টুকরো খবর |
|
পঞ্চায়েত সদস্যেরা আটক পাণ্ডবেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
জল প্রকল্পের হিসাব চেয়ে তৃণমূলের নেতৃত্বে সিপিএমের গ্রাম প্রধান নিরঞ্জন রাহা ও উপভোক্তা কমিটির সভাপতি অমিয় মণ্ডল, কোষাধ্যক্ষ গুণময় মণ্ডল ও সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য সিপাহী রুইদাস-সহ ১০ জন পঞ্চায়েত কর্মীকে পঞ্চায়েত অফিসে আটকে রাখেন স্থানীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে খোট্টাডিহি গ্রামের শ্যামলা গ্রাম পঞ্চায়েত অফিসে। অমিয় মণ্ডল ও গুণময় মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের শ্যামলা আঞ্চলিক কমিটির সভাপতি বুধন রুইদাস জানান, বছর খানেক আগে ছত্তিশগন্ডা পানীয় জল সরবরাহ প্রকল্প চালু হয়। ১৮০০টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়। প্রথমে সংযোগ বাবদ হাজার টাকা করে নেওয়া হলেও পরে কিছু লোকের কাছ থেকে সংযোগের জন্য পাঁচশো টাকা করে নেওয়া হয়। তাঁরা প্রধানকে উপভোক্তা তালিকা ও টাকার হিসাব চান। আজ বিকেলে তাঁরা অফিসে তালা দিয়ে দেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পুলিশ এসে অটক কর্মীদের উদ্ধার করে। সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল কমিটির সম্পাদক গঙ্গা যাদব বলেন, “এ দিন জল প্রকল্প নিয়ে মিটিং হচ্ছিল। সেই সময়ে তৃণমূলের কিছু কর্মী অফিসে ঢুকে পড়ে। দলগত ভাবে আমরা ঠিক করেছি ” সিপিআই-এমএল নেতা সাধন দাস জানান, গুণময় মণ্ডলের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে দুর্নীতি হচ্ছে। গণেশ পাল হত্যার অন্যতম অভিযুক্ত তিনি।”
|
নকশালদের বন্ধ পালিত কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
নকশালদের ডাকা বন্ধে বৃহস্পতিবার কার্যত অচল হয়ে পড়ে কালনা শহর ও সংলগ্ন এলাকা। প্রতি বছর ২৮ জুলাই নকশালদের একটি সংগঠন চারু মজুমদারের মৃত্যু দিবস উপলক্ষে বন্ধের ডাক দেয়। এ দিন সকাল থেকেই শহরের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ। খোলেনি দোকানপাটও। মহকুমাশাসকের কার্যালয়, কালনা ১ ব্লক অফিস, কৃষি দফতর, মহকুমা আদালত-সহ বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে কর্মী না থাকায় কাজকর্ম হয়নি। কালনা বাসস্ট্যান্ড থেকে কোনও বাস ছাড়েনি। বেসরকারি বাস চলাচল না করায় শহরে আসতে বিপাকে পড়েন যাত্রীরা। যাতায়াতের জন্য ভরসা ছিল মোটরভ্যান। তবে ২৮ জুলাই, বন্ধের দিনটিকে এখন ভ্রমণের দিন হিসেবেই বেছে নিয়েছেন শহরের বাসিন্দাদের একাংশ। বুধবার সন্ধ্যা থেকেই দিঘা, পুরি, মুকুটমণিপুর-সহ বিভিন্ন জাগার উদ্দেশে রওনা দিয়েছে প্রায় শ’খানেক বাস, ম্যাটাডর। মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এ দিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
|
তিন ডিলারকে শোকজ নোটিস
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
চাষিদের কাছে নির্দিষ্ট দামের থেকে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার তিন ডিলারকে শো-কজ করলেন কাটোয়া মহকুমা কৃষি আধিকারিক অজয় ঘোষ। তিনি বলেন, “ওই তিন জন নির্দিষ্ট দামের থেকে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করছেন এবং ক্যাশম্যামোতে ক্রেতার সই থাকছে না বলে এঁদের শো-কজ করা হয়েছে।” মঙ্গলকোট থানা মার্কেটিং সোসাইটি, প্রচার মণ্ডল ও সরোজ লাহাকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা আচমকা মঙ্গলকোট গিয়ে দেখেন, রাসায়নিক সারের ডিলাররা বেশি দামে চাষিদের কাছে সার বিক্রি করছেন। এর পরেই তিনি মঙ্গলকোটের ব্লক কৃষি আধিকারিককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলাশাসক জানান, প্রতি বস্তা রাসায়নিক সারে ৩৫ থেকে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
|
জেল হেফাজতে আরশাদ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাড়িতে অস্ত্র ও বোমা রাখার অভিযোগে ধৃত কাটোয়া গাঙ্গুলিপাড়ার আরশাদ নবিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। তাঁকে কাটোয়া এসিজেএম বিচারক আগামী ১০ অগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গাঙ্গুলিডাঙার ওই বাড়িতে হানা দিয়ে ৮টি বোমা ও ১টি মাস্কেট উদ্ধার করে। এই ঘটনার জন্য আরশাদ নবি ও তাঁর দাদা শেখ মহম্মদ আবু সাদ্দিকিকে পুলিশ ধরে। স্থানীয় কদমপুকুর সিনিয়র মাদ্রাসার ইংরেজি শিক্ষকের জন্য রাস্তা অবরোধ, এমনকী থানায় বিক্ষোভও দেখায় পড়ুয়ারা। সামিল হয় রাজনীতিতে দুই যুযুধান দল সিপিএম ও তৃণমূল। এর পরে মুচলেকা নিয়ে বামপন্থী শিক্ষক নেতাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গ্রেফতার হন তাঁর ভাই আরশাদ নবি।
|
রেশন নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গণবণ্টন কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। বৃহস্পতিবার খাদ্য দফতরের আধিকারিক ও বিধায়কদের সঙ্গে রেশন নিয়ে বৈঠক করেন তিনি। জেলাশাসক জানান, ১ লক্ষ ১৪ হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে। ৯১টি রেশন ডিলারের দোকানে অভিযান চালানো হয়েছে। ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে। ডিস্ট্রিবিউটরদের নিয়মিত রেশনের জিনিসপত্র সরবরাহ করার নির্দেশ দিয়েছেন তিনি।
|
যুবকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি কর্মকার (২৫)। বাড়ি মেমারি থানার বাগিলা গ্রামে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বুধবার সকালে কীটনাশক জাতীয় কিছু পান করেন তিনি। এ দিন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
সূর্যবলয় |
|
বৃহস্পতিবার দুর্গাপুরে বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
বর্ষায় কখনও সখনও দেখা যায় এই দৃশ্য সূর্য ঘিরে বলয়ের মতো রামধনু। কলকাতার পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান, অনেক সময়ে মেঘ কেটে যাওয়ার পরে বরফের ষড়ভুজাকৃতি সূক্ষ্ম কেলাস ভাসে। তাতে প্রতিসরণের ফলে সূর্যালোক সাত রঙে ভেঙে হয় এই বলয়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে বৈদ্যডাঙা বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর এক ছাত্রীর। বুধবার মেমারির বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম মিতা সরকার (১০)। আহত মিতাকে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তাকে কলকাতার এসএসকেএমে পাঠানোর সময় পথেই মৃত্যু হয় তার। |
|