টুকরো খবর
|
সীমান্ত সুরক্ষায় চুক্তি, আজ ঢাকায় চিদম্বরম |
নিজস্ব সংবাদাদাতা • নয়াদিল্লি |
সেপ্টেম্বরে ঢাকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই সফরের প্রস্তুতি হিসাবে কিছু দিন আগে ঢাকা গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। এর পরে কাল বাংলাদেশ যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ সীমান্ত পরিচালন পরিকল্পনা (জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান) চুক্তি ছাড়া নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা হতে পারে। কথা হবে ছিটমহল হস্তান্তর নিয়েও। প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে দু’দেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি সই হওয়ার কথা। সেই প্রক্রিয়ার প্রথম পর্যায়ে সীমান্তের দু’পারের ছিটমহলগুলির জনগণনার কাজ গত সপ্তাহে শেষ হয়েছে। এ বার তার ভিত্তিতে দু’দেশের মধ্যে গোটা পরিকল্পনাটির প্রাথমিক পর্যালোচনা হবে চিদম্বরমের সফরে।
বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিরাপত্তা ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেয়েছে দিল্লি। কৃষ্ণের সফরের সময়েও বিদেশমন্ত্রী দীপু মণি ঘোষণা করেছিলেন, বাংলাদেশের মাটিকে তাঁরা ভারত-বিরোধী সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেবেন না। বিদেশ মন্ত্রকের বক্তব্য, নতুন চুক্তিটির পরে দু’দেশের সীমান্ত আরও বেশি সুরক্ষিত হবে। দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বোঝাপড়াও বাড়বে। সীমান্তে অস্ত্র চোরাচালান, মাদকপাচার, মহিলা ও শিশু পাচারের মতো অপরাধ রুখতে এই চুক্তিটির প্রয়োজন ছিল বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দু’দেশের সীমান্তের মধ্যে ‘বিপজ্জনক জায়গাগুলি’ চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হবে চিদম্বরমের বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে, সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। ইতিমধ্যেই রবার বুলেটের ব্যবহার শুরু করা হয়েছে। দু’দিনের সফরে চিদম্বরম বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিররোধী দলনেত্রীর সঙ্গে বৈঠক করবেন।
|
লামডিং মিটারগেজ ফের চালুর দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
দক্ষিণ অসমে ব্রডগেজ প্রকল্প রূপায়ণের কাজে অত্যধিক বিলম্বে ক্ষুব্ধ বরাকবাসী। দেড় দশক ধরে কাজ চললেও লামডিং-শিলচর ব্রডগেজ লাইনের কাজ আজও শেষ হয়নি। লামডিংই মিটারগেজের শেষ প্রান্ত। দক্ষিণ অসম, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের মানুষজনকে এখন অনন্যোপায় হয়ে লামডিংয়েই মালপত্র নামিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গুয়াহাটির ট্রেন ধরতে। এই হয়রানির হাত থেকে বাঁচতে এখন দাবি উঠেছে, গুয়াহাটি-লামডিং ব্রডগেজ অংশে ফের মিটারগেজ লাইন বসানো হোক। ব্রডগেজ থেকে মিটারগেজএমন পিছনে হাঁটার দাবি কেন? যখন রেলকর্তাদের আশ্বাস, ২০১৩ সালের মধ্যেই লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। বরাক উপত্যকা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ দাবি কমিটির সভাপতি কিশোর ভট্টাচার্য বলেন, “দেড় দশকে যে কাজের ৬০ শতাংশও হয়নি, তার বাকিটা আড়াই বছরে শেষ হবে, এমন দাবি করাটাই ধাপ্পাবাজি।” তা হলে সমস্যার সমাধান হবে কী ভাবে? কিশোরবাবুর প্রস্তাব, লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ যেমন চলছে চলুক। সেই সঙ্গে লামডিং-গুয়াহাটি ব্রডগেজ অংশে পুনঃস্থাপন করা হোক মিটারগেজ লাইন। আর এই মিটারগেজ লাইন বসানো হোক ব্রডগেজের স্লিপারেই। কিশোরবাবুর যুক্তি, উত্তর-পূর্ব সীমান্ত রেল এখন নতুন করে মিটারগেজ লাইনের জন্য খরচ না করে বেশ কিছু জায়গাতেই ব্রডগেজ স্লিপারে মিটার গেজের ট্রেন চালাচ্ছে। লামডিং-গুয়াহাটি অংশেও তা করা হোক। তা হলে শিলচর বা আগরতলার ট্রেন লামডিংয়ে যাত্রা বিরতি না করেসোজা গুয়াহাটি যেতে পারবে। এর ফলে, এ অঞ্চলের অজস্র যাত্রী ব্রডগেজের সুবিধা থেকে আরও কিছুদিন বঞ্চিত থাকলেও বারবার ট্রেন বদল করে যাত্রার হয়রানি থেকে রেহাই পাবেন।
|
জমি বিতর্ক গেল পটনা হাইকোর্টে |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা জমি কেলেঙ্কারির অভিযোগ গড়াল পটনা হাইকোর্ট পর্যন্ত। আজ রাজ্যের প্রধান বিরোধী দল, রাষ্ট্রীয় জনতা দলের মুখপাত্র এবং প্রাক্তন বিধায়ক সতীশ পাসোয়ান এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে পটনা হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা দায়ের করেছেন। আবেদনে সতীশ পাসোয়ান হাইকোর্টের কাছে পুরো বিষয়টির সিবিআই তদন্তের দাবি জানিয়ে বলেছেন, ইতিমধ্যে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের মারফত যে সব জমি বণ্টিত হয়েছে তা অবিলম্বে বাতিল করা হোক। একই সঙ্গে শিল্পের জন্য জমি বণ্টন নিয়ে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনও নিয়ম নেই জানিয়ে ওই আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন আমলা এবং রাজনৈতিক নেতারা তাঁদের প্রভাব খাটিয়ে নিজেদের আত্মীয়-স্বজনদের নামে জলের দরে জমি নিয়েছেন। এ দিকে, আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী একযোগে লালুর বিরুদ্ধে পাল্টা-আক্রমণ শানিয়েছেন। লালু কাল জমি-সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। একই সঙ্গে, তিনি জানান, গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। এ প্রসঙ্গে আজ নীতীশ বলেন, “লালুজি কিছুতেই শুধরোবেন না। মানুষের কাছে না গিয়ে ওঁর আগে নিজেকেই প্রশ্ন করা উচিত, এত দিন ধরে উনি কী করেছেন?” আর সুশীল মোদীর দাবি, “লালুজি মুখ খুললেই আমাদের লাভ। কারণ তখনই ওঁর সময়কার জঙ্গলরাজের কথা বিহারের মানুষের মনে পড়ে যায়।”
|
বন্ধে জেরবার অসমের একাংশ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জোড়া বন্ধে অচল হল উজানি অসম ও বড়োল্যান্ড। এক সংবাদ সংস্থার কর্তা সম্প্রতি এক আহোম মেয়ের সম্পর্কে অশালীন মন্তব্য করায় তাঁর শাস্তি চেয়ে বন্ধ ডাকে ‘তাই আহোম ছাত্র সংগঠন’ ও ‘তাই আহোম যুব সংস্থা’। