ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং ডায়মন্ড হারবারের মৎস্য দফতরের সহ অধিকর্তার (সামুদ্রিক) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মৎস্যজীবীদের নিয়ে এক সচেতনতা শিবির হয়ে গেল। ডায়মন্ড হারবারের গঙ্গাভবনে ওই শিবির আয়োজন করা হয়। ডায়মন্ড হারবার থেকে বহু মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শিবিরে তাঁদের জানানো হয়, সঙ্গে অবশ্যই পরিচয়পত্র এবং ট্রলারের লাইসেন্স রাখতে হবে। সমুদ্রে যাওয়ার আগে স্থানীয় মৎস্যজীবী সমিতির কাছে বিস্তারিত তথ্য জানিয়ে রাখতে হবে। |
শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উপকূল রক্ষী বাহিনীর ডিআইজি ইকবাল সিংহ চৌহান, ডায়মন্ড হারবারের সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) গিয়াসুদ্দিন শেখ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নিরঞ্জন মাঝি প্রমুখ। শিবিরে সামিল হয়েছিলেন প্রায় ৫০ জন মৎস্যজীবী। তাঁদের মধ্যে ২০ জনের হাতে ‘ডিসপ্লে অ্যালার্ট ট্রান্সমিটার’ নামে একটি বিশেষ যন্ত্র তুলে দেওয়া হয়। বিপদে পড়লে মৎস্যজীবীরা ওই যন্ত্রের সাহায্য নিতে পারবেন। ইকবাল সিংহ জানান, ওই যন্ত্রে চারটি বোতাম রয়েছে। একটি নির্দিষ্ট বোতাম টিপলে তা চেন্নাইয়ে উপকূল রক্ষী বাহিনীর কাছে সঙ্কেত পাঠাবে। চেন্নাইয়ের উপকূল রক্ষীবাহিনী তা জানাবে হলদিয়ার উপকূল রক্ষীবাহিনীকে। ওই বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন। পর্যায় ক্রমে সব মৎস্যজীবীকেই ওই যন্ত্র দেওয়া হবে। |