হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুরেশ কলমডী সংসদের বাদল অধিবেশনে উপস্থিত থাকার আর্জি জানিয়ে। এ বার আদালত তাঁকে গত পাঁচ বছরে লোকসভায় হাজিরার তালিকা জমা দিতে বলল। কেন কলমডীকে লোকসভায় উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে, সে নিয়েও আজ প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি রাজীব সহয়া এন্ডলো। কমনওয়েলথ দুর্নীতিতে অভিযুক্ত কলমডী আপাতত তিহার জেলে বন্দি। আগামী মাসে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তাতে উপস্থিত থাকার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন কলমডী। সেই প্রসঙ্গেই গত পাঁচ বছরে ক’দিন তিনি সংসদে গিয়েছেন, তার হিসেব চেয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, পাঁচ বছরে ক’দিন তিনি সংসদে হাজির ছিলেন, তার হিসেব কলমডীর কাছে নেই। পাঁচ বছরে লোকসভার বিভিন্ন অধিবেশনে কলমডীর অবদান ও অংশগ্রহণ সম্পর্কেও বিশদ জানতে চেয়েছে আদালত। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে একটি হলফনামা জমা দিতে হবে কলমডীকে। সেই সঙ্গেই কলমডীর আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেছেন, কেন তাঁর মক্কেল বাদল অধিবেশনে হাজির থাকতে চান। দেশের অন্যান্য সরকারি কর্মচারী, যাঁরা কোনও মামলায় গ্রেফতার হয়েছেন, তাঁদের সঙ্গে কলমডীর ফারাক কোথায়। তা-ও জানতে চেয়েছে আদালত। কলমডীর আইনজীবী জানিয়েছেন, বাদল অধিবেশনে উপস্থিত থাকার জন্য সমন পেয়েছেন তাঁর মক্কেল। তার প্রেক্ষিতেই আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আজ সিবিআইকে কলমডীর শারীরিক ও মানসিক অবস্থার একটি রিপোর্টও জমা দিতে বলেছে হাইকোর্ট। |