|
|
|
|
সার্কিট বেঞ্চের জন্য অর্থ বরাদ্দ |
নিজস্ব সংবাদদাতা•জলপাইগুড়ি |
জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল। এই ধাপটিকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই হাইকোর্টের সূত্রে বারংবার রাজ্য সরকারকে জানানো হয়েছিল, সার্কিট বেঞ্চের জন্য বাজেট বরাদ্দ করলে তবেই জলপইগুড়িতে অস্থায়ী ভাবে বেঞ্চ চালু করা সম্ভব হবে। পূর্বতন সরকার অর্থ বরাদ্দের বিষয়টি ঝুলিয়ে রাখলেও রাজ্য বিধানসভায় পালাবদলের পরে নতুন সরকার ক্ষমতায় আসার দু’মাসের মধ্যে সার্কিট বেঞ্চের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। জলপাইগুড়িতে পাহাড়পুরে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন নির্মাণের প্রথম পর্যায়ে ৬ কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বরাদ্দ করেছেন দফতরের মন্ত্রী গৌতম দেব। আইন মন্ত্রক থেকেও দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পরে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছিল। সরকারি ভাবে অর্থ বরাদ্দ সেই ঘোষণার বাস্তবায়ন বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী চাইছেন জলপাইগুড়িতে দ্রুত সার্কিট বেঞ্চের কাজ শুরু হোক। সেই মতো তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আইনমন্ত্রীর সঙ্গেও আজকেই আমার টেলিফোনে কথা হয়েছে। সার্কিট বেঞ্চের প্রথম পর্যায়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা প্রয়োজন বলে জানানো হয়েছে। তার মধ্যে দেড় কোটি টাকা আইন মন্ত্রক বরাদ্দ করেছে। বাকি টাকা আমার দফতর থেকে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম। সেই মতো বরাদ্দ করা হয়েছে।” সার্কিট বেঞ্চের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থেকে বরাদ্দের কথা জেনেছেন জলপাইগুড়ি পুর-চেয়ারম্যান মোহন বসু। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, “গৌতমবাবুর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগের বাম সরকার দু’দশকেরও বেশি সময় ধরে সার্কিট বেঞ্চের জন্য কোনও অর্থ বরাদ্দ করেনি। জলপাইগুড়িতে বেঞ্চ চালু নিয়ে তাঁদের সদ্দিচ্ছাই ছিল না। এই সরকার দু’মাসে অর্থ বরাদ্দ করে দেখিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জলপাইগুড়ি জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।” গত বছরের জুলাই মাসে কলকাতা হাইকোর্টের একটি প্রতিনিধি দল জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শন করেন। গত দশ বছরেরও বেশি সময় ধরে হাইকোর্ট সূত্রে রাজ্যের বাজেটে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির কথা রাজ্য সরকারকে বলে আসছিলেন। রাজ্য সরকার সুত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা বরাদ্দের পরে দ্বিতীয় পর্যায়ে ৮২ কোটি টাকা বরাদ্দ করা হবে। নতুন সরকার এই খাতে টাকা বরাদ্দ করায় অচিরেই সার্কিট বেঞ্চের উদ্বোধনের স্বপ্ন দেখছে জলপাইগুড়িবাসী। |
|
|
|
|
|