টুকরো খবর

স্ত্রীকে খুন করে থানায় যুবকের আত্মসমর্পণ
বচসার সময়ে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করলেন এক যুবক। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কাকদ্বীপের সুরেন্দ্রপুর গ্রামে। নিহত মহিলার নাম রুমা মাইতি (৩২)। তাঁর স্বামী সুকুমার মাইতি রাত ১টা নাগাদ থানায় গিয়ে খুনের কথা কবুল করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা, পেশায় ভ্যানচালক সুকুমারের সঙ্গে বছর পনেরো আগে স্থানীয় করবাড়ি গ্রামের রুমার বিয়ে হয়। দম্পতির এক ছেলে এবং তিন মেয়ে রয়েছে। বছর দেড়েক আগে রুমা সাংসারিক কারণে বাড়ি থেকে কলকাতায় গিয়ে পরিচারিকার কাজ নেন। এর মধ্যে আর ফেরেননি। সুকুমারই ছেলেমেদের দেখাশোনা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা হঠাৎই বাড়ি ফিরে আসেন। খাওয়া সেরে রাতে রুমা বারান্দায় ঘুমোতে চলে যান। ছেলেমেয়েদের নিয়ে ঘরে চলে যান সুকুমার। পরে তিনি স্ত্রীর কাছে এলে দু’জনের বচসা হয়। আচমকা শাবল নিয়ে স্ত্রীর মাথায় তিনি বার চারেক আঘাত করেন বলে সুকুমার পুলিশের কাছে কবুল করেছেন। সুকুমারের কাছ থেকে ঘটনার কথা শুনে পুলিশ রাতেই ওই গ্রামে যায়। তত ক্ষণে রুমার গোঙানির শব্দ শুনে ওই বাড়িতে চলে আসেন প্রতিবেশীরা। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রুমার মৃত্যু হয়। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃতকে শুক্রবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

ছাত্রীদের সাইকেল বিলি
ছবি: নির্মল বসু।
সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করা শুরু করেছে সুন্দরবন উন্নয়ন দফতর। ক্যানিংয়ের পরে শুক্রবার হাসনাবাদের টাকি পুর সাংস্কৃতিক মঞ্চে হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, সন্দেশখালি-১ এবং মিনাখাঁ ব্লকের সব মিলিয়ে ২৬৮ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল। সুন্দরবন এলাকার নবম শ্রেণির ছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য মোট ৩৪,২৩৭টি সাইকেল বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শ্যামলবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রকল্প অধিকর্তা সুভাষচন্দ্র বসু, সাংসদ নুরুল ইসলাম, মহকুমাশাসক অনামিকা মজুমদার, টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

পুকুরে দেহ
পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের মৌজপুর গ্রামে। মৃতের নাম সাজাহান গাজি (৪৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে পুকুরে স্নান করতে গিয়েছিলেন সাজাহান। অনেকক্ষণ তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুজি শুরু করেন। পরে গ্রামবাসীরা পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে নেমে তলিয়ে যান ওই ব্যক্তি। দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।

মোটরভ্যানচালকদের বিক্ষোভ
বেআইনি ভাবে মোটরভ্যানে যাত্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বসিরহাটে। কয়েকটি মোটরভ্যান আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার মহকুমাশাসক এবং এসডিপিও-র দফতরের সামনে বিক্ষোভ দেখান মোটরভ্যান চালকেরা। লাইসেন্স এবং পারমিট দেওয়া-সহ পাঁচ দফা দাবিতে তাঁরা স্মারকলিপিও দেন। সারা রাজ্য মোটরভ্যান চালক ইউনিয়নের মহকুমা সম্পাদক অজয় গাইন বলেন, “রাজ্যে বহু মানুষ মোটরভ্যান চালানোর কাজে যুক্ত। বহু যাত্রী এর উপরে নির্ভরশীল। পুলিশ আটক করা ভ্যানগুলি ছেড়ে না দিলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।” এসডিপিও আনন্দ সরকার বলেন, “আদালতে নির্দেশ মোটরভ্যানে মাল পরিবহণ করা যেতে পারে। কিন্তু যাত্রী নয়। তা করা হলে পুলিশ বাধা দেবে।”

বাসের ধাক্কায় মৃত তিন
বাসের ধাক্কায় মৃত্যু হল তিন মোটর সাইকেল আরোহীর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বাসন্তী রোডে আমঝাড়া বাসস্টপের কাছে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম আসফাক শেখ (৩২), মানোয়ার শেখ (৩৩) ও খোকন গাজি (৩০)। সকলেই উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার খাসশাঁকদা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ একটি মোটর সাইকেলে করে ওই তিনজন ক্যানিংয়ের দিকে আসছিলেন। রাস্তায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তাঁদের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মোটারসাইকেল আরোহীর। বাসটি আটক করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
বাসন্তীর বটতলা গ্রামে শুক্রবার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে সুমিত্রা নস্কর (২৬) নামে ওই গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করেন। তাঁর দু’টি সন্তানও রয়েছে। সুমিত্রাদেবীর ভাই পুলিশের কাছে অভিযোগে জানান, বিয়ের পর থেকেই তাঁর বোনের উপরে শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন স্বামী শঙ্কর। নির্যাতন সহ্য করতে না পেরেই তাঁর বোন আত্মহত্যা করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী শঙ্কর নস্করকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
First Page South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.