টুকরো খবর

স্কুলের সহকারী প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে শুক্রবার কালনা-২ ব্লকের আঙ্গারসন এন এম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে। পড়ুয়াদের অভিযোগ, গত ২৫ জুলাই স্কুলে পরীক্ষা চলাকালীন খাতাপত্র জমা দেওয়া নিয়ে সহকারী প্রধান শিক্ষক রামহরি পাল ও শিক্ষক শুভাশিস মালাকারের মধ্যে বচসা বাধে। তখন শুভাশিসবাবু রামহরিবাবুকে হেনস্থা করেন বলে অভিযোগ। স্কুলের পড়িয়া নাজিবুল সরকার, বিজয় সিংহেরা বলে, “সহকারী প্রধান শিক্ষককে হেনস্থা করা হলে আমরা ঠিক করি পরীক্ষা শেষ হলেই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হবে।” তাদের আরও অভিযোগ, অভিযুক্ত শুভাশিসবাবু এর আগে ক্লাসে ডাস্টার ছুড়ে পড়ুয়াদের মারধরও করেছেন। রামহরিবাবু বলেন, “পরীক্ষার খাতা সাজিয়ে রাখতে বলতেই আমাকে শুভাশিসবাবু হেনস্থা করেন। স্কুলে এরকম ঘটনা আগে কখনও হয়নি।” শুভাশিসবাবু বলেন, “সরকারি ভাবে আমার কাছ থেকে কিছু জানতে চাওয়া হলে আমি ঘটনার কথা বিস্তারিত ভাবে বলব।” স্কুল পরিচালন সমিতির সভাপতি তাপস মুখোপাধ্যায় জানান, শুভাশিসবাবুকে আগেও সতর্ক করা হয়েছিল। এই বিষয়ে কমিটিতে আলোচনা হবে। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্তকুমার মল্লিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্কুল কমিটির সম্পাদক আবদুল হাফিজ বলেন, “গত ২৫ তারিখ যা ঘটেছে স্কুল কমিটির তরফে তার নিন্দা করা হয়েছে। তিনি জানান, ছাত্রছাত্রীরা যাতে ক্লাস বয়কট তুলে নেয় সে বিষয়ে তাদের বোঝানো হবে।

জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে শিক্ষার অধিকার (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট) বিষয়ক একটি আলোচনা সভা আয়োজিত হল কালনা শহরে। শুক্রবার এই সভায় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ২০০৯-১০ বিষয় নিয়ে আলোচনা হয়। হাজির ছিলেন, কালনা মহকুমার ১২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে জেলা স্কুল পরিদর্শক আবদুল হাই জানান, নিয়ম অনুযায়ী স্কুলে ভর্তির পরীক্ষা নেওয়া যাবে না। নিলে সেই স্কুলকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। ভর্তির প্রক্রিয়া হবে লটারির মাধ্যমে। শিক্ষক-শিক্ষিকাদের সপ্তাহে ৪৫ ঘণ্টা স্কুলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাঁরা অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এ দিনের আলোচনা সভায় জানানো হয়, স্কুলে ভর্তির ফি হতে পারে সবোর্চ ২৪০ টাকা। জেলা স্কুল পরিদর্শকের কথায়, “অনেক স্কুলে অষ্টম পিরিয়ডের কোনও উল্লেখই নেই, আবার কোনও কোনও স্কুলে অষ্টম পিরিয়ডে পড়নো হচ্ছে ইংরেজি, অঙ্কের মত জটিল বিষয়। এই নিয়ম বদলাতে হবে।” জেলা স্কুল পরিদর্শক ছাড়াও বক্তব্য রাখেন সর্বশিক্ষা মিশনের জেলা প্রজেক্ট অফিসার তুষার পাঠক।

পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি নির্বাচিত হলেন কংগ্রেসের নুরুল ইসলাম শেখ। তিনি হাপানিয়া-খরদত্তপুর এলাকা থেকে জিতেছিলেন। সম্প্রতি কংগ্রেস ও তৃণমূলের সদস্যরা যৌথভাবে সহ-সভাপতির পদে থাকা কার্তিক মাহাতোর বিরুদ্ধে অনাস্থা আনেন। আস্থাভোটে কার্তিকবাবু পরাজিত হন। শুক্রবার নতুন সভাপতি নির্বাচনের অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস ও তৃণমূলের ১৪ জন সদস্য। সহ সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম শেখ। এ দিন নতুন সহ সভাপতি বলেন, “স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি চালানোই হবে মূল লক্ষ্য।” তৃণমূল নেতা বিপুল দাস জানান, পঞ্চায়েত সমিতির সঙ্গে এখন আর কিছুভাবেই যুক্ত নয়। উল্লেখ্য, এ দিন হাজির ছিলেন না সিপিএম ও বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যেরা।

উল্টোডাঙা থেকে ঢালাইয়ের কাজ সেরে ম্যাটাডরে চেপে ফিরছিলেন কর্মীরা। পথে জামালপুর থানার মশাগ্রামের কাছে ম্যাটাডরের সামনের চাকা ফেটে গেলে সেটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর নাম অভয় দত্ত (৩৯)। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সকালে। দুর্ঘটনায় আহত ১২ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সে দিন রাতে। পরে রাতের দিকে সাত জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হয় বাকি ছ’জনকে।
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.