চা বাগান, নদী ও বনবস্তিকে পর্যটন মানচিত্রে জুড়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। উত্তরবঙ্গে পর্যটকদের জন্য মাত্র কয়েকটি বনবাংলো থাকায় ফি বছর মরসুমে বহু পর্যটক থাকার জায়গা না-পেয়ে ফিরে যান। এবার পুজোয় যাতে পর্যটকদের হয়রানির মুখে পড়তে না-হয় সেই জন্য চা বাগানের ফাঁকা বাংলোয় পর্যটন আবাস তৈরি করা নিয়ে মালিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সরকার ডুয়ার্সে পর্যটন কেন্দ্র, আইটিআই ও হিন্দি কলেজ তৈরি করার বিষয়ে কতটা তৎপর তা বোঝাতে শুক্রবার মন্ত্রী আদিবাসী বিকাশ পরিষদ নেতাদের নিয়ে ডুয়ার্সের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান। গৌতমবাবু বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্সে ১০০টি পর্যটন কেন্দ্র করা যেতে পারে। সেই পথে এগোচ্ছি। গত পুজোর সময় জায়গা না-পেয়ে প্রচুর পর্যটক ফিরে যান। এ বার চা বাগানের বাংলোগুলিতে পর্যটক আবাস তৈরির কথা ভাবা হচ্ছে। বাগান মালিকদের সঙ্গে দ্রুত বৈঠক করা হবে।” কেবল পর্যটন কেন্দ্র তৈরি করা নয়, ডুয়ার্সে হিন্দি কলেজ তৈরির জন্য বীরপাড়ায় দুটি জায়গা দেখেন। বীরপাড়ায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের ঘরগুলিও ঘুরে দেখেন। বিন্নাগুড়িতে তিনি চা বাগান মালিকদের সেন্ট্রাল ডুয়ার্স ক্লাব লাগোয়া গল্ফ খেলার মাঠটিও ঘুরে দেখেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, খুব শীঘ্র তিনি পর্যটন সচিব এবং বনমন্ত্রীর সঙ্গে ফের ডুয়ার্স সফর করবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আদিবাসীরা কেবল পাতা তুলবেন তা হয় না। তাঁদের জন্য আইটিআই ট্রেনিং সেন্টার হবে। ৪টি হিন্দি মাধ্যমের স্কুলকে মাধ্যমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করার পাশাপাশি কলেজ চালু করা হবে। চিলাপাতা-সহ কয়েকটি এলাকায় ভিলেজ ট্যুরিজম করা হবে।” আদিবাসী বিকাশ পরিষদের তরাই-ডুয়ার্স সমন্বয় কমিটির সভাপতি জন বার্লা বলেন, “এর আগে কেউ এ ভাবে আমাদের নিয়ে ভাবেননি। গৌতমবাবু যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলেন তা দীর্ঘদিনের দাবি।”
|
রির্জাভ ব্যাঙ্ক সুদ বাড়ানোর পর সেই একই পথে হাঁটল বেশ কিছু বাণিজ্যিক ব্যাঙ্ক। প্রত্যাশা মতোই ঋণ ও আমানতে সুদ বাড়াল তারা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং আইডিবিআই বেস রেট বাড়িয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। ব্যাঙ্ক অফ বরোদা, ইলাহাবাদ ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স তা বাড়িয়েছে ৫০ বেসিস পয়েন্ট। সাতটি ব্যাঙ্কেরই নয়া বেস রেট হবে ১০.৭৫%। পিএলআর-ও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ইলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ব্যাঙ্ক অফ বরোদা। ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল ব্যাঙ্ক। পাঁচ ব্যাঙ্কের ক্ষেত্রেই নতুন হার হবে ১৫%। পিএনবি ও আইডিবিআই ব্যাঙ্কের পিএলআর ৭৫ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে যথাক্রমে ১৪.২৫% এবং ১৫.২৫%। বিভিন্ন মেয়াদি জমায় আইডিবিআই সুদ বাড়াচ্ছে ২৫-১৫০ বেসিস পয়েন্ট। ওরিয়েন্টাল ব্যাঙ্ক বাড়াচ্ছে ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত। ১ কোটি বা তার কম টাকার বিভিন্ন মেয়াদি জমায় সুদ বাড়িয়ে দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাও।
|
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি (আইআইআইটি) গড়তে কল্যাণীতে ৫০ একর চিহ্নিত করল রাজ্য। তথ্যপ্রযুক্তি সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রকে জানানো হয়েছে। বেলঘড়িয়া-সোদপুর এক্সপ্রেসওয়ের পাশে তথ্যপ্রযুক্তি দফতরের ১০০ একর জমিরই অংশ এটি। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গড়া হবে প্রতিষ্ঠান। কেন্দ্রের সায় পেলে বেসরকারি সংস্থার দরপত্র চাওয়া হবে। |