টুকরো খবর
হোম পরিদর্শনে মন্ত্রী
শহরের ব্লাইন্ড অ্যাকাডেমি-সহ কয়েকটি হোমের পরিচালনার ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতির অভিযোগ পেয়ে নারী-শিশু কল্যান তথা সমাজকল্যান মন্ত্রী সাবিত্রী মিত্র বুধবার সেখানে যান। এই হোমগুলির আবাসিকদের সঙ্গেও তিনি কথা বলেন। মন্ত্রী এ দিন পথ শিশুরা কেন ব্লাইন্ড অ্যাকাডেমিতে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘পথশিশুদের জন্য আলাদা পরিকাঠামো তৈরি করতে হবে।” ২৬ জুলাই এই ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রেরা জেলাশাসকের সঙ্গে দেখা করে জানায়, তারা চার দিন ধরে অনাহারে রয়েছে। স্কুলের রাঁধুনি মারপিট করে পালিয়ে গিয়েছে। লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে। জেলাশাসক এ দিন বলেন, “ওই আবাসিক স্কুলের ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহারের অভিযোগ জনশিক্ষা দফতরের তদন্তে প্রমাণিত হয়েছে। এই স্কুলের দায়িত্ব জেলা জনশিক্ষা দফতরের হাতে। তবু আমরা ওই দফতরের আধিকারিক-সহ মোট চার জনকে নিয়ে একটি তদন্ত কমিটি তৈরি করে আবাসিকদের অভিযোগগুলি খতিয়ে দেখছি।”

সম্পত্তি মিলছে না, অনশন
নিজেদের সম্পত্তির দখল মিলছে না, এই অভিযোগে বুধবার ব্লক অফিসে অনশনে সকাল ১০টা বসেন একই পরিবারের ২০ জন সদস্য। বেগপুর পঞ্চায়েতের বেশবাটি গ্রামের এই পরিবারের সদস্যদের অভিযোগ, সৈয়দ বক্স মণ্ডলের নামে বেশবাটি ও সাহাপুর মৌজায় ২৩ একর জমি ছিল। ১৯৯৬ সালে এলাকার কিছু মানুষ জোর করে ১৭ একর জমি দখল করে নেন। নিম্ন আদালতে মামলা করা হলে আদালতের নির্দেশে ২০০১-এ কালনা থানার পুলিশ ওই পরিবারটিকে ১৩ একর জমি ফিরিয়ে দিলেও এখনও বাকি চার একরের দখল পাননি তাঁরা। কালনা ১ ব্লকের বিডিও অলিভিয়া রায়ের আশ্বাসে দুপুর ২টো নাগাদ ওই পরিবারের সদস্যরা অনশন তুলে নেন।

সহ-সভাপতি নির্বাচন ২৯ জুলাই
পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচন হবে ২৯ জুলাই। সম্প্রতি ওই পঞ্চায়েত সমিতির তৃণমূল ও কংগ্রেসের সদস্যেরা বিজেপি থেকে নির্বাচিত সহ সভাপতি কার্তিক মাহাতোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। আস্থা ভোটে হেরে যান কার্তিকবাবু। উল্লেখ্য, এই সভায় সিপিএম থেকে নির্বাচিত তিন সদস্য সে দিন কার্তিকবাবুর বিরুদ্ধে ভোট দেন। এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের পাঁচুগোপাল ঘোষ ওই তিন সদস্যের বিরুদ্ধে দলবিরোধী কাজকর্মের অভিযোগ আনেন। কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হয়নি। ২৯ জুলাই পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতিতে সহ সভাপতি নির্বাচন হবে।”

হুকিং করায় ধৃত
হুকিং করে নদী সেচ প্রকল্প চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। বুধবার মন্তেশ্বরের মুরুলিয়া গ্রাম থেকে বাসুদেব গোস্বামী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই নদী সেচ প্রকল্পের পাম্প অপারেটর পদে কাজ করতেন। দীর্ঘ দিন ধরেই হুকিং করে ওই প্রকল্পের জল চাষের কাজে ব্যবহার করা হচ্ছে খবর পেয়ে এ দিন জেলা ভিজিল্যান্স দফতর ও মেমারির সাতগাছিয়া বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা অভিযান চালান। ভিজিল্যান্সের এক আধিকারিক গোপাল মণ্ডলের কথায়, “বেশ কিছু দিন ধরেই আমরা এই প্রকল্পটির উপরে নজর রেখেছিলাম।”

রেশন নিয়ে বৈঠক
রেশন বিষয়ক মহকুমা কমিটির বৈঠক হল মহকুমাশাসকের কার্যালয়ে। মঙ্গলবার বিকেলে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন, পাঁচ ব্লকের বিডিও, মহকুমাশাসক সুমিতা বাগচি-সহ বেশ কিছু আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, রেশন বিষয়ক দুর্নীতি রুখতে ব্লকগুলিতে আচমকা অভিযান চালানো হবে। রেজিস্টার খতিয়ে দেখে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হবে। দোকানগুলিতে তালিকা ঠিকঠাক টাঙানো হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হবে।
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.