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, চেতনা উওমেন্স ইউনিয়ন, সম্মিলিত নারী অধিকার মঞ্চও বন্ধ সমর্থন করে। তাই আহোম বন্ধের জেরে তিনসুকিয়া, শিবসাগরের জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। বন্ধ থাকে স্কুল, কলেজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান। শিবসাগরে বন্ধের সমর্থনে মিছিল বের হয়। গোলাঘাট, যোরহাট, শিবসাগরে বন্ধ সমর্থকেরা রাস্তা বন্ধ করে দেন। ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি। লখিমপুর ও ডিব্রুগড় জেলাতেও বন্ধ মোটামুটি সর্বাত্মক। অন্যদিকে, বড়োল্যান্ডের দাবি ও এনডিএফবি সমস্যার দ্রুত সমাধান চেয়ে ২৪ ঘণ্টার বন্ধ ডেকেছে ইউপিডিএফ। এই বন্ধের ফলে আজ বড়োভূমিতেও সবকিছু অচল থাকে। আলোচনাপন্থী এনডিএফবিও আজকের বন্ধকে সমর্থন জানায়। ফলে বন্ধের প্রভাব প্রসারিত হয়। ৩১ নম্বর জাতীয় সড়ক প্রায় জনহীন ছিল। আগামী ১ অগস্ট থেকে বড়োল্যান্ডে ফের ৪৮ ঘণ্টার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে এনডিএফবি।
|
এ বার প্রধানমন্ত্রীকে জড়ালেন বেহুরাও |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার পর এ বার টু-জি কাণ্ডে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে জড়ালেন টেলিকম মন্ত্রকের প্রাক্তন সচিব সিদ্ধার্থ বেহুরাও। বৃহস্পতিবার বেহুরা দাবি করেন, কী পদ্ধতিতে স্পেকট্রাম বণ্টন হচ্ছে, তার পুরোটাই জানতেন প্রধানমন্ত্রী। সিবিআইয়ের বিশেষ বিচারক ও পি সাইনির এজলাসে হলফনামা দিয়ে তিনি জানিয়েছেন, ২০০৭-এর ২৬ ডিসেম্বর রাজা চিঠি লিখে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। বিষয়টিতে সায় ছিল প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জি ই বাহানবতীরও। জেলবন্দি বেহুরার কথায়, “আমলা হিসাবে আমি মন্ত্রী ও সলিসিটর জেনারেলের নির্দেশ পালন করেছি মাত্র। এমনকী প্রধানমন্ত্রীও বিষয়টি জানতেন। তাই এই মামলায় আমাকে দোষী সাব্যস্ত করা যায় না।” গত কালই রেহুরা অভিযোগ করেছিলেন, ২০০৭-এর ৪ ডিসেম্বর একটি বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও এবং তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের উপস্থিতিতে টু-জি’র লাইসেন্সের ফি চূড়ান্ত করা হয়। আর তিনি টেলিকম মন্ত্রকে যোগ দেন ২০০৮ সালে। তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু আজ বেহুরার এই অভিযোগ উড়িয়ে দিয়ে চিদম্বরমের পাশে দাঁড়ালেন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। বলেন, “আমি সমস্ত নথি খতিয়ে দেখেছি। সেখানে এই রকম কোনও বৈঠকের উল্লেখ নেই। এমনকী চিদম্বরম বা সুব্বারাও এমন কোনও বৈঠকের কথা মনে করতে পারছেন না।”
|
আদালতে মায়াবতীর গ্রামের চাষিরা |
সংবাদসংস্থা • লখনউ |
জমি অধিগ্রহণ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না মায়াবতী সরকারের। জমি অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে এ বার হাইকোর্টের দ্বারস্থ হলেন উত্তরপ্রদেশের বাদলপুর গ্রামের ৫০ জন কৃষক। বাদলপুর খোদ মুখ্যমন্ত্রী মায়াবতীর গ্রাম। কিছু দিন আগে সেখানকার ৩০০ হেক্টর জমি অধিগ্রহণ করে ‘গ্রেটার নয়ডা অথরিটি’। তার মধ্যে ২৩০ হেক্টর জমির অধিগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়ে ইলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন ওই ৫০ জন কৃষক। তাঁদের অভিযোগ, গোটা প্রক্রিয়ায় সরকারের পক্ষপাতিত্ব রয়েছে। কিছু কৃষকদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আর বাকিদের অপেক্ষাকৃত কম ক্ষতিপূরণ দিয়ে দায় সেরেছে রাজ্য সরকার। কৃষকদের আরও অভিযোগ, উন্নয়ন ও কারখানা তৈরির নামে ওই জমি নেওয়া হলেও এখনও পর্যন্ত সে রকম কোনও কাজই হয়নি সেখানে। উল্টে সেই জমি কিছু বেসরকারি নির্মাণসংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে হাইকোর্টে জানিয়েছেন কৃষকরা।
|
বালকৃষ্ণের আবেদন খারিজ সিবিআইয়ের |
সংবাদসংস্থা • দেরাদুন |
যোগগুরু রামদেব-সঙ্গী বালকৃষ্ণের আবেদন আজ খারিজ করে দিল সিবিআই। পাসপোর্টের জন্য জাল নথি দেওয়ার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ বালকৃষ্ণকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনি ফ্যাক্স বার্তা পাঠিয়ে সিবিআইয়ের কাছে ২০ দিন সময় চান। জানান, তিনি ব্রিটেনে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন। তাই এই মুহূর্তে পাসপোর্ট-সহ দরকারি কোনও কাগজপত্রই তাঁর কাছে নেই। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাম জেঠমালানির সঙ্গে আলোচনাও করছেন বলে বার্তায় জানান তিনি। যদিও আবেদন খারিজ করে তাঁকে কালই পাসপোর্ট ছাড়া সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, জালিয়াতি, ষড়যন্ত্র ও আইন ভাঙার অভিযোগে সিবিআই বালকৃষ্ণের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করে। আবার রামদেব আজই সাংবাদিক বৈঠক ডেকে বলেছেন, বালকৃষ্ণ হরিদ্বারে আশ্রমেই আছেন। তাঁর অনেক কাজ ও দায়িত্ব। তাই তিনি সিবিআইয়ের সামনে হাজির হতে পারছেন না।
|
অভিন্ন শিক্ষানীতি চালু করতে নির্দেশ |
সংবাদসংস্থা • চেন্নাই |
ক্ষমতায় আসার পরে মাদ্রাজ হাইকোর্টের রায়ে জয়ললিতা সরকার বড়সড় ধাক্কা খেল। প্রধান বিচারপতি এম ওয়াই ইকবাল ও বিচারপতি টি এস সিভগ্নানমের বেঞ্চ রাজ্যকে অবিলম্বে সব স্কুলে নতুন পাঠ্যপুস্তক বিলির আদেশ দেয়। সেই সঙ্গে জানানো হয়, প্রয়োজনে পাঠ্যপুস্তকের কিছু অধ্যায় বাতিল করা যেতে পারে। গত বছরই ডিএমকে সরকার অভিন্ন শিক্ষানীতি চালু করার সিদ্ধান্ত নেয়। ‘সমাচীর কলভি’ নামে এই শিক্ষানীতির চালু করতে ২০১১-১২ শিক্ষাবর্ষে ২০০ কোটি টাকার বই ছাপানো হয়েছিল।
|
বিশেষ মর্যাদার দাবিতে মামলা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি এ বার উঠল পটনা হাইকোর্টেও। আজ রাজ্যের সাংসদ, রাজীবরঞ্জন ওরফে ললন সিংহ একটি জনস্বার্থের মামলা দায়ের করে বিহারকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিতে পটনা হাইকোর্টে আবেদন করেছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের শাসক দল জেডিইউ বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে রাজ্য জুড়ে সই সংগ্রহ অভিযান চালানোর পরে তা দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে পৌঁছে দিয়েছেন। প্রাক্তন নীতীশ-ঘনিষ্ঠ ললন সিংহকে জেডিইউ ইতিমধ্যেই গত বিধানসভা ভোটে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করেছে।
