টুকরো খবর

ভারতকে কটাক্ষ আমিরশাহি কোচ শ্রেকোর
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচের ফিরতি ম্যাচ ০-২ থেকে ভারত ২-২ ড্র করলে কী হবে, আমিরশাহি কোচ শ্রেকো কাতানেক পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভারতকে দেখে মোটেই তাঁর বিশ্বপর্যায়ের টিম বলে মনে হয়নি। দিল্লিতে ড্র করলেও অ্যাওয়ে ম্যাচে তিন গোলে হারা জন্য আর্মান্দো কোলাসোর দলের প্রাক বিশ্বকাপ অভিযান প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেছে। দিল্লিতে নবি-মেহতাবদের বিপক্ষ দলের স্লোভেনিয়ান কোচ কাতানেক বলেছেন, “ভারতের স্ট্রাইকাররা ভাল। আর নিজেদের দেশের কাদামাঠে ওরা ভয়ঙ্কর তো বটেই। কিন্তু ওদের ছোট না করেই বলছি, ভারতকে আমাদের বিরুদ্ধে দু’টো ম্যাচে দেখে আমার কখনওই মনে হয়নি ওরা বিশ্বপর্যায়ের কোনও টিম বলে। জাপান বা দক্ষিণ কোরিয়ার ফুটবলের যে মান, তার ধারেকাছে নেই ভারত।”
পাশাপাশি অম্বেডকরের কাদামাখা মাঠকে একহাত নিয়ে রেখেছেন আমিরশাহি কোচ। বলেছেন, “এ রকম মাঠে স্বাভাবিক ফুটবল খেলা সম্ভব নয়। এমন কাদামাঠের সঙ্গে মানিয়ে নেওয়াও খুব কঠিন।” প্রসঙ্গত দিল্লিতে গতকালের তুমুল বৃষ্টির ফলে অম্বেডকর স্টেডিয়ামে জল জমে যায়। ভারতের দু’টো গোলই শোধ করা ব্যাপারটাকেও যেন যোগ্য কৃতিত্ব দিতে নারাজ তিনি। জেজে, গৌরমাঙ্গিদের করা গোল নিয়ে কাতানেক বলছেন, “ভারত ঘরের মাঠের সমর্থনটা ভালই পেয়েছে। দর্শকদের অনবরত চিৎকারই ওদের ম্যাচে ফিরিয়ে এনেছে।”

ভারত হারাল অস্ট্রেলিয়াকে
ইমার্জিং প্লেয়ার্স টুর্নামেন্টে ভারত সাত উইকেটে হারাল অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট এব স্পোর্টসকে। অধিনায়ক বিনয় কুমারের (৩-১৫) পেস এবং শিখর ধাওয়ানের (৩-১২) স্পিন বোলিংয়ে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১০০ রানের লক্ষ্য ১৮.৫ ওভারেই টপকে যায় ভারত। দুই ওপেনার অনিরুদ্ধ শ্রীকান্ত (৩২) এবং অজিঙ্ক্য রাহানের (৩৭) ৭০ রানের জুটিতেই জয়ের ভিত তৈরি হয়ে যায়।

লন্ডন অলিম্পিকে ওমপ্রকাশ
লন্ডন অলিম্পিকের ছাড়পত্র পেলেন শট-পাটার ওমপ্রকাশ করহানা। শুধু অলিম্পিকই নয়, ২৪ বছরের এই শট-পাটার নামতে পারবেন কোরিয়ার দেইগুতে অগস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। হাঙ্গেরির জোম্বাথেলিতে আইএএএফের প্রতিযোগিতায় ২০.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেন করহানা। সেখানে সোনা পাওয়ার সঙ্গে সঙ্গেই অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতাও পেলেন তিনি।

সালগাওকরে ফুটবলার আনলেন বেন জনসন
সোল অলিম্পিকের বিতর্কিত অ্যাথলিট বেন জনসন তাঁর দুই ছাত্রকে নিয়ে এসেছেন সালগাওকরে ট্রায়াল দিতে। প্রবাসী ভারতীয় দুই ভাই গুরবীর ও করমবীর টুম্বার তাঁর দুই ছাত্র। সালগাওকর কোচ করিম বেঞ্চারিফা বলেন, “আমি জানি বেন দু’জনকে নিয়ে এসেছেন। শনিবার টিমের বাকিদের সঙ্গে অনুশীলনে ওদের দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” জনসন এখন কানাডার ওন্টারিওর একটি স্কুলের ট্রেনার। সেখানেই এই দুই ভাই কোচিং নিতেন।

অন্য খেলায়
জেএম বন্দ্যোপাধ্যায় স্মৃতি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ১ অগস্ট ওয়াইএমসিএ চৌরঙ্গিতে। অংশ নেবেন রাজ্যের বর্তমান ও প্রাক্তন প্লেয়াররা।
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.