টুকরো খবর
|
রেশনে গরমিল ধরা পড়ায় ধৃত ডিস্ট্রিবিউটর |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
খাদ্য দফতর টের না পেলেও পুলিশি তদন্তে গুদামে মজুত করা রেশনের খাদ্যশস্যে প্রায় ৮০০ কুইন্টাল চাল, গমের গরমিল ধরা পড়ায় এক ডিস্ট্রিবিউটরকে গ্রেফতার করা হল। বুধবার সকালে বালুরঘাট শহরের কলেজপাড়ায় ঘটনাটি ঘটে। গুদামটি সিল করে দেওয়া হয়। পুলিশ জানায়, ধৃত ডিস্ট্রিবিউটরের নাম অসীম সরকার। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন আড়তদার, বাকি দু’জন ভ্যানরিকশা চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অসীমবাবুর গুদাম থেকে চাল গম গাড়িতে নিয়ে যাওয়ার পথে বাসস্ট্যান্ডের কাছে গাড়ি থামিয়ে প্রায় ২০ কুইন্টাল চাল গম ২ টি ভ্যান রিকশায় তোলা হয়। অপর এক ভ্যানচালক পুলিশকে তা জানান। খবর পেয়ে দক্ষিণ দিনাজপুরের খাদ্য নিয়ামক ভাস্কর হালদার সংশ্লিষ্ট রেশন ডিলারকে সাসপেন্ড এবং ডিস্ট্রিবিউটরকে শোকজ করে গুদামে মজুত খাদ্যশস্যের হিসাব খতিয়ে দেখেন। তাতে কোনও গরমিল অবশ্য খুঁজে পাননি। অথচ পুলিশ তদন্ত করে গরমিল খুঁজে পাওয়ায় খাদ্য দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভাস্করবাবু বলেন, “আমরা স্টক রেজিস্ট্রারে গরমিল পাইনি।” দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার স্বপন বন্দ্যোপাধ্যায় পূর্ণপাত্র জানিয়েছেন, মঙ্গলবার ঘটনার তদন্তে নেমে একটি চক্রের হদিস পান। সেই মতো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “তদন্তকারীরা গুদামে ৮০০ কুইন্টাল চাল গমের হিসাবে গরমিল পেয়েছেন।” ঘটনায় ক্ষুব্ধ জেলা পরিষদের খাদ্য সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিতাই বসাক। তিনি বলেন, “রেশনের সামগ্রী খোলা বাজারে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। খাদ্য নিয়ামককে বারবার জানিয়েও লাভ হয়নি।”
|
ভুটভুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু দুই মহিলার |
নিজস্ব সংবাদদাতা•রায়গঞ্জ |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান মোটর চালিত ভুটভুটির পিছনে ধাক্কা মারায় ভুটভুটি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কালো মাটিয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতাদের নাম পোশাকি যুগি (৩২) এবং ডুমরি কিসকু (২২)। পেশায় দিনমজুর দুই জনই বিবাহিত। দুর্ঘটনায় ভুটভুটির আরও ৪ মহিলা আরোহী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত এবং জখম সকলের বাড়িই ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর এবং পিরালিপাড়া এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃত এবং জখমেরা সকলেই ইটাহারের চেকপোস্ট এলাকা-সহ বিভিন্ন এলাকা থেকে দিনমজুরির কাজ সেরে ভুটভুটি করে বাড়ি ফিরছিলেন। কালোমাটিয়া এলাকায় রায়গঞ্জগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটির পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ভুটভুটিতে উল্টে গেলে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। সেই সময় মালদহগামী একটি ভুট্টা বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকের চাকায় রাস্তায় পড়ে থাকা দুই মহিলা পিষে যান। ট্রাকটিও রাস্তায় ধারে উল্টে যায়। ট্রাক ও ভুটভুটি চালক, খালাসিরা পালিয়ে গিয়েছেন। পিকআপ ভ্যানটির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। |
পাচারের নালিশ রায়গঞ্জে |
নিজস্ব সংবাদদাতা•রায়গঞ্জ |
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের দেহশ্রীমোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই কিশোরীকেও বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছেন। ধৃতের নাম সঞ্জয় মুর্মু। তার বাড়ি রায়গঞ্জের গয়াস এলাকায়। সঞ্জয় হেমতাবাদের বাসিন্দা ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রায়গঞ্জে নিয়ে আসে বলে অভিযোগ। রায়গঞ্জ থানার আইসি সুজিত ঘোষ বলেন, “ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিশোরীর বাড়ির লোকজনকে অভিযোগ জমা দিতে বলা হয়েছে।”