|
ঘুষ নিতে গিয়ে বিহারে ধৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ঘুষ নিতে গিয়ে রাজ্য ভিজিল্যান্স দফতরের অফিসারদের হাতে ধরা পড়ে গেলেন রাজ্য সরকারের দু’জন অফিসার। ভিজিল্যান্স দফতরের এডিজি পি কে ঠাকুর আজ এ কথা জানিয়ে বলেন, এক জন অফিসার ধরা পড়েছেন পটনা থেকে। অন্য জন ধরা পড়েন পশ্চিম চম্পারণের নরকাটিয়াগঞ্জ থেকে। পুলিশ সূত্রে খবর, আজ পটনায় রাজস্ব বিভাগের কর্মী জগদীশ মিশ্র একটি জমির মিউটেশনের জন্য জনৈক রাজকিশোর প্রসাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্স বাহিনীর হাতে ধরা পড়ে। অন্য দিকে, নরকাটিয়াগঞ্জ পুরসভার কর্মী নন্দকিশোর মিশ্র পাঁচ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে। পি কে ঠাকুর জানিয়েছেন, ধৃত দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য পটনায়, ভিজিল্যান্সের সদর দফতরে নিয়ে আসা হয়েছে।
|
ঘুষ নিতে গিয়ে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গাড়ি কেনার জন্য ঋণ মঞ্জুর করার বিনিময়ে ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন শিলং স্টেট ব্যাঙ্কের ফিল্ড অফিসার প্রণব লাহুন। অভিযোগ দায়ের হয় সিবিআইয়ের কাছে। ফাঁদ পাতে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন প্রণববাবু ও দালাল স্মরজিৎ সিংহ। সিবিআইয়ের বিশেষ আদালত আজ তাঁদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে।
|
২ কর্মী অপহৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক নির্মাণ সংস্থার দুই কর্মীকে অপহরণ করল কার্বি জঙ্গিরা। গত রাতে গোলাঘাট-কার্বি সীমানার হাতিপথার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, দিফু থেকে নির্মাণ সংস্থার দুই কর্মী, হরি বর্মন ও মোণ্ডু বর্মনকে তুলে নিয়ে যায় সশস্ত্র জঙ্গিরা। ১৫ দিন আগে, এই এলাকায় সেতু তৈরির কাজ শুরু করেছিল সংস্থাটি। সম্প্রতি, পাশ্ববর্তী হাতিকুলি চা বাগান থেকে বগাই কর্মকার নামে এক শ্রমিককে অপহরণ করা নিয়ে গোটা এলাকা উত্তপ্ত হয়ে পড়েছিল।
|
তেল কাণ্ডের জেরে আতঙ্ক |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
কেরোসিন তেল কাণ্ডের জেরে বৃহস্পতিবারও আতঙ্ক কাটেনি অসমের ধুবুরিতে। এদিন নতুন করে অবশ্য কোনও বিস্ফোরণের ঘটনা প্রশাসনের কানে আসেনি। এদিন অসমের খাদ্য মন্ত্রী নজরুল ইসলাম ধুবুরিতে যান। জখমদের খোঁজখবর নেওয়া ছাড়াও মৃত ও আহতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সরবরাহ করা কেরোসিনে কোনও গোলমাল খুঁজে পায়নি বলেও দাবি করলেও জেলা পুলিশের পক্ষ থেকে কেরোসিন তেলের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার প্রদীপ শালৈ জানান, ফরেনসিক রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
|
মুন্ডার সমস্যা |
নিজস্ব সংবাদদাদাতা • রাঁচি |
হেলিকপ্টারে করে দুমকায়-রামপুরহাট রাস্তার কাজের শিলান্যাস করতে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার দরুণ সমস্যায় পড়েন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। তড়িঘড়ি হেলিকপ্টারটি ধানবাদে জরুরি অবতরণ করাতে হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশ্য মুন্ডা ওই হেলিকপ্টারেই দুমকায় পৌঁছন। পরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ‘গুরুজি’ শিবু সোরেনকে সঙ্গে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ওই রাস্তার শিলান্যাস করেন।
