|
|
|
|
সিপিএম নেতার বাড়িতে হামলা খানাকুলে |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
সিপিএম নেতাকে মারধরের আগেই অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার প্রহৃত নেতার বাড়িতে হামলা, লুঠের ঘটনা ঘটল। মারধরে অভিযুক্ত দুই যুবককে আটক করাকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায়।
বৃহস্পতিবার রাতে খানাকুলের রাজহাটিতে সিপিএমের খানাকুল দক্ষিণ কমিটির সম্পাদক অশোক পাড়ুই এবং দলের কর্মী নেপাল খাঁকে পার্টি অফিসে ঢুকেই মারধর করে কিছু লোক। স্বামীকে বাঁচাতে গেলে অশোকবাবুর স্ত্রী শুভ্রা পাড়ুইয়ের শ্লীলতাহানি হয় বলেও অভিযোগ। তৃণমূলের শেখ কালো-সহ ২০ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়।
অশোকবাবু ও নেপালবাবুকে চিকিৎসার পরে রাতেই ছেড়ে দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে দুই তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাতে আরও উত্তেজনা ছড়ায়। শুক্রবার সকালে ঘণ্টা দেড়েকের জন্য আরামবাগ-গড়েরঘাট রাস্তা অবরোধ করা হয়। সে সময়ে তৃণমূলের কিছু কর্মী-সমর্থক রাজহাটি গ্রামেই অশোকবাবুর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এফআইআর-এ নাম না থাকা ওই দুই যুবককে পুলিশ ছেড়ে দিলে পরিস্থিতি ঠান্ডা হয়।
অশোকবাবু ও তাঁর স্ত্রী শুভ্রাদেবীর (বিধানসভা ভোটে খানাকুল কেন্দ্রে সিপিএম প্রার্থী) বক্তব্য, সকাল সাড়ে ৭টা নাগাদ শাবল, গাঁইতি, রড নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘জয়ধ্বনি’ দিতে দিতে এক দল লোক হামলা চালায়। এক তলার কোলাপসেবল গেটের দরজা ভেঙে তারা ঢুকে পড়ে। শুভ্রাদেবী বলেন, “দোতলার সব দরজা-জানলা বন্ধ করে আমরা পুলিশকে খবর দিই। ঘণ্টা খানেক ধরে তাণ্ডব চালায় তৃণমূলের ছেলেরা।” সকাল ৯টা নাগাদ পুলিশ আসে। একটি মোটর বাইকে আগুন দেওয়া হয় বলে অভিযোগ। কিছু জিনিস লুঠ হয়েছে। ফের শ্লীলতাহানির হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন শুভ্রাদেবী। একই সঙ্গে তাঁর বিশ্বাস, “রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আর এক মহিলার সম্ভ্রম বাঁচাতে উদ্যোগী হবেন।” এ দিনের ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল নেতা শৈলেন সিংহ বলেন, “কিছু উচ্ছ্বৃঙ্খল মানুষ দলে ঢুকে পড়ে ভাবমূর্তি নষ্ট করছে। অবরোধ, বাড়ি ভাঙচুর-লুঠের মতো ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক প্রশাসন।”
অন্য দিকে, অশোকবাবুদের মারধরে মূল অভিযুক্ত শেখ কালোর বাড়িতে বৃহস্পতিবার রাতে মুখ ঢাকা জনা চারেক যুবক হামলা চালায় বলে অভিযোগ। কালোর স্ত্রীর চুলের কিছু অংশ কেটে নেওয়া হয়। দুল-হার কেড়ে নেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। পুলিশে কোনও অভিযোগ অবশ্য দায়ের হয়নি। সিপিএমের তরফেও ঘটনাটিকে ‘সাজানো’ বলে মন্তব্য করা হয়েছে। |
|
|
|
|
|