|
|
|
|
বিশ্ব চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করছেন সাইনা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গোড়ালির চোট সম্পূর্ণ সারিয়ে ও কোচ গোপীচন্দের সঙ্গে ঝামেলা মিটিয়ে সাইনা নেহওয়াল এখন ব্যাস্ত কঠোর অনুশীলনে। ভারতের ব্যাডমিন্টন তারকার পাখির চোখ আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সাইনার লক্ষ্য একমাত্র লন্ডন অলিম্পিকে সোনা-ই নয়। অগস্ট ৮ থেকে লন্ডনের ওয়েম্বলি ইন্ডোর স্টেডিয়াম শুরু হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিততে চান তিনি।
শুক্রবার হায়দরাবাদের পুলেল্লা গোপীচন্দ অ্যাকাডেমিতে অনুশীলন শেষ করে উঠে সাইনা বললেন, “আমি বিশ্বসেরা সব চিনা খেলোয়াড়দেরই হারিয়েছি। ওদের আর ভয় পাই না। গোপী স্যরের কাছে কঠোর অনুশীলন করছি। আশা করছি এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তার পর লন্ডন অলিম্পিকে ভারতীয় ব্যাডমিন্টন-প্রেমীদের মুখে হাসি ফোটাতে পারব।” সঙ্গে যোগ করলেন, “মালয়েশীয় ওপেন ফাইনালে চিনের ওয়ান জেং-এর কাছে হারার পর গোপী স্যর খেলার প্রাথমিক জিনিসগুলো আবার ঝালিয়ে নেন। কোর্ট মুভমেন্ট, স্ম্যাশ ও ডিফেন্সটা জোরদার করার চেষ্টা করছি। ফিটনেস নিয়েও আলাদা অনুশীলন করাচ্ছেন স্যর।”
বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং লন্ডন অলিম্পিকে কারা সাইনার প্রধান প্রতিপক্ষ? “বিশ্বের প্রথম পাঁচে থাকার লড়াইটা আরো তীব্র হয়েছে। তিন ওয়াং ওয়াং শীক্সিয়ান, ওয়াং লিন ও ওয়াং সীন ছাড়াও ডেনমার্কের তিনে বাউন, চিনা তাইপের চিয়া চং ও জাপানের এরিকো হিরোজে যে কোনও বিশ্ব চ্যাম্পিয়নকে হারাতে পারে,” জবাব সাইনার। গত চার মাসে তাঁর বিশ্ব ক্রমপর্যায়(৬) উপরে ওঠছে না। তার জন্য অবশ্য কোনও আক্ষেপ নেই সাইনার। |
|
|
|
|
|