|
|
|
|
শুনানিতে এলেন না এলাকাবাসী |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
যৌথ বাহিনীর গুলিতে মাওবাদী শীর্ষনেতা শশধর মাহাতোর মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত-সূত্রে যে গণ-শুনানির ব্যবস্থা হয়েছিল, সেখানে বক্তব্য পেশের জন্য কেউই হাজির হলেন না। জঙ্গলমহলে মাওবাদীদের সম্পর্কে ‘ভয়ভীতি’র কারণেই সাধারণ বাসিন্দাদের এই গরহাজিরা বলে মনে করছে প্রশাসনের একাংশ। বৃহস্পতিবার গিধনিতে জামবনি ব্লক অফিসে শুনানির ব্যবস্থা হয়েছিল। এ জন্য পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক শুভাঞ্জন দাস নির্দিষ্ট সময়েই উপস্থিত হন। কিন্তু, সাধারণ বাসিন্দাদের কেউ না আসায় তিনি ফিরে যান। চলতি বছরের ১০ মার্চ জামবনির চনসরো গ্রামে পুলিশ ও যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন শশধর।
এ দিকে, জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি-সহ বিভিন্ন দাবিতে দিন কয়েক আগে কলকাতায় কলেজ স্কোয়ারে কয়েকটি সংগঠনের উদ্যোগে রিলে অনশন চলাকালীন পুলিশ লাঠিপেটা করে মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়। ওই ঘটনার নিন্দা করে জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতো এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ‘সিপিএমের নেতৃত্বাধীন আগের বাম সরকারের মতোই বর্তমান সরকারও বিরোধী রাজনৈতিক মতামত প্রকাশের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করছে’। প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর জেলের বন্দিরা অনশন করবেন বলেও জানিয়েছেন কমিটি-নেতা। |
|
|
|
|
|