টুকরো খবর
|
জমির দখল নিয়ে সংঘর্ষে জখম ৭ |
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
একটি জমির দখলকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম হলেন ৭ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ফটিকপুর গ্রামে। জখমদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে একটি ১৫ বিঘা খাস জমি রয়েছে। ওই জমিতে চাষ করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছু দিন ধরে। এ দিন কয়েক জন তৃণমূল সমর্থক জমি থেকে ঘাস তুলতে গেলে সিপিএম সমর্থকেরা তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাতেই দু’পক্ষের সংঘর্ষ বাধে। দু’পক্ষই পরস্পরের উপরে লাঠি-বল্লম নিয়ে চড়াও হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণ্ডগোলে জড়িত অভিযোগে তিন সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার দাবি, ওই জমিতে এ বার দলীয় আমাদের সমর্থকেরা চাষ করেছিলেন। তাঁর অভিযোগ, “সিপিএম অন্যায় ভাবে ওই জমির দখল নিতে গিয়েছিল। ওদের মারে আমাদের তিন সমর্থক জখম হন।” তৃণমূল বিধায়কের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাহুল ঘোষের পাল্টা দাবি, “ওই জমিতে আমাদের সমর্থকেরাই দীর্ঘদিন ধরে চাষ করছেন।” তাঁর অভিযোগ, “এ দিন তৃণমূল সমর্থকেরাই আমাদের লোকজনের উপরে চড়াও হয়। আমাদের চার জন জখম হয়েছেন। মিথ্যা মামলায় আমাদের তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে।”
|
সংঘর্ষের জেরে মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুরনো রাজনৈতিক সংঘর্ষের জেরে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মগাই মুন্ডা (২৮)। তাঁর বাড়ি সোনারপুর থানার খেয়াদা ১ নম্বর পঞ্চায়েতের হরপুর গ্রামে। অভিযোগ, গত ১৫ জুন ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের সময় মগাইকে মারধর করা হয়। তখন তাঁর কিডনিতে গুরুতর আঘাত লাগে। তখন থেকেই ন্যাশনাল মেডিক্যালে ভর্তি ছিলেন মগাই। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
|
অস্ত্র-সহ দুষ্কৃতী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে কাকদ্বীপের ২ নম্বর রামতনুনগর গ্রাম থেকে শেখ নাজিমউদ্দিন নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। ওই গ্রামেই তার বাড়ি। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
গণপ্রহারে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রামনগর |
গরু চুরির অভিযোগে বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের খাঞ্জাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক ধরেই ওই এলাকায় রাতে বহু বাড়ির গোয়াল থেকে গরু চুরি হচ্ছে। বুধবার রাতে গোপাল দাস নামে এক গ্রামবাসীর গোয়াল থেকে গরু চুরি হয়। অভিযোগ, ওই ব্যক্তিই গরু চুরি করে পালাচ্ছিলেন। গ্রামবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। গণপ্রহারে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভোরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা নন। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ |
ট্রেকার ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর ঘনারবন বাঁশতলায়। পুলিশ জানায়, হাসনাবাদের আমলানি গ্রামের বাসিন্দা মনোরঞ্জন পরামানিক (২৪) এ দিন ভোর ৫টা নাগাদ বাইক চালিয়ে যাচ্ছিলেন মালঞ্চের কাছে ইটভাটায়। উল্টো দিক থেকে আসা যাত্রিবোঝাই একটি ট্রেকারের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। জখম হন মনোরঞ্জন-সহ ট্রেকারের তিন যাত্রী। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই যুবক।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাটের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চোদ্দো দফা দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার স্মারকলিপি দিলেন তৃণমূলের শিক্ষাসেলের সদস্যেরা। বিক্ষোভকারীদের তরফে তুষার মণ্ডল জানান, জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের কর্মীদের একাংশের গাফিলতিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দ্রুত অনুমোদন দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নানা প্রয়োজনে দফতরে আসা শিক্ষক-শিক্ষিকাদের হয়রান হতে হচ্ছে। কিছু স্কুল আছে, যারা সরকারি নির্দেশনামা অগ্রাহ্য করছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
|
মাদ্রাসায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ক্লাসঘরের দরজা-জানলা ও ফ্যান দেওয়ার দাবিতে প্রধান শিক্ষক-সহ বাকি শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল হাসনাবাদ মুরারিশা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিক্ষোভ চলার পরে মাদ্রাসার পরিচালন সমিতির প্রতিশ্রুতিতে বিক্ষোভ ওঠে।
|
যুবকের অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কোম্পানির ঠেক বাজারের চানাচুর ব্যবসায়ী সুজয় হালদারের (৩০) ঝুলন্ত দেহ তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়। ওই এলাকাতেই তাঁর বাড়ি। |
|