প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে যোগ দিতে চলেছেন পুলক চট্টোপাধ্যায়। আগামী ৩ অক্টোবর থেকে তিনি ওই পদে নিযুক্ত হবেন। আজ মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে সে ক্ষেত্রে পুলকবাবুই হবেন প্রথম
বাঙালি আমলা।
বিশ্বব্যাঙ্কের পদ থেকে যে প্রধানমন্ত্রীর দফতরে ফিরছেন পুলকবাবু, তা আগেই জানা গিয়েছিল। প্রধানমন্ত্রীর বর্তমান প্রিন্সিপ্যাল সেক্রেটারি টি কে এ নায়ারকে অবশ্য এখনই প্রধানমন্ত্রীর দফতর থেকে সরানো হচ্ছে না। সিদ্ধান্ত হয়েছে, পুলকবাবু প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে যোগ দিলে, নায়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। ওই পদটি হবে এক জন প্রতিমন্ত্রীর সমমর্যাদার। তবে সরকারি সূত্রের খবর, খুব বেশি দিন তাঁর উপদেষ্টা পদে থেকে যাওয়ার সম্ভাবনাও কম। দায়িত্বভার গ্রহণ করে পুলকবাবু কাজকর্ম বুঝে নেওয়ার পরে নায়ারকে উপদেষ্টা পদ থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। |
টি কে এ নায়ার অবশ্য আইএএস হিসেবে আগেই অবসর নিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়। কিন্তু সাম্প্রতিক কালে বিভিন্ন ঘটনায় সরকারের সঙ্গে দলের সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠছিল। বিভিন্ন দফতরের উপর প্রধানমন্ত্রীর দফতরের নজরদারি ও তাদের সঙ্গে সমন্বয়ের কাজটি ঠিক মতো হচ্ছিল না। কংগ্রেসের অধিকাংশ নেতার মত হল, পুলক চট্টোপাধ্যায় এ দিক থেকে অনেক কার্যকরী ভূমিকা নেবেন। কারণ তিনি দশ জনপথ তথা সনিয়া গাঁধীর ঘনিষ্ঠ। প্রয়াত রাজীব গাঁধীর আমলে রায়বরেলীর জেলাশাসক থাকার সময়ই গাঁধী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এনডিএ জমানায় বিরোধী দলনেত্রী থাকাকালীন সনিয়া তাঁকেই ব্যক্তিগত সচিব হিসেবে বেছে নিয়েছিলেন। আবার মনমোহন সিংহের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। উল্টো দিকে নায়ার নিজের রাজ্য কেরল ও তাঁর পঞ্জাব ক্যাডারের আমলাদের বাড়তি সুবিধা দিচ্ছিলেন বলেও কংগ্রেসের বেশ কিছু নেতা অভিযোগ তুলেছিলেন। সব মিলিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতার জন্য পরিচিত পুলকবাবুকেই এই গুরুত্বপূর্ণ পদে বেছে নেওয়া হল। তাঁর জায়গায় বিশ্বব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টরের পদে যোগ দেবেন বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরের সচিব এম এন প্রসাদ। |