জলপথে হামলায় অভিযুক্ত ধৃত
গুলিভর্তি বন্দুক-সহ নদীপথে লুঠপাটে জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রাজু মণ্ডল। বাড়ি ওই গ্রামের মৃধা পাড়ায়। বেশ কিছু দিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল, রাজু দলবল নিয়ে ওই এলাকায় নদীপথে যাওয়া পণ্যবাহী ও যাত্রীবাহী নৌকায় হামলা করছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ওই দুষ্কৃতী দলের ভয়ে এলাকায় নদীপথে পণ্যবাহী নৌকা বন্ধ রাখতে বাধ্য হয় বসিরহাট মহকুমা যন্ত্রচালিত নৌকা মালিক ও শ্রমিক সমিতি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠনের তরফে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডলের কাছে চিঠি লেখা হয়। পুলিশ কর্তাদের কাছেও বিষয়টি জানান হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, জলপথে দুষ্কৃতীদের হামলার জন্য মাঝিরা নদীতে নামতে চাইছেন না। প্রশাসনের উপর চাপ তৈরির জন্য তারা প্রায় শতাধিক নৌকা চলাচল বন্ধ রেখেছেন। এর ফলে আর্থিক ভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নৌকা চলাচল বন্ধ থাকায় প্রত্যন্ত এলাকার গ্রামগুলিতে জিনিসপত্র-সহ বাঁধ মেরামতির সরঞ্জাম নিয়ে যাওয়া যাচ্ছে না। তাতে বড় ধরনের সমস্যা তৈরির আশঙ্কা রয়েছে। বসিরহাটের মহকুমা শাসক গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পরে পুলিশ জলপথের দুষ্কৃতীদের ধরতে অভিযান চালায়।
বুধবার সন্ধ্যায় পুলিশ খবর পায় রাজু বাড়ি ফিরেছে। রাত আটটা নাগাদ তাকে গ্রামের কাছে নদীর ধারে তিন সঙ্গীর সঙ্গে কথা বলার সময়ে ঘিরে ফেলে। অন্ধকারের সুযোগে বাকিরা পালালেও রাজু আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ে। বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকার বলেন, “জলপথে হামলাকারী দুষ্কৃতীদের গ্রেফতার-সহ রাজুর সঙ্গীদের খোঁজে তৎপড় হয়েছে পুলিশ। সুন্দরবন লাগোয়া থানার পুলিশদের নদীপথে টহল বাড়াতে বলা হয়েছে।”
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.