|
|
|
|
ছোট সংস্থার জন্যও রাজ্যকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের পরামর্শ মাইক্রোসফটের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুধু শিল্প-গুচ্ছ গড়ে তোলা নয়, প্রতিযোগিতার বাজারে ছোট ও মাঝারি সংস্থাগুলিকে এগিয়ে রাখতে তথ্যপ্রযুক্তি পরিকাঠামো তৈরির কথাও ভাবতে হবে। শুক্রবার বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত সভার মঞ্চ থেকে রাজ্য সরকারকে এই পরামর্শই দিল চলতি বছরে প্রায় ৭ হাজার কোটি ডলার ব্যবসা করা মাইক্রোসফট।
রাজ্য সরকার উৎপাদন শিল্পের মতো তথ্যপ্রযুক্তিতেও শিল্প-গুচ্ছ গড়তে চায় বলে ক’দিন আগেই জানিয়েছেন শিল্প তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বণিকসভার মঞ্চেও এই প্রসঙ্গ তোলেন তিনি। এবং মাইক্রোসফট ইন্ডিয়ার চেয়ারম্যান ভাস্কর প্রামাণিকের কাছে এ রাজ্যে লগ্নি করতে আমন্ত্রণ জানান। পার্থবাবু বলেন, “দেশে তথ্যপ্রযুক্তি ব্যবসার অঙ্ক ৮,৮০০ ডলার। এর মাত্র ১৫০ কোটি ডলার পশ্চিমবঙ্গের ভাগ। এই বিশাল পার্থক্য দূর করতে চাই আরও অনেক বিনিয়োগ।”
এ রাজ্যে তাঁর সংস্থার লগ্নির প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গিয়েছেন মাইক্রোসফট কর্তা। তবে পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র সফটওয়্যার-হার্ডওয়্যার সংস্থার বিনিয়োগ টানাই নয়, রাজ্যে সব স্তরে তথ্যপ্রযুক্তি পরিষেবা পৌঁছে দেওয়ার উপরে নজর দিতে হবে সরকারকে। এ প্রসঙ্গে তিনি ‘ক্লাউড’ প্রযুক্তির কথাও বলেন। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে অনেকগুলি সংস্থা একই তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর সুযোগ নিতে পারে। ফলে খরচ বাঁচে। ভাস্করবাবু দক্ষিণ ভারতের একটি বস্ত্র শিল্প-গুচ্ছের উদাহরণ দিয়ে বলেন, “এই ধরনের ছোট সংস্থার পক্ষে পৃথকভাবে তথ্যপ্রযুক্তি পরিকাঠামো গড়া কঠিন। কিন্তু একজোট হয়ে একটি পরিকাঠামো ব্যবহার করতে পারলে খরচ কমে।” |
|
|
|
|
|