|
|
|
|
স্নাতকোত্তর বিজ্ঞান শাখার আশ্বাসে অনশন প্রত্যাহৃত |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
উপাচার্য এবং রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রের কাছ থেকে স্নাতকোত্তর কোর্সের বিজ্ঞান বিভাগ খোলার আশ্বাস পেয়ে অনশন তুলে নিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা অনশন তুলে নেন। অনশন তুলে স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা হুমকি দিয়েছেন, মন্ত্রী ও উপার্চাযের আশ্বাস পেয়ে অনশন তোলা হলেও রেজাল্ট বের হওয়ার পরেই যদি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর কোর্স চালু না-হয় তবে ফের আন্দোলনে নামবেন তাঁরা। এদিকে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে বিজ্ঞান বিভাগ দ্রুত খোলার জন্য উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করেছি। উচ্চশিক্ষা মন্ত্রী কথা দিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্দেশ পাঠিয়ে দ্রুত স্নাতকোত্তর কোর্সের বিজ্ঞান বিভাগ খোলা হবে।” |
|
আন্দোলনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিজস্ব চিত্র। |
এদিকে মন্ত্রীর পাশাপাশি বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর কোর্স দ্রুত চালু করার আর্জি জানিয়ে উচ্চশিক্ষা মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদালয়ের উপাচার্য গোপা দত্ত। তিনি বলেন, “স্নাতকোত্তর কোর্সে বিজ্ঞান বিভাগ দ্রুত চালু করার ব্যাপারে সরকার চেষ্টা করছেন। কেবলমাত্র সিদ্ধান্তের জন্য আটকে আছে। আশা করছি খুব শীঘ্রই বিশ্ববিদালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর কোর্স খুলতে পারব।” গৌড়বঙ্গ বিশ্ববিদালয় চালু হওয়ার তিন বছর পরেও বিজ্ঞান বিভাগের বটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি-সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তর কোর্স না খোলায় মালদহ ও দুই দিনাজপুরের স্নাতক স্তরের শতাধিক ছাত্র-ছাত্রী চরম সংকটের মুখে পড়েছেন। স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে স্নাতক ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের উপার্চায, উচ্চশিক্ষা মন্ত্রী, রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছিলেন। তারপরেও স্নাতকোত্তর কোর্স না-খোলায় বৃহস্পতিবার সকাল থেকে স্নাতকস্তরের ছাত্রছাত্রীরা উপার্চাযের ঘরের সামনে অনশনে শুরু করেন। |
|
|
|
|
|