গ্রামবাসীরাই চাঁদা তুলে খরচ মেটাচ্ছেন স্থানীয় ফুটবল দলের
রিবর্তন-প্রত্যাবর্তন নিয়ে তর্ক উধাও। পাড়ার চায়ের দোকান কি গ্রামের মাচা, সর্বত্র একটাই বিষয় নিয়ে চর্চা চলছে।
ডোমকল মহকুমা লিগে জমে উঠেছে সুপার সিক্সের খেলা। তা দেখতে ডোমকলের মাঠগুলিতে বেলা গড়াতেই ভিড় জমাচ্ছে ফুটবল পাগল দর্শক। আর মাঠে পৌছেই শুরু হিসেব কষা। কোন দল কত পয়েন্ট পেয়ে লিগ তালিকায় কোন জায়গায় আছে। কার কত পয়েন্ট দরকার। চুলচেরা হিসেব চলছে আগের খেলাগুলি নিয়ে। সব মিলিয়ে ডোমকলের বাসিন্দারা এখন একটা বিষয় নিয়ে চিন্তিত, সুপার সিক্স থেকে কোন দল উঠবে। এ বার লড়াই সেয়ানে সেয়ানে। মূল পর্বের খেলায় দলগুলি প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। ডোমকল শহরের দলগুলিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গ্রামের সাহাদেয়াড়, অম্বরপুর ও কাতলামারি ফুটবল দল। নদিয়া, বর্ধমান, বীরভূমের খেলোয়াড়দের নিয়ে দল তৈরি করেও ডোমকল মহমেডান ও সেবা সংঘ রানার্সের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে।
ডোমকল ফুটবল লিগ। ছবি: বিশ্বজিৎ রাউত।
ডোমকলের সাহাদেয়াড় গ্রাম যেমন এখন মেতে আছে ফুটবল নিয়ে। গ্রামবাসীরাই প্রতি বাড়ি থেকে চাঁদা তুলে খেলার খরচ মেটাচ্ছেন। গ্রামের মাঠে অনুশীলনের সময় হাজির থাকছেন মোড়ল, মাতব্বরেরা। সাহাদেয়াড় দলের ম্যানেজার মওলা বক্স বলেন, “ফুটবল নিয়ে গ্রামের মানুষের আবেগ সামাল দেওয়া মুস্কিল। মঙ্গলবারের খেলায় দল হেরে যাওয়ায় গ্রামের মানুষ বেশ চিন্তিত। গোটা গ্রামের একটাই কথা, যে ভাবেই হোক এ বার চ্যাম্পিয়ন হতে হবে। আমাদের ছেলেরাও ভাল খেলছে। দু’টো খেলা বাকি আছে। দেখা যাক কি হয়।” একই ভাবে জিততে মরিয়া রানিনগরের কাতলামারি ফুটবল দল। দু’বেলা অনুশীলন চলছে। অনুশীলনে হাজির গ্রামের প্রাক্তন খেলোয়াড়েরাও। দলের কর্মকর্তা হানিফ শেখ বলেন, “৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নের দৌড়ে আছি। গ্রামের মানুষ এখন খেলা নিয়ে বেশ ভাবছেন। অনুশীলনে খেলোয়াড়দের টিফিন থেকে ডোমকলে যাওয়ার খরচ যোগাচ্ছেন তাঁরাই। দলও ভাল খেলছে। দু’টো খেলা বাকি। আশা করি, আমরাই চ্যাম্পিয়ন হব।”
প্রথম দিকে কিছুটা পিছিয়ে থাকলেও খেলায় ফিরেছে ডোমকল মহমেডান। প্রথম বারের লিগ চ্যাম্পিয়ন এ বার বহু টাকা খরচ করে দল তৈরি করেছে। ক্লাবের সম্পাদক সুরজ সামিন বলেন, “সুপার সিক্সের খেলা প্রথম দিকে খারাপ হলেও এখন আমাদের দল সুপার ফর্মে। এ বারও আমরাই চ্যাম্পিয়ন হব।” প্রতি বছর ভাল খেললেও এ পর্যন্ত মূল পর্বে যেতে পারেনি মানিকনগর। এ বছর গ্রামের জুনিয়র ছেলেদের নিয়ে দল গড়ে সফল তারা। ৬ পয়েন্ট পেয়ে তারাও চ্যাম্পিয়নের দৌড়ে। তবে প্রথম পর্বে ভাল খেললেও সুপার সিক্সে দু’টো খেলায় হেরেছিল ডোমকল সেবা সংঘ। বুধবার কুশাবেড়িয়া মাঠে মহমেডান ক্লাবের কাছে ১-০ গোলে হেরে লিগ থেকে ছিটকে গিয়েছে সেবা সংঘ। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ধীমান দাস বলেন, “খেলা দেখার পাশাপাশি দর্শকেরা এ বার পয়েন্ট নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত। কারণ প্রত্যেকটা দল ভাল খেলেছে। ফলে একটু এ দিক-ও দিক হলেই যে কোনও দল ছিটকে যেতে পারে। আর সে জন্যই গ্রামবাসীর মধ্যে চরম উন্মাদনা।”
Previous Story Murshidabad Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.