|
|
|
|
টাকা ‘নয়ছয়’, প্রধান-সহ অভিযুক্ত ১১ |
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
১০০ দিনের কাজে পুকুর সংস্কারের নামে সরকারি টাকা নয়ছয় হচ্ছে, এমনই অভিযোগ উঠল মঙ্গলকোটের সিপিএম পরিচালিত ঝিলু ২ পঞ্চায়েত প্রধান-সহ ১১ জনের বিরুদ্ধে। বুধবার মঙ্গলকোটের বিডিও মনিরুদ্দিন ফারুকি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলকোট ব্লক ও থানা সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে ঝিলু ২ পঞ্চায়েতের পূর্ব নওয়াপাড়া গ্রামে বামুনপুকুর সংস্কার করা হয়। পুকুর সংস্কারের জন্য মজুরি বাবদ শ্রমিকদের ৪ লক্ষ ৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু কিছুদিন পরেই গ্রামবাসীরা কাটোয়ার মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগে জানান, ওই পুকুর সংস্কারের টাকা নয়ছয় হয়েছে। মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম মঙ্গলকোটের বিডিও-কে বিষয়টির তদন্তের নির্দেশ দেন।
গত ১৮ জুন মঙ্গলকোট ব্লকের এক বাস্তুকারের নেতৃত্বে পুরো বিষয়টি তদন্ত করে বিডিও-র কাছে জমা দেওয়া হয়। সেই রির্পোট অনুযায়ী, ৪ লক্ষ ৫ হাজার টাকা নয়, খুব বেশি হলে ৬৬,৫০০ টাকা খরচ হয়েছে। ওই রির্পোট পাওয়ার পরে মঙ্গলকোটের বিডিও থানায় জানান, ৩ লক্ষ ৩৯ হাজার টাকা নয়ছয় হয়েছে। তিনি ওই পঞ্চায়েতের প্রধান হাসিবুর রহমান ও পুকুর সংস্কারের কাজে যুক্ত ১০ জন সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মঙ্গলকোটের বিডিও বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে ও তদন্তের রির্পোট অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে।” মঙ্গলকোটের ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিপিএমের ভাগীরথী অজয় জোনাল কমিটির সম্পাদক দুর্যোধন সর বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।” |
|
|
|
|
|