টুকরো খবর
বাস বন্ধ হতে পারে ৫৬ রুটে
তেলের খরচ না ওঠায় ৫৬ রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বুধবার সংস্থার সদর দফতর পরিবহণ ভবনে সংস্থার বিভিন্ন রুটের বাস পরিষেবার আয় ব্যায়ের হিসাব খতিয়ে দেখতে বৈঠকে বসেন চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ইঞ্জিনিয়র, বিভাগীয় ম্যানেজাররা। ম্যানেজিং ডিরেক্টর ডনবসকো লেপচা বলেন, “মোট ৫৬ টি রুট লাভজনক নয় বলে চিহ্নিত করা হয়েছে। আগে ওই সমস্ত রুটে আগে কেমন আয় হত তা খতিয়ে দেখে রুটগুলি লাভজনক করার চেষ্টা হবে। তাতে সুফল না মিললে পরবর্তীতে রুটগুলিতে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ভাবতে হবে। বেশি দিন ক্ষতির বহর বাড়ানো যাবে না।” পাশাপাশি পুজোর আগে বিভিন্ন ডিপোয় থাকা দুই শতাধিক বাস মেরামত করে রাস্তায় নামানো হবে বলে তাঁরা জানিয়েছেন। তাতে আয় বাড়বে বলে কর্তৃপক্ষ আশাবাদী। কোচবিহার-কলকাতা রকেট বাস, কোচবিহার-মধুপুর রুটে দূরপাল্লা এবং স্বল্প দূরত্বের মোট ৫৬টি রুটে গত দু মাসের তেল খরচই ওঠেনি বলে বৈঠকে রিপোর্ট দেন ম্যানেজিং ডিরেক্টর। তা ছাড়া ৩৫ টি বাসের পরিষেবায় শুধু তেল খরচ উঠছে। ২০৮ ট বাস চালানোর ক্ষেত্রে চালক এবং তেলের খরচ উঠছে। তবে ৪৬ টি বাস পরিষেবা থেকে সংস্থা আর্থিক লাভবানও হচ্ছে।

অনশন ১১ দিনে
আলাদা রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে তৎপর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। দিল্লির যন্তরমন্তরের সামনে অনশন আন্দোলনে সামিল হয়েছেন জিসিপিএ নেতৃত্ব। বুধবার দিল্লি থেকে ফোনে জিসিপিএ সভাপতি নির্মল রায় বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খুলবে।” কোচবিহারের ভারত ভুক্তির চুক্তির সঠিক রূপায়ণ, কোচবিহারকে ‘গ’ শ্রেণির রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংগঠনের মাধ্যমে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার দাবিতে দিল্লির যন্তরমন্তরের সমানে এবং কোচবিহার রাজবাড়ি লাগোয়া চত্বরে অনশন করছে জেসিিপে নেতা সমর্থকেরা। বুধবার তা ১০ দিনে পড়ল। কোচবিহারের জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “সমস্যা মেটানোর বিষয়ে অগ্রগতি হয়নি।”

ট্রাক চালকের মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক পুলিশ ভ্যানের পেছনে ধাক্কা মারায় চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩ কনস্টেবল। বুধবার সকালে ঘটনাটি ঘটে করণদিঘি থানা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। জখমদের আশঙ্কাজনক অবস্থায় করণদিঘি ও রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন সকালে টহলদারির সময় পুলিশ ভ্যানটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় শিলিগুড়িগামী একটি ট্রাক পেছন থেকে পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে। দুটি গাড়ির ধাক্কায় রাস্তার ধারের দুটি হোটেল ও একটি মোবাইলের দোকান ভেঙ্গে যায়। রায়গঞ্জ জেলা হাসপাতালে ট্রাকের চালকের মৃত্যু হয়।

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব
পঞ্চায়েত প্রধান নির্বাচনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। বুধবার তুফানগঞ্জ ১ ব্লকে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে প্রধান পদের জন্য ওই দলের দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। দশ ভোটে নির্বাচিত হন গেবিন্দ বর্মন। গোবিন্দবাবু প্রতিপক্ষ দীনানন্দ বর্মন ৭টি ভোট পেয়েছেন। তৃণমূলের তুফানগঞ্জ-১ ব্লক সভাপতি ফজলে করিম মিয়াঁ বলেন, “দলের ‘সরকারি’ প্রার্থী নির্বাচিত হয়েছেন। দলের নির্দেশ অমান্য করে যারা ভোটে অংশগ্রহণ করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” ১৮ সদস্যের ওই পঞ্চায়েতে সিপিএম ১১টি আসনে এবং তৃণমূল ৭টি আসনে জয়লাভ করে। প্রধান হন সিপিএমের সুমিত্রা বর্মন। সম্প্রতি তিনি পদত্যাগ করেন। বুধবার নতুন প্রধান নির্বাচনে সুমিত্রা দেবী অংশ নেননি। তৃণমূলের দাবি, বিধানসভা ভোটের পরে সিপিএমের ৫ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত তাঁদের দখলে এল। সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, “কয়েকজনকে ভোটে অংশ নিতে বাধ্য করেছে তৃণমূল।”

ধৃত ৩
অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার মলেন সীমান্তে।, ধৃতদের নাম, হেমন্ত রায়, বুধুূ সোরেন ও রমেন চন্দ্র রায়। তাঁদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বোস্টমপুরে। এদিন ওই তিন যুবক বেআইনি ভাবে সীমান্তের কাটাতার টপকে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়ে বলে অভিযোগ। পফাঁড়ি লাগোয়া ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের গোয়ালপোখরে। মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির হাসকুন্ডা গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে। ২০-২২ জনের দল ব্যবসায়ী মহম্মদ নইমুদ্দিনের বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে সোনার গহনা ও টাকা নিয়ে পালায়।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.