|
পাহান-ঘনিষ্ঠ মাওবাদী ধৃত |
সংবাদসংস্থা • খুন্তি (ঝাড়খণ্ড) |
মাওবাদী নেতা কুন্দন পাহানের ঘনিষ্ঠ সঙ্গী রূপা ওরফে সিলিসিয়াকে গ্রেফতার করল পুলিশ। খুন্তি জেলার কামান্তা বস্তি থেকে আজ তাঁকে ধরা হয় বলে পুলিশ জানিয়েছে। গত বছর রূপা গ্রেফতার হন, ছ’মাস জেলেও ছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর তিনি গা ঢাকা দেন। এসডিপিও অনিল শঙ্কর জানিয়েছেন, রূপা মাওবাদী নেতা প্রসাদজীর ‘ফায়ারিং স্কোয়াডের’ সক্রিয় সদস্য। কুন্দন পাহানেরও ঘনিষ্ঠ তিনি। এখন তাঁকে জেরা করে কুন্দনের খোঁজ পাওয়া যেতে পারে বলে পুলিশ মনে করছে। স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ফ্রান্সিস ইন্দওয়ারকে গলা কেটে খুনের ঘটনা বা জেডিইউ বিধায়ক রমেশ সিংহ মুণ্ডাকে খুনের ঘটনায় পাহানকে খুঁজছে পুলিশ। এই খুন্তি-সহ তিন-চারটি জেলা জুড়েই কুন্দন পাহানের দাপট।
|
পুরোপুরি সুস্থ, দাবি কলমডীর |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তাঁর স্মৃতিভ্রংশ হয়নি। আজ সংবাদমাধ্যমকে সে কথা জানিয়ে দিলেন সুরেশ কলমডী। আজ সকাল ৯টা নাগাদ দিল্লির এইমস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছিলেন কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে অভিযুক্ত কলমডী। সঙ্গে ছিলেন তিহার জেলের আধিকারিকরা। প্রায় চার ঘণ্টা সেখানে ছিলেন কংগ্রেসের এই সাংসদ। হাসপাতাল থেকে বেরিয়ে কলমডী বলেন, “আমি সুস্থ। আমার স্মৃতিভ্রংশ হয়নি। মস্তিষ্কও ঠিকঠাক কাজ করছে। আমি হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছি। সে বিষয়ে কিছু রুটিন পরীক্ষার জন্যই এখানে এসেছিলাম।” দুর্নীতির অভিযোগে গত মে মাস থেকে তিহার জেলে বন্দি রয়েছেন কলমডী। দিন কয়েক আগে অন্য একটি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানকার রিপোর্টে বলা হয়েছিল, কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির প্রাক্তন প্রধান স্নায়ুর অসুখে ভুগছেন। তাঁর স্মৃতি ঠিকঠাক কাজ করছে না। অনেক কথাই ভুলে যাচ্ছেন। তার পরই অনেকে বলতে শুরু করেন, গেমস দুর্নীতির তদন্তের মোড় ঘোরাতেই স্মৃতিভ্রংশের কথা বানিয়ে বলছেন কলমডী। সেই বিতর্কে জল ঢেলে আজ নিজেই নিজের শারীরিক সুস্থতার কথা জানিয়ে দিলেন তিনি। সংসদের আসন্ন বাদল অধিবেশনের সময় লোকসভায় হাজির থাকার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদনও জানাবেন কলমডী। এর আগে নিম্ন আদালতে তিনি একই আবেদন করেছিলেন।
|
সন্তানহীন দম্পতিরা দত্তক নিন, বলল আদালত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সন্তান না হওয়ার জন্য কোনও মহিলার দিকে আঙুল তোলা উচিত নয় বলে জানাল সুপ্রিম কোর্ট। একটি মামলার রায় দিতে গিয়ে আজ বিচারপতি এম কাটজু ও সি কে প্রসাদের বেঞ্চ বলেছে, সন্তান না থাকার জন্য কোনও ভাবেই কোনও মহিলাকে শারীরিক বা মানসিক হেনস্থা করা যাবে না।
