|
|
|
|
নেতাই মামলা |
ক্ষতিপূরণের পরিমাণ জানাতে হবে ১০ দিনে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লালগড়ের নেতাই গ্রামের হত্যাকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের কী হারে ক্ষতিপূরণ দেওয়া হবে, শুক্রবারেও তা জানাতে পারল না রাজ্য সরকার। ওই পরিমাণ ঠিক করার জন্য তারা আরও সময় চায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ দিন নির্দেশ দেয়, রাজ্য সরকারকে ১০ দিনের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে।
নেতাইয়ের হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং অন্য কয়েক জন জনস্বার্থের মামলা করেছে। সেই মামলায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। সেই সময় রাজ্য সরকার জানিয়ে দেয়, তারা ক্ষতিপূরণ দেবে। হাইকোর্টের প্রধান বিচারতি জে এন পটেল এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ বলে, সরকার কাকে কী হারে ক্ষতিপূরণ দেবে, তা দ্রুত জানিয়ে দিতে হবে। বার নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
এ দিন মামলাটির শুনানি শুরু হওয়ার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখনও তারা ক্ষতিপূরণের পরিমাণ স্থির করে উঠতে পারেনি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় চাই। বারের পক্ষে আইনজীবী সুখেন্দুশেখর রায় জানান, ঘটনার পরে দীর্ঘদিন কেটে গিয়েছে। নিহতদের পরিবার এবং আহতেরা অত্যন্ত কষ্টে আছেন। রাজ্য সরকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার পরিমাণ না-জাননোয় হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।
বারের তরফে এ দিন হাইকোর্টে আরও একটি বিষয় তোলা হয়। বলা হয়, নেতাই-কাণ্ডের চার্জশিটে প্রভাবশালী বলে কিছু ব্যক্তির নাম রাখা হয়নি। ধৃতদের অনেকেই ওই সব প্রভাবশালী ব্যক্তির নামে অভিযোগ করেছে। কিন্তু সেই সব ব্যক্তি প্রভাবশালী লোকজন এবং সিবিআইয়ের কয়েক জন অফিসার আগের সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ নেওয়ার ফলে চার্জশিটে তাঁদের নাম রাখা হয়নি।
ডিভিশন বেঞ্চ এই বিষয়ে বারকে তাদের সব অভিযোগ এবং তথ্য অতিরিক্ত হলফনামা দিয়ে হাইকোর্টকে জানাতে বলে। দু’সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। |
|
|
|
|
|