বৃহস্পতিবার নতুন প্রধান নির্বাচিত হল বিষ্ণুপুর ব্লকের রাধানগর পঞ্চায়েতে। ১২টি আসনের মধ্যে সিপিএমের ৯, তৃণমূলের দখলে ৩টি ছিল। সংখ্যা গরিষ্ঠতার বিচারে এত দিন পঞ্চায়েতে ক্ষমতায় ছিল সিপিএম। সম্প্রতি সিপিএমের প্রধান দীপক পাত্র এবং দলের এক সদস্য পদত্যাগ করায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সিপিএমের সাত সদস্যের সমর্থনে প্রধান নির্বাচন হলেন তৃণমূলের কাজল বাগদি। বিষ্ণুপুর ব্লকের বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “সর্বসম্মত সিদ্ধান্তে কাজলবাবুকে প্রধান করা হয়।” যেখানে রাজ্যে দুই দলের অহি-নকুল সর্ম্পক, সেখানে রাধানগর পঞ্চায়েতে বোর্ড গঠন কী ভাবে সম্ভব হল? এ সর্ম্পকে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, “দলীয়ভাবে আমরা এই সিদ্ধান্ত মেনে নিইনি। তবে, রঙ না দেখে প্রধান নির্বাচন হয়েছে বলে শুনেছি।” ঘটনার প্রসঙ্গ এড়িয়ে ওই গ্রামের বাসিন্দা সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন ঘোষ বলেন, “এমন কিছু হয়েছে বলে শুনিনি।”
|
নকশাল নেতা চারু মজুমদারের স্মরণে (শহিদ দিবস) সিপিআইএমএল লিবারেশনের ডাকা রামপুরহাট মহকুমা বন্ধে বৃহস্পতিবার মিশ্র সাড়া পড়েছে। অধিকাংশ বেসরকারি বাসই চলেনি। তবে বেশিরভাগ সরকারি অফিসই খোলা ছিল। কর্মীদের উপস্থিতির হারও ভাল ছিল। শহরের স্কুল-কলেজ বন্ধ ছিল। আদালতে আংশিক কাজ হয়েছে। ডাকঘর, ব্যাঙ্কও খোলা ছিল। |