টুকরো খবর

শিক্ষকদের হাতাহাতি, স্কুল বন্ধ
দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির পরে স্কুলই তালা বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তবে তাতে পঠনপাঠন বন্ধ হয়নি। ক্লাস হচ্ছে বটতলায়। নদিয়ার তাহেরপুরের বারাসত গ্রাম পঞ্চায়েতের মুগরাইল প্রাথমিক স্কুলের ওই দুই শিক্ষকের মধ্যে রমেশ বিশ্বাসকে বদলি করে দেওয়ার দাবিও উঠেছে। স্কুলের প্রধানশিক্ষক জীবন চক্রবর্তী বলেন, “রমেশ বিশ্বাস ও নীলেন্দু বিশ্বাস নামে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। তাঁরা কোনও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার সময়ে উত্তেজিত হয়ে যান। তারপর থেকে এলাকার লোকজন বিদ্যালয়ে তালা দিয়ে দিয়েছেন। আমরা বটতলায় ক্লাস করছি। তবে আগেও আমরা বটতলায় ক্লাস করেছি। কারণ আমাদের স্কুলে ঘরের সমস্যা রয়েছে।” গত শুক্রবার থেকে এই স্কুলে সব ক্লাসই হচ্ছে বটতলায়। স্কুলের মোট ছাত্রছাত্রী সংখ্যা ১৩৯। শুক্রবার তার মধ্যে এসেছিল ১০৪ জন। শিক্ষকের সংখ্যা ৫। কিন্তু ক্লাস ঘর দু’টি। জীবনবাবুর আগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন রমেশবাবুই। ঘটনার পর থেকে তিনি স্কুলে আসছেন না। বারাসত গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের শেফালি বিশ্বাস বলেন, “ওই শিক্ষক বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময়ে খুব দুর্ব্যবহার করতেন। তাঁর বিরুদ্ধে গ্রামের মানুষের অনেক অভিযোগ রয়েছে।” রমেশবাবু অবশ্য বলেন, “একটা ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে। গ্রামের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি শিক্ষার স্বার্থেই এখানে থাকতে চাই না আর। কিছু সুবিধাবাদী রাজ্যে পালাবদলের সুযোগ নিয়েছেন।” নীলেন্দুবাবুর বক্তব্য, “স্কুলে রাজনৈতিক আলোচনা হোক, এটা আমি চাই না। তাই আমি রমেশবাবুর কথার প্রতিবাদ করেছিলাম।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অর্চনা ঘোষ সরকার বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। গ্রামের মানুষও চাইছেন তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হোক। তিনি নিজেও থাকতে চাইছেন না। বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।”

জামিন মিলল না উৎপলের বন্ধুদের
শনিবার রাতে ওষুধ কোম্পানির কর্মী উৎপল বিশ্বাসের মৃত্যুর ঘটনায় ধৃত ৩ যুবকের জামিন মিলল না শুক্রবারও। বহরমপুর আদালতের ভারপ্রাপ্ত সি জে এম কুন্তল ভট্টাচার্য ধৃতদের আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বিচারকের নির্দেশে ওই ৩ জনকে গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার পর এ দিন তাঁদের ফের আদালতে হাজির করা হয়। সোমবার আদালতে কেস ডায়েরি পেশ করে বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানান ধৃতদের আইনজীবী পীযূষ ঘোষ। উৎপল বিশ্বাস ওই দিন রাতে বহরমপুরের একটি হোটেলের পাঁচ তলার ঘর থেকে পড়ে মারা যান বলে অভিযোগ উঠেছে। মৃতের বন্ধুরাই তাঁর দেহ দেখতে পান হোটেলের পিছন দিক থেকে। ওই বন্ধুরা জানান, সেই দিন সন্ধ্যা থেকে তাঁরা খাওয়াদাওয়া করেন এক সঙ্গে। তারপরে মেসে ফেরার জন্য তিন বন্ধু নীচে নেমে গেলেও উৎপল খোলা জানলায় ঠেসান দিয়ে প্যান্ট পরতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যান। তাতেই তাঁর মৃত্যু হয়। কিন্তু উৎপলের বাবার অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

শিক্ষককে ঘুসি, জাতীয় সড়ক অবরোধ
ছাত্রকে এক শিক্ষক শাসন করার পরে সেই শিক্ষককে ঘুসি মারার প্রতিবাদে রাস্তায় নাম ছাত্রেরা। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার ছেলেক শাসন কার পরে সেই নেতা ওই স্কুলে গিয়ে ওই শিক্ষককে বৃহস্পতিবার ঘুসি মেরেছেন। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ফুলিয়া বাজারে প্রায় আধ ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছু ছাত্র। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের প্রতিশ্রুতি পাওয়া পরে অবরোধ ওঠে। রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ সিংহ বলেন, “ওই ঘুঁসি মারার ঘটনায় অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অস্বাভাবিক মৃত্যু যুবকের
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বড়ঞা থানার শাবলদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত যুবকের নাম রামকৃষ্ণ ঘোষ (২১)। বৃহস্পতিবার রাতে বাড়িতে নিজের ঘরেই শুতে গিয়েছিলেন তিনি। সকালে তিনি উঠছেন না দেখে ডাকাডাকি করা হয়। কিন্তু কেউ ওই যুবকের সাড়া পায়নি। তখন ঘরের দরজা ভেঙে দেখা যায় তাঁর প্রাণহীন দেহ পড়ে রয়েছে। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা বোঝা যায়নি। তাঁর বাড়ির লোকও কিছু বলেননি।

বেহুঁশ তিন যুবককে উদ্ধার উদয়পুরে
শান্তিপুর থানার উদয়পুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি কলাবাগানের ভিতরে অচৈতন্য অবস্থায় তিন যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে তাঁদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তিন জনের কেউই স্থানীয় বাসিন্দা নয় বলে পুলিশের অনুমান। তিন জনেরই চিকিৎসা চলছে। জ্ঞান না ফেরা পর্যন্ত তাঁদের পরিচয় জানা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

কিশোরীর দেহ উদ্ধার
মঙ্গলবার থেকে নিখোঁজ এক বালিকার দেহ উদ্ধার হল ঝিটকেপোতা পশ্চিমপাড়ার পাটখেত থেকে। স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় সেই কিশোরী। তার নাম ঝুমা খাতুন (১০)। পুলিশ তদন্ত শুরু করেছে।

অস্ত্র-সহ ধৃত
বহরমপুর জজকোট লাগোয়া এলাকা থেকে শুক্রবার দুপুরে পুলিশ ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি ভোজালি ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। ধুতদের বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে। পুলিশ জানায়, ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।

মহিলা গ্রেফতার
বৃহস্পতিবার রাতে মাজদিয়া রেল স্টেশনের কাছ থেকে বাহাত্তর বোতল কাশির ওষুধ সহ এক মহিলাকে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তাঁর বাড়ি গেদে মধ্যপাড়া।
Previous Story Murshidabad Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.