শীর্ষ আদালতের মতে, সে ক্ষেত্রে সন্তান পেতে ইচ্ছুক দম্পতিরা যথাযথ চিকিৎসা করান। তাতেও ফল না হলে সন্তান দত্তক নেওয়াটাই শ্রেষ্ঠ উপায় বলে জানিয়েছেন বিচারপতিরা। কারণ তাঁদের কথায়, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সন্তান দত্তক নিয়েও দম্পতিরা সুখী জীবন কাটাতে পারেন। ১৯৮৯ সালে আত্মহত্যা করেছিলেন পঞ্জাবের সুদেশ। তাঁর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, সন্তান না হওয়ার জন্য সুদেশের উপর নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তাঁর স্বামী সুদর্শন কুমার। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নিম্ন আদালতে সুদর্শনের সাত বছরের জেল হয়। কিন্তু সুদর্শন চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করে। সেই মামলার প্রসঙ্গে রায় দিয়ে আজ সুপ্রিম কোর্ট সুদর্শনের শাস্তি বহাল রেখেছে। সেই সঙ্গে সন্তান না হলে দম্পতিদের দত্তক নেওয়ার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত।
|
ঠিকাদারের উপর হামলা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ধানবাদে ভরদুপুরে রেলের এক ঠিকাদারকে গুলি করে হত্যার চেষ্টা করল দুষ্কৃতীরা। আজ দুপুরে বিনোদনগরের মোড়ে ওই ঠিকাদারের গাড়ির পথ আটকে চার রাউন্ড গুলি চালানো হয়। পুলিশ জানায়, সঞ্জয় সিংহ নামে ওই ঠিকাদার এখন পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ধানবাদের এসপি রবিকান্ত ধন বলেন, “রেলের দরপত্র নিয়ে অন্য ঠিকাদারদের সঙ্গে রেষারেষির ফলেই এই হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, বিনোদনগদরে একটি নির্মীয়মান বহুতলে ঘাপটি মারা দুই দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়েছিল। বাঁকে গাড়ির গতি কমতেই তারা গুলি চালায়। দু’টি গুলি সঞ্জয়বাবুর হাতে লাগে।
|
জঙ্গি-জওয়ান লড়াই |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় জঙ্গিদের গুলির লড়াই চলল আসাম রাইফেলসের জওয়ানদের। ঘটনাটি ঘটেছে মণিপুরের উখরুলে। আসাম রাইফেল্স সূত্রে খবর, গত কাল নামবিসার কাছে পিএলএ জঙ্গিদের সশস্ত্র দল মায়ানমার থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। সীমান্ত প্রহরার দায়িত্বে থাকা আসাম রাইফেল্স-এর জওয়ানরা তাদের দেখে গুলি চালায়। জঙ্গিরাও গুলিতেই তার জবাব দেয়। গত দু’দিন থেকেই সীমান্ত পেরোবার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। তাই প্রহরা বাড়ানো হয়েছে। জওয়ানদের কয়েকজন গুলিতে জখম হয়েছে বলে প্রত্যক্ষদশীরা জানালেও তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই আসাম রাইফেল্স-এর তরফে জানানো হয়েছে।
|
হাসানের স্ত্রীকে জেরা |
সংবাদসংস্থা • মুম্বই |
কালো টাকা সংক্রান্ত মামলায় হাসান আলির স্ত্রী রিমা খানকে জেরা করল এনফোর্সমেন্ট ডাইরক্টরেট (ইডি)। মুম্বই হাইকোর্টের নির্দেশে এ দিন ইডি-র অফিসারদের সামনে হাজিরা দেন রিমা। তাঁকে জেরার পুরোটাই ভিডিওতে তুলে রাখা হয়েছে। আগামী মাসের ১, ৩ এবং ৫ তারিখে রিমাকে ইডি-র সামনে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। |
|