পঁচাত্তর বছর পূর্ণ হল উত্তর কলকাতার ক্যালকাটা জুবিলি ইনস্টিটিউশন স্কুলের। উত্তর কলকাতার দর্জিপাড়া অঞ্চলের পিছিয়ে পড়া পরিবারের ছেলেদের শিক্ষার জন্য শ্যামাপদ মিত্র নামে এক স্থানীয় বাসিন্দার উদ্যোগে ১৯৩৬-এর ৬ জানুয়ারি ৬৬এ মসজিদবাড়ি স্ট্রিটের একটি ভাড়াবাড়িতে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউশন। ১৯৬০-এ পাশের ৬৬বি ঠিকানায় উঠে আসে বিদ্যালয়টি। ১৯৮৬তে বাড়িটি রাজ্য সরকার অধিগ্রহণ করে। পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ১ অগস্ট, সোমবার সন্ধ্যায় গিরিশ মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কোনও আমন্ত্রিত শিল্পী নয়, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ স্মরণে অনুষ্ঠানে রবীন্দ্রকবিতা, নাটক পরিবেশন করবে বিদ্যালয়ের বর্তমান ছাত্ররা। পঁচাত্তর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা ছাড়াও বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যকিঙ্কর মণ্ডল। তিনি জানালেন, ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপণ, বসে-আঁকো প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়েছে।
|
এ বার বাড়ির দুয়োরে মেলা বই, বইমেলা। বইমেলাকে মানুষের হাতের কাছে পৌঁছে দিতে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড শুরু করল ‘তোমার আমার বইমেলা’। এই উদ্যোগে উইকএন্ডে (শুক্র-শনি-রবি) বইপাড়া থেকে দূরের বিভিন্ন আবাসনের চত্বরেই আয়োজিত হচ্ছে বইমেলা। প্রথমটি এখন চলছে সন্তোষপুর সার্ভে পার্ক ই এম বাইপাসের পাশে অজয়নগরের উৎসর্গ উৎসব আবাসনে। তিন দিনের এই মেলা শেষ হচ্ছে আগামিকাল, রবিবার। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানালেন, দু’হাজারের বেশি পরিবার বাস করেন এমন আবাসনেই এই বইমেলার আয়োজন করা হবে। |