উত্তর ভারতে ‘খাপ’-মুক্তি আটকাতে এককাট্টা খাপ
মসাময়িক ঘটনা এবং বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরির যে ধারায় বলিউড হাঁটছে, তাতে এ বার ঢুকে পড়ল খাপ পঞ্চায়েত। কাল, শুক্রবার মুক্তি পাচ্ছে এই ছবি। নাম, খাপ দ্য স্টোরি অফ অনার কিলিং। এবং যথারীতি খাপ পঞ্চায়েতগুলো এই ছবিটির উপরেও নিষেধাজ্ঞা জারি করতে চাইছে।
উত্তর ভারতের খাপ পঞ্চায়েত বেশ কিছু দিন ধরেই খবরের শিরোনামে থাকছে মূলত ‘অনার কিলিং’ বা মর্যাদার খাতিরে হত্যার জন্য। ভিন্ন জাতের মধ্যে ভালবাসা বা বিয়ের ব্যাপারে খাপ পঞ্চায়েত একের পর এক ফতোয়া জারি করেছে। এবং তারই সুবাদে খুন হয়ে গিয়েছে যুবক-যুবতীরা। পরিবারই নিজের মানমর্যাদা রক্ষার ধুয়ো তুলে হত্যা করেছে সন্তানকে, সন্তানের প্রেমিক বা প্রেমিকাকে।
জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘অস্তিত্ব’-এর পরিচালক অজয় সিংহ এই ঘটনাপ্রবাহকেই বেছে নিয়েছেন তাঁর ছবির বিষয় হিসেবে।
খাপ পঞ্চায়েতগুলো অবশ্যই খুশি নয়। উত্তর ভারতে অজয়ের ছবি আদৌ মুক্তি পাবে কি না, তা নিয়েই সংশয় রয়েছে। ছবির পরিবেশক-প্রদর্শকরাও সাবধানে চলতে চাইছেন। উত্তর ভারতের এক পরিবেশক বলেই ফেললেন, “হিন্দি বলয়ে খাপের প্রতিপত্তি বিরাট। বিশেষ করে হরিয়ানার বেশ কিছু অংশে এই ছবি মুক্তি পাওয়া কঠিন হবে।” পরিস্থিতির জটিলতা সম্পর্কে ওয়াকিবহাল পরিচালকও। তিনি বললেন, “খাপ পঞ্চায়েতের তরফে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠছে বটে। কিন্তু আমি তাঁদের বলব, ধৈর্য ধরে ছবিটা দেখুন। তার পর প্রতিক্রিয়া জানান। ছবিটা না দেখেই নিষেধাজ্ঞা কেন?” বস্তুত ভুল বোঝাবুঝি দূর করতে হরিয়ানার একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও দেখা করেছিলেন তাঁরা। প্রস্তাব দিয়েছিলেন, সকলে যেন ছবিটা দেখেন। কিন্তু অজয় জানাচ্ছেন, তাঁর ডাকে বিশেষ সাড়া মেলেনি। তাঁর কথায়, “কেউই রাজি হননি ছবিটা দেখতে। আমার ধারণা, ভোটব্যাঙ্ক নষ্ট হওয়ার ভয়েই ওঁরা পিছিয়ে গেলেন।”
খাপ পঞ্চায়েতরা নিজেরা কী বলছে? হরিয়ানার মেহম চৌবিশি পঞ্চায়েত বা দাহিয়া খাপের মতো প্রভাবশালী খাপ পঞ্চায়েতগুলো এই ছবি প্রদর্শনের বিরুদ্ধে। তাদের বক্তব্য, খাপ পঞ্চায়েত নিয়ে মানুষের মনে এমনিতেই অনেক ভুল ধারণা আছে। এই ছবি দেখলে সেগুলো আরও বাড়বে। মেহম চৌবিশি-র রণধীর সিংহ সরাসরি বলছেন, “খাপ নিয়ে প্রচুর ভুল ধারণা আছে। আপনাদের বুঝতে হবে, আমরা কোনও হত্যার নির্দেশ দিইনি কখনও। খাপ সদস্যদের মৌলবাদী হিসেবে দেখানোটা কোনও মতেই মেনে নেওয়া যায় না।” অথচ পরিচালক অজয় কিন্তু বলছেন, “আমার ছবিতে খাপ পঞ্চায়েতের ভাল-মন্দ দু’দিকের কথাই আছে।” ঘটনা হল, খাপ পঞ্চায়েতগুলোর কোনও সাংবিধানিক ভিত্তি না থাকলেও তাদের সামাজিক প্রভাব বিস্তর। মূলত জাঠ সম্প্রদায়ের প্রবীণদের নিয়ে গঠিত এই পঞ্চায়েতগুলো হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে সক্রিয়।
ওম পুরী, গোবিন্দ নামদেও, মনীশ বহেল, অনুরাধা পটেলের মতো শিল্পীরা অভিনয় করেছেন ‘খাপ’-এ। সরপঞ্চের ভূমিকায় রয়েছেন ওম পুরী। উত্তর ভারতে ছবিটির মুক্তি নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তাতে যথেষ্ট ক্ষুব্ধ তিনি। বললেন, “আমি মনে করি এ রকম ছবি আরও বেশি তৈরি হওয়া উচিত। কোনও কিছুর উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়াটা কোনও কাজের কথা নয়। অনার কিলিংয়ের মতো বিষয় নিয়ে সচেতনতা তৈরি করা খুব দরকার। সেই কারণেই ছবিটা করা।”
Previous Story Desh Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.