|
আত্মহত্যার চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা•হলদিবাড়ি |
বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক নির্মাণ কর্মী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ির হাসপাতাল পাড়ায়। পুলিশ জানায়, ওই কর্মীর নাম মহাবুল হক। তাঁকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহাবুলের অভিযোগ, সোমবার তাঁর স্ত্রীকে অপহরণ করে দুষ্কৃতীরা। পুলিশের কাছে অভিযোগ জানালেও তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়নি। প্রতিবেশীদের অভিযোগ, স্ত্রীকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মহাবুল। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথ অবরোধ করেন নির্মাণ কর্মীরা। পরে অবশ্য মহাবুলের স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে মেখলিগঞ্জ আদালতে তোলা হয়। তাঁর স্ত্রী পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন, তাঁকে কেউ অপহরণ করেননি। তিনি স্বামীর সঙ্গে থাকতে চান না।
|
সিপিএম কর্মী অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা•রায়গঞ্জ |
কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএমের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ইটাহার থানার কামালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ওই পঞ্চায়েত সদস্যের নাম গুলবাহার বিবি। তিনি ইটাহার গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকার কংগ্রেস সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন জমিতে ধান চাষ দেখার সময় তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ, “এলাকার সিপিএম কর্মীদের নানান ধরণের বেআইনি কাজের প্রতিবাদ করায় আমার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।” যদিও অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব পাল বলেন, “অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত শত্রুতায় ঘটনাটি ঘটেছে। এর পিছনে রাজনীতি নেই।”
|
ভাইবোনের আত্মহত্যা |
নিজস্ব সংবাদদাতা•রায়গঞ্জ |
বিষ খেয়ে আত্মহত্যা করল দুই ভাইবোন। বুধবার রাত ১২টা নাগাদ রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকার একটি ঝোঁপ থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতদের নাম নৃপেন বর্মন (২২) ও জবা বর্মন (১৭)। সম্পর্কে নৃপেনের মামাতো বোন জবা। নৃপেনের বাড়ি কিষ্টমুড়ি ও জবার বাড়ি রুনিয়া গ্রামে। নৃপেন সুরেন্দ্রনাথ কলেজের কলা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। জবা মহারাজাহাট হাই স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও স্কুলের বই, খাতা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করেই তাঁরা একসঙ্গে আত্মহত্যা করেছে। রায়গঞ্জের আইসি বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে।”
|
জিসিপিএ-র অনশন |
নিজস্ব সংবাদদাতা•কোচবিহার |
গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়শনের (জিসিপিএ) সমর্থকদের অনশন বৃহস্পতিবার ১১ দিনে পড়ল। পৃথক রাজ্যের দাবিতে জিসিপিএ সমর্থকরা কোচবিবহার রাজবাড়ি লাগোয়া চত্বর ও দিল্লির যন্তরমন্তরের সামনে একযোগে ওই অনশন শুরু করেছে। সংগঠনের সম্পাদক নমিতা বর্মন বলেন, “কেন্দ্রের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরছি না।” কোচবিহার জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “আমরা চেষ্টা চালাচ্ছি।”
|
ডুবে মৃত্যু শিশুর |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জলে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামপুর থানার বলঞ্চা কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নাম ঋজু সরকার। |
|