কার্যালয়ে দরকার ব্রিদিং অপারেশন ইউনিট। এক জন অফিসার ও এক জন লিডার-সহ ছ’জনের ওই দলটি ধোঁয়ার মধ্যে ঢুকতে পারদর্শী হবেন। থাকবে অত্যাধুনিক গ্যাস মুখোশ। দিল্লি, মুম্বই, আমদাবাদে এই ইউনিট থাকলেও এখনও পর্যন্ত এ রাজ্যে তা নেই। আধিকারিকেরা আরও জানান, ১৫ জন প্রশিক্ষিত কর্মী নিয়ে গড়া প্রক্সিমিটি স্যুট অর্থাৎ অগ্নি-নিরোধক জ্যাকেট পরিহিত একটি আলাদা ইউনিটও দরকার প্রতিটি ডিভিশনে, যাঁরা আগুনের মধ্যে ঢুকে কাজ করার দক্ষতা দেখাবেন। |
|
|
|
|
|