সংস্কৃতি যেখানে যেমন
|
সুর ও পঞ্চম-এর অনুষ্ঠান উত্তরপাড়ায় |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
হরেক রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল উত্তরপাড়ার সঙ্গীত এবং নৃত্য বিষয়ক সংস্থা ‘সুর ও পঞ্চম’-এর পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক মিলনোৎসব। গত ১৬ এবং ১৭ জুলাই উত্তরপাড়া গণভবনে ওই অনুষ্ঠান হয়। ‘অনুভবে রামায়ণ’ নামে সংগঠনের প্রথম সিডি প্রকাশিত হয় গায়িকা হৈমন্তী শুক্লর হাত ধরে। সংগঠকরা জানান, বাংলা কথ্য ভাষায় সিডি’টির বিষয়বস্তু রচনা করেছেন সুমঙ্গল চট্টোপাধ্যায়। সুর দেন প্রয়াত অমর রায়। অনুষ্ঠানে হৈমন্তী শুক্ল ছাড়াও উপস্থিত ছিলেন গায়ক স্বপন বসু, সনৎ সিংহ, উত্তরপাড়ার আইসি অসিত সাউ, পুরপ্রধান অদিতি কুণ্ডু প্রমুখ। হৈমন্তী শুক্ল এবং স্বপন বসুর গান শ্রোতাদের মাতিয়ে দেয়। দ্বিতীয় দিন ছিল মূলত শিশুশিল্পীদের অনুষ্ঠান। অবশ্য তাদের বাবা-মায়েরাও সঙ্গীত পরিবেশন করেন।
|
বাগনানে উত্তম স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
|
--নিজস্ব চিত্র। |
রবিবার হাওড়ার বাগনানের খালোড়ে উত্তমকুমারের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করল উত্তমকুমার স্মৃতিরক্ষা কমিটি। উত্তমকুমারকে নিয়ে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাগনানের সেরা দুই ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনাসভায় বক্তৃতা করেন আমতা এবং বাগনানের দুই বিধায়ক অসিত মিত্র এবং রাজা সেন। এ ছাড়াও হাজির ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। অসিতবাবু বলেন, “উত্তমকুমারের নামে একটি অ্যাকাডেমি করার জন্য আমি বিধানসভায় প্রস্তাব তুলব।”
|
কোন্নগরের ‘জনক’ শিবচন্দ্রের জন্মবার্ষিকী |
নিজস্ব সংবাদদাতা • কোন্নগর |
কোন্নগরের ‘জনক’ নামে ভূষিত শিবচন্দ্র দেবের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল গত ২০ জুলাই। কোন্নগর রবীন্দ্র ভবনে শিবচন্দ্র দ্বিশতবর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে ওই অনুষ্ঠানে শিবচন্দ্রের উপর একটি ‘উনিশ শতকের বাংলা’ নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়। বইটির উদ্বোধন করেন শ্রীরামপুর কলেজের প্রাক্তন শিক্ষক তথা একটি বাংলা অভিধানের অন্যতম প্রণেতা রবি চক্রবর্তী। এ ছাড়াও শিবচন্দ্রকে নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। কমিটির তরফে জানানো হয়েছে, ১৮৫২ সালে শিবচন্দ্র কোন্নগর হিতৈষিণী সভা প্রতিষ্ঠা করেছিলেন। এর পরে কোন্নগর উচ্চ বিদ্যালয়, হিন্দু বালিকা বিদ্যালয়, সাধারণ পাঠাগার এবং ব্রাহ্মসমাজও তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছিল। কোন্নগরে ডাকঘর এবং রেল স্টেশন স্থাপনও তাঁর উদ্যোগেই সম্ভব হয়েছিল। কোন্নগরে একটি প্রাথমিক বিদ্যালয় এবং দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাতেও তাঁর অবদান অনস্বীকার্য। কমিটির যুগ্ম সম্পাদক সুভাষচন্দ্র গুহ জানান, ২০১০ সালের ২০ জুলাই শিবচন্দ্রের দ্বিশতবর্ষ পালন উৎসব শুরু হয়েছিল। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা পালিত হয়।
|
‘সিম্ফনি’র অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
পিয়ানো এবং সিন্থেসাইজার শিক্ষণ কেন্দ্র ‘সিম্ফনি’-র পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল উত্তরপাড়া গণভবনে। সিন্থেসাইজারে মূলত রবীন্দ্রসঙ্গীত, পুরনো হিন্দি ছবির গান, বাংলা আধুনিক গানের সুর বাজানো হয়। এ ছাড়াও সিন্থেসাইজারে পরিবেশিত হয় পাশ্চাত্য সঙ্গীতের সুরও। প্রায় ত্রিশটি গানের সুর বাজানো হয়। পাশাপাশি, পরিবেশিত হয় গান।
|
|
হাওড়ার বাউড়িয়ায় পূর্ব বুড়িখালিতে অরণ্য সপ্তাহ উপলক্ষে রবিবার এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে
বিনামূল্যে বাসিন্দাদের মধ্যে ৫০০ বিভিন্ন গাছের চারা বিলি করা হয়।--নিজস্ব চিত্র।
|
কোথায় কী |
বিএসসি (জেনারেল) কোর্সের জন্য বাংলা ভাষায় প্রাণিবিদ্যার বইয়ের উদ্বোধন। ২৫ জুলাই বিকেল ৫টায় শ্রীরামপুর টাউন হলে। বইটির নাম ‘স্নাতক প্রাণিবিদ্যা’।
|
স্কুলের নতুন ভবন দেগঙ্গায় |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
--নিজস্ব চিত্র। |
দেগঙ্গার চাকলা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল রবিবার। এ দিন সকালে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা মণ্ডল এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন দেগঙ্গার বিডিও অমিয় কুমার দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ইসমাইল মল্লিক, স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান সবিতা বালা, প্রধান শিক্ষক আবদুল হাকিম প্রমুখ। স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে একটি টিনের চালার বাড়িতে স্কুলের সূচনা হয়েছিল। পরে স্কুলভবন তৈরির জন্য আবদুল হামিদ নামে স্থানীয় এক বাসিন্দা ১০ কাঠা জমি দান করেন। দেগঙ্গা পঞ্চায়েত সমিতি এবং দু’টি স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় ওই জমিতে স্কুলের নতুন ভবন তৈরি হয়েছে।
|
স্কুলের অরণ্য সপ্তাহ পালন |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যে দিয়ে বৃক্ষ রোপণ করে অরণ্য সপ্তাহ পালন করল বসিরহাট মহকুমার বাদুড়িয়া ঈশ্বরীগাছা প্রাথমিক স্কুল। সহযোগিতায় ছিল স্থানীয় একটি ক্লাবও। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল পরিদর্শক মিহির কুমার মণ্ডল। উপস্তিত ছিলেন বাদুড়িয়ার বিডিও দেবব্রত বিশ্বাস, প্রধান শিক্ষক প্রমুখ।
|
কল্যাণীতে অরণ্য সপ্তাহের নিয়ে |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
রাজ্যের বন দফতরের উদ্যোগে কল্যাণীতে অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী হিতেন বর্মন, যুব কল্যাণ দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাংসদ সুচারুরঞ্জন হালদার, বিধায়ক রমেন বিশ্বাস, কল্যাণীর পুরপ্রধান প্রদীপ কুমার প্রমুখ।
|
‘কোথায় কী’ বিভাগে প্রকাশের জন্য অন্তত ১০ দিন আগে
অনুষ্ঠানসূচি পাঠান এই ঠিকানায়
আনন্দবাজার পত্রিকা
জেলা দফতর
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা- ৭০০ ০০১। |
|
|